Anything Anytime

Anything Anytime Glimpse of the little me
(7)

27/07/2025

বেশ কিছুদিন আগের কথা
বাসা থেকে জবের উদ্দেশ্যে বের হচ্ছিলাম
দরজা বন্ধ করার সময় চৌকাঠে হাত রেখে দরজাটা বন্ধ করে দিই
দরজার চাপা লেগে আমার তিনটা আঙ্গুল অকেযো প্রায় ।
ব্যথায় মনে হচ্ছিল গলা ফাটিয়ে চিৎকার করি ।
কিন্তু সময় স্বল্পতার কারণে চিৎকার করা তো দূরের কথা আঙ্গুলে একটু পানি ঠেকানোর সুযোগটুকুও হলো না ।
এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুল গুলো চেপে ধরে ঝড়ের বেগে দৌড় ।
সারাদিনে ব্যস্ততায় ব্যথা অনুভব করার সময় হয়ে ওঠে নাই ।

বাসায় ফেরার পর মাথায় একটি অবজারভেশন আসে । জীবনে কত বড় এবং কত ব্যস্ত হয়ে পড়েছি যে ব্যথা বিলাসের বিন্দুমাত্র সময় নেই ।
এই ঘটনাটা যদি আরও তিন থেকে চার বছর আগে ঘটতো তাহলে চিৎকার করে কান্না করতাম ও হাত ধরে সারাটা দিন পড়ে থাকতাম । চিৎকার শুনে বাসার সবাই এগিয়ে আসতো । কেউ হাতে বরফ অথবা ঠান্ডা পানি ঢেলে দিত । হাতটা নেড়েচেড়ে দেখতে ব্যাথাটা কতটা গভীর ।
সময়ের ব্যবধানে জীবনের কতটা পরিবর্তন !

27/07/2025

Daily vlog / Life time realisation

People often assume that I am from different backgrounds such as Nepali, Chinese, Korean, Indian, Pakistani, or anything...
25/07/2025

People often assume that I am from different backgrounds such as Nepali, Chinese, Korean, Indian, Pakistani, or anything else, but they rarely guess that I am Bangladeshi.

24/07/2025

May be, the moment before...

😭
22/07/2025

😭

22/07/2025

Amar meye Junaira.age almost 5.
or school a admission neyar boyosh hoye geche .so last few month dhore ami and amar husband junairar betterment er jonno Dhakar best schools search korchi and school gulo te giye khoj nicchi kothay vorti korle valo hoy.
Ato boro accident er por,bacchake school deyar kotha chinta kortei Moner moddhe ato gulo nishpap bacchar chehara veshe uthtese.
Tara to rojkar motoi school giyechilo sikhte and jibone kichu archive korte.Tader chinta teo asheni tader sathe ki hote choleche.kichu bujhe other agai😔
Ami akjon sadharon ma..akhon amar bacchar vorti niye kivabe chinta kora uchit?! Amar bacchar surokkha kothay❓❓

21/07/2025

May Allah grant Jannah to the souls, and help to heal the wounds of those affected by this incident.

In this post, I'm not trying to justify myself; I just want to describe my reality.

যেহেতু আমি একটি ডিফারেন্ট দেশে থাকি সো আমার টাইম জোন ইজ টোটালি diffeent |
Because of my work scedule আমি আমার পোস্টগুলো BD Time এর সাথে মিল রেখে আগে থেকেই সিডিউল করে রাখি |
গতরাতেও অন্যান্য দিনের মতো আগে থেকেই সব পোস্টগুলো সিডিউল করে আমি ঘুমিয়ে যাই আর সকালে উঠে কোনরকম জাস্ট outfit change করে জবের জন্য বেরিয়ে পড়ি । ইভেন ব্রেকফাস্ট এর সময়টাও আমি মিলাতে পারি নাই social media scroll করা তো দূরের কথা । শুধুমাত্র এই job timing er কারণে কত কত দিন যে মা-বাবার সাথে কথা হয় না !

৫ মিনিটের work break a একটু phone scroll করতে গিয়ে দেখি হাজার হাজার কমেন্ট । প্রথমত তো সবকিছু মাথায় উপর দিয়ে যাচ্ছিল । বাট কিছু বুঝে ওঠার আগে ব্রেক শেষ ।

মাত্র জব শেষ করে বাসায় এসেছি, সঞ্চয় এর কাছ থেকে সব ঘটনার বিবৃতি শুনলাম। ঘটনার ভয়াবহতা বর্ণনা করার মতো ভাষা নেই আমার । অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক । আমি শুধু ছোট ছোট বাচ্চাগুলো ও তাদের মা বাবার কথা ভাবছি । আমাদের কাউকে যেমন এরকম কঠিন সময়ের সম্মুখীন হতে না হয়।

কিন্তু আমি আমার কমেন্ট সেকশন পড়ে আরো ট্রমায় চলে গিয়েছি । আমি জানি আপনার আপনাদের ইমোশনের জায়গা থেকে কমেন্টস গুলো করেছেন কিন্তু আমার সিচুয়েশনটা ও বোঝার চেষ্টা করা উচিত আপনাদের।
It’s essential to recognize that our judgments about others should take into account the unique situations they are navigating. It’s not just about my perspective; we need to consider the complexities of their experiences.

আরও একটা কথা ক্লিয়ার করতে চাই এই পেজটা আমি কারো মন যোগানোর জন্য রান করি না এবং এই পেজটা কোন বিজনেস পার্পাসেও খোলা হয় নাই ।
আপনাদের ফলো করা বা না করায় আমার কিছু যায় আসে না ।
সুতরাং আমার কোন অ্যাক্টিভিটি আপনাদের ভালো না লাগলে ইউ বেটার আনফলো মি ।
It’s better to have 1 followers rather than having 1000 toxic ones .

21/07/2025

বাচ্চা গুলোর জন্য ৫ বার করে ‘দোয়া ইউনুস’ পরে দিবেন 🙏🏻

লা-ইলাহা ইল্লা আন্তা, সুব্‌হা-নাকা, ইন্নি কুন্তু মিনাজ্‌ জোয়ালিমিন
দোয়া ছাড়া আর কিছুই এখন করার নেই আমাদের।আল্লাহ সহায়ক

Wood Wharf
21/07/2025

Wood Wharf

21/07/2025

daily Vlog / rehearsal day 2

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anything Anytime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share