Abdur Rab Bhuttow

Abdur Rab Bhuttow আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না বাংলাদেশে। আমরা হতে দিবো না। News Media

12/10/2025

টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাত
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন

12/10/2025

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে
বিএনপি'র নেতা-কর্মীদের মাথায়
কাঠাল ভেঙ্গে খাচ্ছে ষড়যন্ত্রকারীরা

নিজের পক্ষে সাফাই গাইতে জামাতপন্থী ও সুবিধাভোগীদের মাঠে আন্দোলনে নামালেন মৌলভীবাজারের বিতর্কিত জেলা প্রশাসক মো: ইসরাইল হ...
11/10/2025

নিজের পক্ষে সাফাই গাইতে জামাতপন্থী ও সুবিধাভোগীদের মাঠে আন্দোলনে নামালেন মৌলভীবাজারের বিতর্কিত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। মহারাজকে দ্রুত প্রত্যাহার করুন।

নিজের পক্ষে সাফাই গাইতে জামাতপন্থী ও সুবিধাভোগীদের মাঠে আন্দোলনে নামালেন মৌলভীবাজারের বিতর্কিত জেলা প্রশাসক ম....

শুরুতেই বউ বাচ্চাদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন মহারাজ। নিউ ইয়র্কে বাড়ি কিনেছেন এখন তারতো সেইফ এক্সিট লাগবেই। সরকা...
11/10/2025

শুরুতেই বউ বাচ্চাদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন মহারাজ। নিউ ইয়র্কে বাড়ি কিনেছেন এখন তারতো সেইফ এক্সিট লাগবেই।

সরকারের ভেতরে সব চেয়ে দুর্নীতিবাজ উপদেষ্টা এ মহারাজ। আওয়ামীলীগের নেতা আর হাসিনার দোসরদের সীমান্ত দিয়ে পালাতে এ মহারাজ ভূমিকা পালন করেছেন।

10/10/2025

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম মহিউদ্দিন আরিফের চলছে ওপেন কমিশন বাণিজ্য। ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় করেন তার সহকারি নাছিরের মাধ্যমে। এই নাছির আবার সিলেট ছাতকবাজার রেল পুনর্বাসন প্রকল্পের পরিচালক!

ভিডিওতে শুনা যাচ্ছে মহিউদ্দিন আরিফ ঠিকাদারদের বলছেন তার পিএর সাথে যোগাযোগ করতে। রেলওয়ের এই ডিআরএম আওয়ামীলীগের সাবেক নৌপরিবহন মন্ত্রী পলাতক শাহজাহান খানের আত্মীয়।

হাসিনা পালিয়ে যাবার পর প্রভাবশালী এক রাজনীতিবিদের তদবিরের মাধ্যমে মহিউদ্দিন আরিফ রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম পদে পদায়ন লাভ করেন ৫ কোটি টাকার বিনিময়ে।

ডিআরএম মহিউদ্দিন আরিফ ও সহকারি নাছিরকে দ্রুত প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।

10/10/2025

চলতি বছরের ৯ মাসে
১৫ হাজার ৪৭৬ জন সমুদ্রপথে ইতালি প্রবেশ করেছেন
তার মধ্যে আওয়ামীলীগের নেতা ও সুবিধাভোগীরা রয়েছেন

10/10/2025

‘বাংলাদেশে কখনো কেউ গুম হয় নাই’- বলে পতিত ফ‍্যাসিস্ট এক ধরনের অস্বীকারের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছে। এখনো তারা মিথ্যা প্রচার ও বিকৃত বয়ানের মাধ্যমে তাদের শাসনামলে সংঘটিত বিস্তৃত ও পরিকল্পিত গুমের সত্যকে আড়াল করে দায় এড়াতে চায়।

The Commission of Inquiry on Enforced Disappearances (গুম সংক্রান্ত তদন্ত কমিশন) দীর্ঘ তদন্ত শেষে উদঘাটিত তথ‍্য এবং অকাট‍্য প্রমাণের ভিত্তিতে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘Unfolding The Truth’।

গুম কারা করতো, কীভাবে করতো, গুম করার পরে কোথায় কীভাবে রাখা হতো, গুম হয়ে যাওয়া মানুষদের কী পরিণতি হতো, কারা কারা এই কাজে জড়িত ছিল?

এই সব প্রশ্নের প্রমাণসহ উত্তর খুঁজে পাবেন এই প্রামাণ্যচিত্রে যা ফ‍্যাসিস্টের সত‍্য লুকানোর সব অপচেষ্টাকে প্রতিহত করবে। তথ‍্য-প্রমাণোর ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উন্মোচন, ধ্বংস বা লুকিয়ে রাখা প্রমাণ উদ্ধার করা-সহ এই অপরাধের পুরো সাইকেলটা উদ্ধার করেছে গুম কমিশন, যা আদালতের বিচারে অকাট‍্য প্রমাণ হিসাবে বিবেচিত হবে। আমাদের কালের জঘন্য অপরাধের বিপরীতে গা শিওরে ওঠা এক অকাট‍্য দলিল হয়ে থাকবে গুম কমিশনের তদন্তে উঠে আসা এইসব তথ্য।

প্রামান‍্যচিত্রটি নির্মাণ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

10/10/2025

সাবেক এসবি প্রধান খন্দকার রফিকুল ইসলামের নামে
গুম কমিশনে অভিযোগ দায়ের

10/10/2025

স্বঘোষিত আন্তর্জাতিক নেতা😀

ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া। ১৮ ব্যাচের  এ মহারাজ আছেন রেলওয়ে পুলিশে।  আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়া...
10/10/2025

ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া। ১৮ ব্যাচের এ মহারাজ আছেন রেলওয়ে পুলিশে। আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়া এ মহারাজকে হাসিনার দোসরদে মধ্যে অন্যতম। ২৭ বছর চাকরির প্রায় অর্ধেক সময় কাটিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। কখনোই লো-প্রোফাইলে চাকরি করেন নাই মহারাজ।

এডিসি হিসেবে তিনি এসএমপি সিলেটে পোস্টিং নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে কাজ করেছেন। এসপি পদে পদোন্নতি পেয়ে এআইজি (NCB) হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। কখনোই পদোন্নতি বঞ্চিত হন নাই। সময়মতো সব প্রমোশন পেয়েছেন/নিয়েছেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি Addl DIG ( Finance) PHQ, এবং ডিআইজি পদে পদোন্নতি পেয়ে এপিবিএন হেডকোয়ার্টার্সে কয়েক মাস থাকার পর পূনরায় পুলিশ হেডকোয়ার্সে DIG (Finance) হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

AIG(NCB) থাকাকালে তৎকালীন আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পাওয়ার লোভে একক প্রচেষ্টায় তারেক রহমানসহ দেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে INTERPOL এর মাধ্যমে RED NOTICE জারি করিয়েছেন। পুরষ্কার হিসাবে তাকে ২০১৫ সালে বিপিএম (সেবা) পদক দেয়া হয়। এ ধরণের প্রচন্ড লোভী ও ধূর্ত অফিসার এখনো পুলিশ ডিপার্টমেন্টে বহাল থাকার কারনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং তার দোসরদের আস্ফালন এখনো কমেনি। এই টাইপের ব্যক্তিকেন্দ্রিক ক্রুক অফিসার চাকরিতে বহাল থাকলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের সাবোটাজ হওয়ার আশংকা থেকে যায়।

আরেকটি বিষয় হলো, এ ধরনের অফিসাররা চান না পুলিশের মনোবল চাংগা হোক। সেই লক্ষ্যে তারা অত্যন্ত সুকৌশলে গোপনীয়তার সাথে কাজ করে যাচ্ছে। চাকরিতে বহাল থাকার সুযোগে তারা ফ্যাসিস্ট ও তার দোসরদের দমন সংক্রান্ত সকল ইন্টেলিজেন্স ফাঁস করে দিচ্ছে।

ডিপার্টমেন্ট ও দেশের স্বার্থে এ ধরনের ধূর্ত অফিসারদের অনতিবিলম্বে ডিপার্টমেন্ট থেকে বিদায় করে দেওয়া উচিত। এ ক্ষেত্রে যতো দেরি হবে ততই ক্ষতি হবে। এরা এমন ক্ষতি করবে যে ক্ষতি পুষিয়ে নেওয়ার কোন সময় ও সুযোগ আসবে না।

পুলিশ ডিপার্টমেন্টে মাহবুবের মতো বহু দোসর আছে গুরুত্বপূর্ণ পদে। দ্রুত তাদের বিচারের সম্মুখীন করতে হবে তথ্য পাচারের দায়ে।

অবশেষে বিমান থেকে  বরখাস্ত হলেন মহারাজ।
09/10/2025

অবশেষে বিমান থেকে বরখাস্ত হলেন মহারাজ।

অনিয়ম দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের চাকরীচ্যুতদের পুনর্বহাল করা হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে। ক্যাশিয়ার হিসাবে কাজ করছেন বিমানের লিগ্যাল এডভাইজার মাসুদ।

মাসুদ আর ভালো হবে না।

পুলিশের চাকুরি করে অতিরিক্ত আইজপি (ডিআইজি এডমিন) ফজলুল করিম সম্পদের পাহাড় গড়েছেন। আছে হোটেল, হাসপাতাল, আবাসন প্রকল্প স...
09/10/2025

পুলিশের চাকুরি করে অতিরিক্ত আইজপি (ডিআইজি এডমিন) ফজলুল করিম সম্পদের পাহাড় গড়েছেন। আছে হোটেল, হাসপাতাল, আবাসন প্রকল্প সহ নানাবিধ বাণিজ্য। হাসিনার দোসর পলাতক সাবেক আইজপি বেনজীরের পার্টনার ছিলেন এ মহারাজ।

একদিন কথোপকথনে এ মহারাজ স্বীকারোক্তি দিয়ে বলেন, " বাংলাদেশে এমন কোনো পুলিশ নাই যে ঘুষ খায় নাই। সবাই জীবনে চাহিদামতো ঘুষ খায়। কিন্তু একটা পর্যায়ে ঘুষ ছেড়ে দেয়। আমি এখন আর ঘুষ খাই না।"

ফজলু সাহেব কি অস্বীকার করতে পারবেন?

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rab Bhuttow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share