25/02/2025
মা মাছের মাথাটা তার ছেলের থালায় দেওয়ার সময় তার কন্যা তিহু বলল,
“মা, মাথাটা আমাকে দেও না।”
পাঁচ বছরের তিহুর আবদারে মা হলেন বিরক্ত। তার কন্যা তো বেশি, ছয়জন কন্যা, তাই কন্যার শখ তার কাছে অতিরিক্তই মনে হয়। তাই সে রাগী চোখে তাকিয়ে মেয়ের পাতে মাথাটা দিতে দিতে বলল,
“খা, নে ধর। এত খাম, খাম স্বভাব তোর। নে খাইয়া ম র। এত মানুষ ম রে, তুই ম রতে পারিস না?”
পাঁচ বছরের তিহু গালমন্দ বুঝল না। সে মাথা পেয়ে খুশিতে আটখানা। মায়ের গলা জড়িয়ে বলল, “ভালোবাসি, প্রিয় মা।”
তারপর অতি খুশিতে বাচ্চাটা খেতে লাগল। কে জানত এটা তার শেষ খাওয়া! শ্বাসনালীতে মাছের কাঁটা আটকে প্রাণ হারালো তিহু। মায়ের প্রার্থনা কবুল করে নিল উপরওয়ালা।
গল্প: মায়ের প্রার্থনা
কলমে: মম সাহা
[কখনো রেগে গিয়ে সন্তানকে কিছু বলার আগে ভেবে বলুন। মায়ের কথা ঈশ্বর শুনেন। ]