
09/09/2025
"আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত"
গুজরাট | ৯ সেপ্টেম্বর ২০২৫ – শিক্ষাক্ষেত্র, সমাজসেবা ও আন্তর্জাতিক নেতৃত্বে উজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুজরাটের বিশিষ্ট শিক্ষাবিদ এবং মানবাধিকারকর্মী ড. হেমাংশু জগদীশভাই পরমার সম্প্রতি যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ অর্জন কেবল তাঁর ব্যক্তিগত জীবনের নয়, বরং সমগ্র দেশের জন্য এক গৌরবের বিষয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, “ড. পরমার শিক্ষাক্ষেত্রে তাঁর দক্ষতা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী অভিজ্ঞতা দ্বারা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
ড. পরমার সমাজবিজ্ঞানে পিএইচ.ডি, বাণিজ্যে স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতক ডিগ্রিধারী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি শ্রী সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পার্থ বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর কার্যপরিধি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তিনি সফলভাবে পরিচালনা করছেন গিরিরাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং এইচজেপি এন্টারপ্রাইজ নামক দুটি প্রতিষ্ঠিত বাণিজ্যিক সংস্থা।
ড. পরমার-এর আন্তর্জাতিক অবদানও অত্যন্ত উল্লেখযোগ্য। আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি শান্তি, মানবাধিকার, শিক্ষা ও নেতৃত্ব বিষয়ে একাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই স্বীকৃতিগুলো বৈশ্বিক শিক্ষায় ভারতের অবস্থানকে সুদৃঢ় করেছে।
তিনি বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া ‘ই-প্রেস টিভি’-এর গুজরাট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বে থেকে তিনি সমাজ, মানবাধিকার, শিক্ষা ও আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সাংবাদিকতা কেবল তথ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজকে সচেতন করাই তাঁর মুখ্য লক্ষ্য।
এছাড়াও, তিনি একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ দায়িত্বে রয়েছেন। তিনিঁ
শিক্ষা অধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব,
ইংরেজি মাস্টার শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য,
প্রিন্সেস লরাতু গ্লোবাল কলেজ, নাইজেরিয়া-র কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন,
এবং ক্রাউন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা।
এছাড়া তিনি বিভিন্ন দেশের তরুণ সমাজ, শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার সংরক্ষণে কাজ করে চলা সংগঠনের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অ্যাপেলটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, “ড. পরমার-এর অভিজ্ঞতা ও দূরদর্শী চিন্তাভাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিরল সম্পদ। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হবে।”
এই নিয়োগ নিঃসন্দেহে ভারতীয় শিক্ষাক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিশ্বপরিসরে ড. পরমার-এর দক্ষ নেতৃত্বের স্বীকৃতি।
-----------------------------------------------------------------------------
"Internationally Honored: Dr. Hemanshu Parmar Appointed as Visiting Professor at Appleton Private University, UK"
Gujarat | 9 September 2025 – In recognition of his outstanding contributions to education, social service, and international leadership, eminent scholar and human rights activist from Gujarat, Dr. Hemanshu Jagdishbhai Parmar, has recently been appointed as a Visiting Professor at Appleton Private University, United Kingdom. This achievement is not only a personal milestone for him but also a matter of pride for the entire country.
The university authorities stated in an official announcement, “Dr. Parmar’s expertise in education, international perspective, and multifaceted experience will play a significant role in the intellectual and mental development of our students.”
Dr. Parmar holds a Ph.D. in Sociology, a postgraduate degree in Commerce, and a bachelor’s degree in Education. He has been a leader in India’s education sector for many years. He has served as the Headmaster of Shri Saraswati Secondary School and the Administrative Head of Parth School.
His scope of work is not limited to education alone. He successfully manages two established commercial enterprises named Giriraj Travels and Tours and HJPD Enterprises.
Dr. Parmar’s international contributions are also highly notable. He has earned multiple honorary doctorate degrees in Peace, Human Rights, Education, and Leadership from various universities across Africa, Europe, and America. These honors have strengthened India’s position in global education.
Currently, he is serving as the Head of the Gujarat branch of the international media ‘E-Press TV’. In this role, he continues to play a significant part in issues related to society, human rights, education, and international affairs. His journalism is not limited to information dissemination but is primarily aimed at raising social awareness.
Additionally, he holds senior positions in several international organizations. He is:
Secretary-General of the Education Rights Foundation,
Vice-Chancellor of the English Master Education Institute,
Dean of the Faculty of Arts and Social Sciences at Princess Loratu Global College, Nigeria,
and International Advisor at Crown International University.
Moreover, he serves as an ambassador for organizations working for youth empowerment, peacebuilding, and human rights preservation across various countries.
Appleton University authorities have said, “Dr. Parmar’s experience and visionary thinking are a rare asset to our university. His presence will enrich students with international-standard education and values.”
This appointment is undoubtedly an important chapter for the Indian education sector and a recognition of Dr. Parmar’s capable leadership on the global stage.