14/02/2025
পবিত্র শবে বরাত উপলক্ষে ই-প্রেস টিভির পক্ষ থেকে আমরা বিশ্বের সকল মানুষ, সাংবাদিক এবং আমাদের সম্মানিত দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শবে বরাত হলো রহমত, ক্ষমা এবং মুক্তির রাত, যা আমাদের আত্মবিশ্লেষণ ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক অমূল্য সুযোগ এনে দেয়।
এই পবিত্র রাতে আমরা সকলের জন্য দোয়া করি, বিশেষভাবে পৃথিবীজুড়ে যারা কষ্টে আছেন, তারা যেন শান্তি, সুখ এবং সুস্থতা লাভ করেন। আসুন, আমরা সবাই একসঙ্গে মানবতার সেবা করি এবং সমাজে শান্তি, সহানুভূতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করি।
বিশ্বব্যাপী সাংবাদিকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, যারা সঠিক তথ্য পরিবেশন এবং সত্য উদ্ঘাটনে নিরলস পরিশ্রম করছেন। এই পবিত্র রজনীতে আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা গ্রহণ করি।
ই-প্রেস টিভির পক্ষ থেকে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, সাফল্য এবং মঙ্গল দান করুন। আমাদের সকল গুনাহ মাফ করুন এবং সঠিক পথের দিশা দিন।
শবে বরাত মোবারক!
-------------------------------------------------------------------------
On the auspicious occasion of Shab-e-Barat, we, on behalf of E-Press TV, extend our heartfelt greetings to people across the world, journalists, and our esteemed viewers. Shab-e-Barat is the night of mercy, forgiveness, and liberation, offering us a precious opportunity for self-reflection and seeking forgiveness from Allah.
On this holy night, we pray for everyone, especially those who are suffering worldwide, that they may find peace, happiness, and good health. Let us come together in the service of humanity and work towards establishing peace, empathy, and harmony in society.
We express our deep respect and gratitude to journalists worldwide who remain dedicated to providing accurate information and uncovering the truth. On this sacred night, we pledge to stand by each other in both joy and sorrow.
On behalf of E-Press TV, we pray that Allah grants peace, success, and prosperity in our lives. May He forgive all our sins and guide us to the right path.
Shab-e-Barat Mubarak!