
31/10/2024
আমার মানসিকতার সাথে মিলে এমন মানুষদের আমার বেশ ভালো লাগে। আমি খুবি কম্ফোর্ট ফিল করি এমন মানুষজনের সাথে মিশতে।
উনাদের কিছু এক্সপ্লেইন করতে হয় না। কি সুন্দর সব সহজ ভাবে বুঝে যায়। কোন কিছুতেই সহজে ভুল বুঝে না। কোন টা পরামর্শ আর কোন টা খোঁচা সেটা আলাদা করে বুঝানোর দরকার পড়ে না। কোথায় কি বলতে হবে, কার সাথে কতটুকু বলা যাবে, কার সাথে চলতে হবে বা কাকে এড়িয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি... উনারা সব বুঝে যান অনায়াসে। সর্বোপরি উনারা জানেন এবং বুঝেন , কোন সিচুয়েশন উনাকে কি করতে হবে।
কি চমৎকার সেন্স অফ হিউমার তাদের ,আলহামদুল্লিলাহ মাশাআল্লাহ 🖤
[আরেকদল আছে যারা কোনো কারণ ছাড়াই আপনাকে ভুল বুঝতে ১সেকেন্ড দেরি করবে না,তাদের কাছ থেকে আমি সর্বদা সাইলেন্টলি দূরে সরে আসি। কোনো কিছু এক্সপ্লেইন করারও প্রয়োজন মনে করিনা]