27/07/2025
বেশ কিছুদিন আগের কথা
বাসা থেকে জবের উদ্দেশ্যে বের হচ্ছিলাম
দরজা বন্ধ করার সময় চৌকাঠে হাত রেখে দরজাটা বন্ধ করে দিই
দরজার চাপা লেগে আমার তিনটা আঙ্গুল অকেযো প্রায় ।
ব্যথায় মনে হচ্ছিল গলা ফাটিয়ে চিৎকার করি ।
কিন্তু সময় স্বল্পতার কারণে চিৎকার করা তো দূরের কথা আঙ্গুলে একটু পানি ঠেকানোর সুযোগটুকুও হলো না ।
এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুল গুলো চেপে ধরে ঝড়ের বেগে দৌড় ।
সারাদিনে ব্যস্ততায় ব্যথা অনুভব করার সময় হয়ে ওঠে নাই ।
বাসায় ফেরার পর মাথায় একটি অবজারভেশন আসে । জীবনে কত বড় এবং কত ব্যস্ত হয়ে পড়েছি যে ব্যথা বিলাসের বিন্দুমাত্র সময় নেই ।
এই ঘটনাটা যদি আরও তিন থেকে চার বছর আগে ঘটতো তাহলে চিৎকার করে কান্না করতাম ও হাত ধরে সারাটা দিন পড়ে থাকতাম । চিৎকার শুনে বাসার সবাই এগিয়ে আসতো । কেউ হাতে বরফ অথবা ঠান্ডা পানি ঢেলে দিত । হাতটা নেড়েচেড়ে দেখতে ব্যাথাটা কতটা গভীর ।
সময়ের ব্যবধানে জীবনের কতটা পরিবর্তন !