London bangla news

London bangla news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from London bangla news, Media/News Company, London.

29/06/2022

নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার হস্তক্ষেপ করবে না: ইসির সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের।

29/06/2022

পদ্মা সেতু ঘিরে ৪৫ বছর আগের আবেগ অনুভূতি প্রকাশ করায় চট্টগ্রামের আকবরশাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হককে শোকজ করেছে দল

29/06/2022

- ১০০ গরু নিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম
- আলহামদুলিল্লাহ্

29/06/2022

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু বা কজওয়ে বানানো হয়েছিল ১৯৮৬ সনে। ৩৫ বছর আগে ৮০০ মিলিয়ন ডলারে নেদারল্যান্ডের বালাস্ট নিদাম কোম্পানি এটি বানিয়ে ছিলো।

সৌদি আরবের এমন কোন প্রবাসী বা এমন কোন মোয়াতেনিন বা দেশী মানুষ ছিলোনা যারা এটি দেখতে যাননি। লক্ষ লক্ষ দর্শনাথীদের কোনো মানুষ কোনোদিন ব্রিজের রেলিংয়ের নাটবল্টু পরীক্ষা করতে যায়নি, কেউ নামাজ পড়েনি ব্রিজে, কেউ পেশাব করেনি, আর কোনো মহিলা উদ্ভট ভঙ্গীতে নেচে ভিডিও করেনি।

এই ধরণের বিকৃত মানসিকতা প্রকাশের কারণ কি? যেকোনো কিছুর সঠিক কদর করার মানসিকতা আমাদের হারিয়ে গেছে পুরোপুরি।

29/06/2022

এবার কি হবে সিলেটে?

আবারো ডুবতেছে মেন্দিবাগ,তালতলা, উপশহর!

29/06/2022
29/06/2022

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন বলেছেন, নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ শুধু ইতিহাস নয় , এর মাধ্যমে জাতির বদনাম মুছেছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি জানান , ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকে তিনি বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা ও বিলম্বের কথা তুলে ধরেছেন ।

29/06/2022

কিভাবে গবেষকরা বলতে পারে পৃথিবী তার নিজ অক্ষে ঘরছে যেখানে যত উপরে উঠা যায় তত মেঘের নিচে সব সমুদ্র দেখায়?? পবিত্র কোরআনই সত্য।ঈমান আনুন আল্লাহর বাণীতে -"নিশ্চয় আল্লাহ আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল। [সুরা ফাতির - ৩৫:৪১]যদি পৃথিবী ঘুরতো তাহলে ঢাকা থেকে বিমান সৌদি আরবে উড়ে যেতোনা।বিমান বা হেলিকপ্টার সোজা উড়ে উপরে বসে/স্হির থাকতো, পৃথিবী ঘুরে সৌদি আরব নিচে চলে আসতো আর বিমান বা হেলিকপ্টার নিচে নেমে অবতরণ করতো।যদি পৃথিবী এক দিক থেকে আরেকদিকে ঘুরতো তাহলে বাতাস শুধু বিপরীত দিক থেকে আগত থাকতো মানে এক দিক থেকে প্রবাহিতা হতো। একটা নদী বা একটা সমুদ্রের তীরে গিয়ে পাবেন-" ঢেউ এবং বাতাস আপনার দিকে আসছে। আপনি যদি ঘুরে সমুদ্রের অন্য দিকে যান তা-ও ফলাফল একই রকম পাবেন,আবার যদি একদমই উল্টো দিকে যান ধরুন আগে ছিলেন ভারতে আর এখন গেলেন শৃলংকা তারপর আবারও দেখবেন বাতাস এবং ঢেউ আপনার দিকেই আসছে। আপনি বেশী দূরে নয় যে কোন একটা দ্বীপে যান, ধরুন সেন্টমার্টিন দ্বীপে যান সেই দ্বীপের যে কোন দিকের সমুদ্রের সামনে যাবেন, আপনি পাবেন বাতাস এবং ঢেউ আপনার দিকেই আসছে।এটা সম্পূর্ন আল্লাহরই কারিশমা। পুরা বিষয়টার কোন ব্যাখা কোন গবেষক বিভ্রান্ত ছাড়া কোন ব্যাখা আপনাকে দিতে পারবেনা।পৃথিবী যদি নিজ কক্ষে ঘুরে দিনরাত হয়ে থাকে এবং বছরের সাথে তাল মিলিয়ে সূর্যের কাছে বা দূরে যায় যাহার কারণে ঋতু পরিবর্তন হয় তাহলে একই সময় ইংল্যান্ড বাংলাদেশে গরমকাল আর সেই একই সময় অষ্ট্রেলিয়াতে শীত কাল হবে কেন? এসব আল্লাহর কারিশমা বুঝা ছাড়া মাথা নষ্ট করে কোনই লাভ নাই। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কারণে সব নিচের দিকে নামে সূত্রটি যেমন ভূল প্রামাণিত হয়েছে মদিনা গিয়ে তেমনি বিজ্ঞানের এই নিজ কক্ষে ঘুরার সুত্রটিও ভূল এটা তারাই আবার গবেষণা করলেই পাবে। আল্লাহ সত্য এবং পবিত্র কোরআনে তার প্রতিটি বাণীও সত্য। পবিত্র কোরআনে আছে -"তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। [সুরা আম্বিয়া - ২১:৩৩] সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ। [সুরা ইয়া-সীন - ৩৬:৩৮]
চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়। [সুরা ইয়া-সীন - ৩৬:৩৯]
সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। [সুরা ইয়া-সীন - ৩৬:৪০]

29/06/2022

নিরাপত্তা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে অবাধে মাদকদ্রব্যের চালান

বেনাপোল বন্দরে সিসি ক্যামেরা, স্ক্যানিং মেশিন আর বিভিন্ন সংস্থার সব নিরাপত্তা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে অবাধে ভারতীয় ট্রাকে বাংলাদেশে আসছে ভায়াগ্রা, ফেনসিডিল, গাঁজাসহ নানা মাদকদ্রব্যের চালান। এতে নিরাপদ বাণিজ্য হুমকির মুখে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। মাদক পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
Benapolebusiness

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when London bangla news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share