Princess khadija & family blog’s

Princess khadija & family blog’s ব্যবসাতেই রয়েছে বরকত সুতরাং কেউ স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাইলে ইনবক্স করেন।
(3)

15/10/2025

❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। ❞(সহিহ মুসলিম: ২৫৬৪)

15/10/2025

তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।কেননা,সিজদাহ্
হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়।
(📖মুসলিম শরিফ ৮৭৩)

15/10/2025

সফলতা অর্জন করতে হলে কানে কম শুনতে হবে এবং মুখে কম বলতে হবে আর নিরবে কাজ করে যেতে হবে।

15/10/2025

অপেক্ষা অবশ্যই করা উচিত তবে,মানুষের জন্য নয়,ভালো সময়ের জন্য....

15/10/2025

জীবিকার তাগিদে নিজ জন্মভূমি ছেড়ে বর্তমানে কোথায় আছেন?

15/10/2025

যাদের ইনকাম কম খরচ বেশি আল্লাহ তাদের রিজিকে বরকত দান করুন আমীন

15/10/2025

কাউকে দেখে
মুচকি হাসি দেওয়াও একটি সাদাকা বা দান হিসেবে গণ্য হয়। (তিরমিজি)

15/10/2025

প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয় অন্ধকারে যে আলো দেয় সেটাই আসল ঠিক তেমনি বন্ধু ধ্বনি না গরীব সেটা গুরুত্বপূর্ণ নয় যে অসময়ে পাশে থাকে সেই আসল বন্ধু।।

সফলতাসফলতার নানান প্রকারভেদ আছে।অনেক টাকার মানিক হওয়া মানেই সফলতা না।জগতে সফলতার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন হচ্ছে অন্যের...
15/10/2025

সফলতা

সফলতার নানান প্রকারভেদ আছে।অনেক টাকার মানিক হওয়া মানেই সফলতা না।জগতে সফলতার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন হচ্ছে অন্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মানবোধ থাকা এবং গুরুত্বপূর্ণ সবকিছু গুরুত্বের সাথেই দেখা।পাশাপাশি নিজের সততা,মেধা,শ্রম এবং ধৈর্য্য থাকতে হবে।সবকিছুর যদি সঠিক ব‍্যবহার করতে পারেন তবেই আপনি শতভাগ সফল হতে পারবেন।কেউ যদি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় তাহলে দেখবেন একটা সময় হঠাৎ করে সেভাবেই নেমে যায়।

একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ,যারা নিজেকে সবজানতা মনে করে তারা সমাজে কোনদিনই সফল হতে পারেনা।অর্থাৎ যাদের আপনি সবকিছু বুঝাতেই অক্ষম,যারা আপনার বুঝ নিবেনা তারা জীবনে কোনদিন সফল হতে পারেনি বা পারবেও না।আমাদের সমাজে এমন বেশী বুঝার লোকের অভাব নেই।তারা শুধু অন‍্যকে জ্ঞান দিবে কিন্তু নিজের বেলায়ও যে কিছু জ্ঞানের প্রয়োজন আছে সেটা বুঝবেনা,ভাববে যে তার জন‍্য সে নিজেই যথেষ্ট।এ ধরনের মানুষগুলো আজীবন সফলতার মুখ দেখেনা এমনকি কোনদিন দেখবেওনা।

15/10/2025

ছোট দোয়া
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা"

হে আল্লাহ! আপনি আমার ভাগ্যকে খুলে দিন।

একজন মালোশিয়ার লিডার মাত্র ৯ বছরে এই অবস্থাPower of Duplication আর আমাদের Star agent  হতে ১ বছর লেগে যায় আসলে দায়িত্ব নি...
14/10/2025

একজন মালোশিয়ার লিডার

মাত্র ৯ বছরে এই অবস্থা
Power of Duplication
আর আমাদের Star agent হতে ১ বছর লেগে যায় আসলে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি কাজ করলে সবই সম্ভব

কিন্তুু আমরা দায়িত্ব নিয়ে কাজটুকু করতে চাই না
একদিন কাজ করলে ৩ দিন কাজ করি না
নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করি না
আপলাইন মোটিভেশন দিবে তারপর কাজ করি
বুঝতেই পারলাম না Dxn টা কি। এখান থেকে ভবিষ্যত কি হবে

নিজ থেকে দায়িত্ব নিয়ে নিজ মোটিভেশনে কাজ না করলে আপনার সফলতা কখনোই আসবে না মনে রাখবেন।
সমস্যা এবং অযুহাত দেখিয়ে আজ অবদি কেউ সফল হতে পারেননি।

বিস্তারিত জানতে জেকোন দেশ থেকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ 👇👇👇👇
004407404170922

14/10/2025

আলহামদুলিল্লাহ DXN কুয়েত বাংলাদেশি কমিউনিটির চমৎকার একটি সেলিব্রেশন ও ট্রেনিং সেশন সম্পূর্ণ করলাম কুয়েতের খাইতান রাজধানী হোটেলে উক্ত অনুষ্ঠানে 300 প্লাস বাংলাদেশী অংশগ্রহণ করেন। ধন্যবাদ My Tv এতো সুন্দর ভাবে নিউজ করার জন্য। #হ্যালো_কুমিল্লা_বাসী #বরিশাল

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Princess khadija & family blog’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share