AK TV

AK TV ✅FREEDOM OF SPEECH
✅ANTI CORRUPTION
✅HUMAN RIGHTS
✅DEMOCRACY
✅MORALITY
✅POLITICS
✅PROTEST
✅VICTIM
✅TRUTH
Always brings authentic news to the public.

Stay tuned with AK TV 🇧🇩💙🇬🇧

একজন বাংলার কৃতি সন্তান আমাদের গর্ব। আজ গাGAবাসীর জন্য আপনার সাহসী ভূমিকার প্রসংশা আমরা না করে পারছি না। আল্লাহ আপনাদের ...
03/10/2025

একজন বাংলার কৃতি সন্তান আমাদের গর্ব। আজ গাGAবাসীর জন্য আপনার সাহসী ভূমিকার প্রসংশা আমরা না করে পারছি না। আল্লাহ আপনাদের হেফাজত করুণ। আপনারা সফল হোন সেই কামনা করি। ❤️🤲🏻♥️

01/10/2025

Let's connect to Allah, before we returns to Allah 🤲🏻 If we do good, we get good. If we do bad , we get bad. So, we should always try to do the good works. আসুন আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি, আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে। আল্লাহপাক আমাদের সকলকে হেদায়েত দান করুন । আমিন ♥️🤲🏻♥️

সাকিব বা*ল হাসান তো ভিডিও বার্তা দিয়ে দিলেন কানাডা সুপার৬০ লিগে খেলার জন্য কিন্তু ভাই… উনি কি জানেন না যে, ক্রীড়া উপদেষ্...
01/10/2025

সাকিব বা*ল হাসান তো ভিডিও বার্তা দিয়ে দিলেন কানাডা সুপার৬০ লিগে খেলার জন্য কিন্তু ভাই… উনি কি জানেন না যে, ক্রীড়া উপদেষ্টার সীল ছাড়া মন্ট্রিয়েল টাইগার্সের জার্সি জড়ানো যাবে না!

বুকে আবু সাঈদের ছবি নিয়ে ইস*রাইলের মিডিয়া ব্লাকআউট ভাঙতে গা*জার উদ্দেশ্যে রওনা হওয়া মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন প্রখ...
01/10/2025

বুকে আবু সাঈদের ছবি নিয়ে ইস*রাইলের মিডিয়া ব্লাকআউট ভাঙতে গা*জার উদ্দেশ্যে রওনা হওয়া মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

আমরা জানি প্রায় ৪৫ এরও বেশি দেশের প্রতিনিধিসহ "গা*জা ফ্লোটিলা" রওনা হয়েছিলো বার্সেলোনা থেকে, ইতিমধ্যে উক্ত বহরে ইজ*রায়েল দু'বার হামলা করলেও থামেনি তাদের গাঁ*জার উদ্দেশ্যে যাত্রা।

বাংলাদেশ থেকে প্রথম কেউ এই ফ্লোটিলার অংশ হয়েছেন, ইতালী হয়ে শহিদুল আলম সেখানে যুক্ত হয়েছেন।

মানবতার এই বৈশ্বিক মিছিলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমাদের জন্য ও গর্বের।

আসুন আমরা সকলে শহিদুল আলম ভাইসহ "গা*জা ফ্লোটিলার" সফলতার জন্য দুআ করি।

30/09/2025


সাংবাদিক ইলিয়াস হোসেন স্ট্যাটাস দিলেন হটাও ইউনুস বাঁচাও দেশ!

গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিলি কাগজের কফি কাপ থেকে গরম পানিতে প্রায় ২৫,০০০ মাইক্রন আকারের মাইক্রোপ্লাস্টিক কণা মিশে...
30/09/2025

গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিলি কাগজের কফি কাপ থেকে গরম পানিতে প্রায় ২৫,০০০ মাইক্রন আকারের মাইক্রোপ্লাস্টিক কণা মিশে যায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই।

ডিসপোজেবল কাগজের কাপের ভেতরের প্লাস্টিক আস্তরণ গরম পানির সংস্পর্শে এসে ভেঙে পড়তে শুরু করে। এটি মূলত কাগজের সমস্যা নয় বরং প্রতিটি ডিসপোজেবল কাপের ভেতরে থাকা গোপন প্লাস্টিক কোটিং-এর সমস্যা।

গবেষণায় দেখা গেছে, কাপের প্লাস্টিক আস্তরণ থেকে তাপের কারণে একাধিক ক্ষতিকর পদার্থ বের হয় যেমন:
মাইক্রোপ্লাস্টিক কণা: মাত্র ১৫ মিনিটে ১০০ মিলি কাপে প্রায় ২৫,০০০ কণা মিশে যায়।
হেভি মেটাল: লেড, ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম হাইড্রোফোবিক ফিল্মে পাওয়া গেছে।
রাসায়নিক যৌগ: কাপ তৈরির সময় ব্যবহৃত ফথালেট ও অন্যান্য প্লাস্টিসাইজার।
আয়ন: ফ্লোরাইড, ক্লোরাইড ও নাইট্রাইট পানীয়তে মিশে যায়।

স্বাস্থ্যগত উদ্বেগ: সম্পূর্ণ স্বাস্থ্য প্রভাব এখনো গবেষণাধীন, তবে ইতিমধ্যেই মানুষের রক্ত, মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

এর সমাধান একেবারেই সহজ: এমন বিকল্প ব্যবহার করুন যেখানে প্লাস্টিকের আস্তরণ নেই। পুনঃব্যবহারযোগ্য কাপ: স্টেইনলেস স্টিল, কাচ বা সিরামিক মগ ব্যবহার করুন যাতে মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার একেবারেই থাকে না। যখন ডিসপোজেবল কাপ ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই তখন গরম পানীয় কিছুটা ঠান্ডা করে তারপর ডিসপোজেবল কাপে ঢালুন, অথবা কফি শপে সিরামিক মগ চাইতে পারেন।

সূত্র : Ranjan VP, et al. "Microplastics and other harmful substances released from disposable paper cups into hot water." J Hazard Mater. 2021;404(Pt B):124118.
PMID: 33050139;

Joseph A, et al. "Drinking hot beverages from paper cups: Lifetime intake of microplastics." Chemosphere. 2023;317:137844.
PMID• 36716899

যোগ্যতার বিচারে, তারেক রহমান জামায়াতের আমির ড. শফিকুর রহমান থেকে অনেক দূরে! তারেক রহমানের বলার মতো একটাই কথা আছে সে জিয়া...
30/09/2025

যোগ্যতার বিচারে, তারেক রহমান জামায়াতের আমির ড. শফিকুর রহমান থেকে অনেক দূরে! তারেক রহমানের বলার মতো একটাই কথা আছে সে জিয়ার সন্তান। এই কথাটাই ভরসা করে বিএনপি টিকে আছে। আর জামায়াতের আমির একজন শিক্ষিত, মার্জিত মানুষ। তাকে ’৭১-এর দায় চাপিয়ে ছোট করে রাখা হয়েছে।

দলের অবস্থা :
বিএনপি : বিএনপির ৩০–৩৫% নেতাকর্মী হলো রাজমিস্ত্রি, বাসের হেল্পার, এলাকার বখাটে, চোর-বাটপার, রিকশা চালক, সিএনজি চালক—এমন সব ছাত্রদল-যুবদলের সদস্য। ২০–২৫% নেতা আছেন, যাদের গত ১৭ বছরে আন্দোলনে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারা এখনো বড় পদে বসে আছেন। এই ৫৫–৬০% লোকই বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে সারাদেশে চাঁদাবাজি আর লুটপাট করে। তারেক রহমানের তাদের বাদ দেওয়ার ক্ষমতাও নেই, কারণ তাদের বিরুদ্ধে কিছু করলে উল্টে তারেক রহমানের বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে।
অর্থাৎ এদের দিয়েই বিএনপি ভবিষ্যতে দেশ চালাবে! একবার ভেবে দেখুন—দেশে কী ভয়াবহ তাণ্ডব চালাবে তারা! একটা প্রধান রাজনৈতিক দলে যদি ৭০% অশিক্ষিত-মূর্খ থাকে, এরা শুধু চাঁদাবাজি ও লুটপাটই জানে।

জামায়াত ইসলামী : জামায়াতের দোষ একটাই তাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। কিন্তু জামায়াতের একজন নেতাকর্মীকেও বেকার দেখাতে পারবেন না থাকলেও খুব কম। সবাই কোনো না কোনোভাবে উপার্জন করে। তারা শিক্ষিত, মার্জিত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে জানে।

সর্বশেষ : বিএনপির বর্তমানে প্রায় ৩৫% নেতাকর্মী বেকার। তাদের আয়ের উৎস হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নানা অবৈধ কাজ বা মিছিল মিটিং থেকে। তাহলে প্রশ্ন হলো দেশ নিরাপদ থাকবে কার হাতে? অশিক্ষিত-মূর্খদের হাতে, নাকি ন্যায়ের হাতে? আপনি জামায়াতকে ভোট দেবেন এমন নয়; অনেক ইসলামিক দল আছে, রাজনৈতিক দল তাদেরকেও ভোট দিতে পারেন।
সবচেয়ে বড় কথা, বাংলাদেশ যাদের হাতে নিরাপত্তা থাকবে এবং জনগণ সুযোগ-সুবিধা বেশি পাবে, তারাই ক্ষমতায় আসবে।
🇧🇩✊🏼🫵🏼

গাজীপুরে জুলাই আন্দোলনের বীর গাজি মেরাজ উদ্দিন শ্রাবণ! ৫ আগষ্ট আ'ন্দোলন চলাকালীন শ্রাবণ গু*লি খান! সেই গু*লিতে তার একটা ...
30/09/2025

গাজীপুরে জুলাই আন্দোলনের বীর গাজি মেরাজ উদ্দিন শ্রাবণ! ৫ আগষ্ট আ'ন্দোলন চলাকালীন শ্রাবণ গু*লি খান! সেই গু*লিতে তার একটা চোখ চিরতরে হারিয়ে যায়। কিন্তু শ্রাবণের জীবনে যে সুখ আল্লাহ লিখে রাখছিল, সেটা কে'ড়ে নেবার সাধ্য কার!

এই মেয়েটার সাথে শ্রাবণের সম্পর্ক ছিল ৩ বছরের। ৫ আগস্টের পর শ্রাবণ বারবার বলছে, আমার কোনো দাবি নাই তোমার প্রতি! তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করে সুখের সংসার করো। আমার এক চোখ অ'ন্ধ! মেয়ে জবাব দিত, আমাকে ত তোমার এখনই বেশি দরকার। প্লিজ আমাকে জলদি নিয়ে যাও!!

অতপর তাদের বিয়ে হয়। বর্তমানে এই দম্পতির একটা ফুটফুটে স'ন্তান দুনিয়াতে আসার জন্য অধীর আগ্রহে দিন গুনতেছে।

ভালোবাসা কতই না সুন্দর হয়। আপুর প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা। তাদের দাম্পত্য জীবন সুখের ও সুন্দর হোক এই কামনা করি!❤️‍🩹 🇧🇩✊🏼

30/09/2025

সাথে কথোপকথন ! Please, do not discuss your personal problems with দয়া করে আপনারা কখনোই আপনাদের ব‍্যক্তিগত সমস্যা নিয়ে সঙ্গে আলোচনা করবেন না । আপনার সমস্যার সমাধান পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বের করার চেষ্টা করুন । vs 🫵🏼

সবার মুখে মুখে শিবির জিন্দাবাদ 🇧🇩✊🏼একের পর এক চমক দেখাচ্ছে শিবির ❤️ইবনে সিনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সকল ...
30/09/2025

সবার মুখে মুখে শিবির জিন্দাবাদ 🇧🇩✊🏼
একের পর এক চমক দেখাচ্ছে শিবির ❤️

ইবনে সিনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সকল মেডিকেল সার্ভিস গ্রহণে ৫০% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছাত্র শিবিরের কল্যাণে এমন উদ্যোগ নেওয়াকে ধন্যবাদ জানাই।



#ঢাকা #বিশ্ব #বিদ্যালয় #শিবির

ঢাকাতে ধরা পড়া ডিবি হারুনকে আমেরিকা পাঠিয়েছে কে বা কারা? জাতি জানতে চায় 🤔     জুলাই আন্দোলনের ফল যাদের হাতে গেছে, যেমন...
29/09/2025

ঢাকাতে ধরা পড়া ডিবি হারুনকে আমেরিকা পাঠিয়েছে কে বা কারা? জাতি জানতে চায় 🤔


জুলাই আন্দোলনের ফল যাদের হাতে গেছে,
যেমন…
উপদেষ্টা
কিছু সেনাবাহিনী
কিছু পুলিশ
রাজনৈতিক নেতা
সমন্বয়ক
সচিব
আমলা।
মূলত এরা কেহুই জুলাই বিপ্লবকে বুকে ধারণ করেন না।
এরা সবাই অঢেল টাকা কামিয়ে খুনি অপরাধীকে স্ব সন্মানে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করছে।
আপনি কি একমত? #জনমত

ভদ্রলোক আর সুবিধাবাদীর মধ্যে পার্থক্য..! 🫵🏼
29/09/2025

ভদ্রলোক আর সুবিধাবাদীর মধ্যে পার্থক্য..! 🫵🏼

Address

64 Broad Street
London

Alerts

Be the first to know and let us send you an email when AK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK TV:

Share