M-Tech

M-Tech alhamdulillah thanks for following

মাএ ২০০৳ 😍 নিতে চাইলে যোগাযোগ করবেন চার্জ ফ্রি সারাদেশে।
22/11/2025

মাএ ২০০৳ 😍 নিতে চাইলে যোগাযোগ করবেন চার্জ ফ্রি সারাদেশে।

30/10/2025
উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেও...
27/10/2025

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেওয়া হয় সুষমভাবে ওজন বন্টন ও কম্পন শোষণ করতে। ঢাকার মেট্রোরেলে ব্যবহার করা হয়েছে রাবারের বিয়ারিং প্যাড।

এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। দুর্ঘটনার হার একেবারে কম হওয়ার পরও আজ ঠিক দুপুরে ফার্মগেট সংলগ্ন ৪৩৩ নাম্বার পিলারে স্থাপিত বিয়ারিং প্যাড এক পথচারীর মাথার উপর পড়ে। বিয়ারিং প্যাড প্রায় ১৫০ ওজনের হওয়ার কারণে পথচারী সঙ্গেসঙ্গে মারা যান এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন৷ মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছুলে তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায়মুক্তির ভাব নিয়ে চায়ের কাপে পরবর্তী চুমুক দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে নির্ভার হয়ে যায়। কিন্তু এটা কি আসলেই দুর্ঘটনা, না কি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল? হঠাৎ বিয়ারিং প্যাড সরে খসে পড়েছে, না কি একটু একটু করে সরতে সরতে ভূপাতিত হয়েছে? পর্যাপ্ত গাইডলাইন মেনে কি ইনস্টলেশন করা হয়েছিল, না কি চৌকির পায়ার নিচে ইট দেওয়ার মতো বিয়ারিং প্যাড গুঁজে দিয়ে দায় সারা হয়েছিল?

এগুলোর উত্তর খুঁজে পাবেন না। যে দেশে একজন মানুষের দাম মাত্র ৫ লাখ টাকা সেই দেশে কখনোই এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নজর দেওয়া হবে না। মরুক, ক্ষতিপূরণ তো মাত্র ৫ লাখ। এটা কোনো ব্যাপার!

আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচল করা মানুষদের জীবন রক্ষার্থে ন্যুনতম সেইফটি নিশ্চিত করা হয় না। এ-কোন পাগলের দেশে আমরা আছি? কোন ছাগলের পাল চালায় এই দেশ?

শরীয়াহ কী বলে জানেন?

অনিচ্ছাকৃতভাবে কারোর দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে ১০০ উট বা সমপরিমাণ অর্থ প্রদান। বর্তমানে এর বাজার মূল্য কম করে হলেও ২৫ কোটি টাকার ওপর। এরপরও তোমাদের কাছে শরীয়াহ আইন ভালো নয়। ভালো শুধু মরার পর ভিক্ষার মতো ৫ লাখ টাকা অনুদান দেওয়া "জোর যার মুল্লুক তার" সিস্টেম। থাকো তোমার ভালো নিয়ে।

©

💻 নতুন কম্পিউটার ইউজারদের জন্য সেরা ১০০টি গুরুত্বপূর্ণ কীবোর্ড শর্টকাট 🔥📚 একসাথে Computer Basic, MS Word, MS Excel & Pow...
27/10/2025

💻 নতুন কম্পিউটার ইউজারদের জন্য সেরা ১০০টি গুরুত্বপূর্ণ কীবোর্ড শর্টকাট 🔥
📚 একসাথে Computer Basic, MS Word, MS Excel & PowerPoint
🖥️ 🔹 Computer Basic শর্টকাট
⌨️ Ctrl + C → কপি করার জন্য ব্যবহার হয়।

✂️ Ctrl + X → কাট বা স্থানান্তর করার জন্য।

📋 Ctrl + V → পেস্ট করার জন্য।

🔙 Ctrl + Z → আগের কাজ ফিরিয়ে নেওয়া (Undo)।

🔁 Ctrl + Y → Undo করা কাজ পুনরায় ফিরিয়ে আনা (Redo)।

🧾 Ctrl + A → সব নির্বাচন করা (Select All)।

🔄 Alt + Tab → এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়া।

❌ Alt + F4 → অ্যাপ বা প্রোগ্রাম বন্ধ করা।

🖥️ Windows + D → ডেস্কটপ দেখা বা লুকানো।

🔒 Windows + L → কম্পিউটার লক করা।

📂 Windows + E → ফাইল এক্সপ্লোরার খোলা।

⚙️ Ctrl + Shift + Esc → টাস্ক ম্যানেজার খোলা।

📸 Print Screen (PrtSc) → স্ক্রিনশট নেওয়া।

🆕 Ctrl + N → নতুন উইন্ডো বা ডকুমেন্ট খোলা।

🚪 Ctrl + W → বর্তমান ট্যাব বন্ধ করা।

🔍 Alt + Enter → ফাইলের প্রপার্টিজ দেখা।

📁 Ctrl + Shift + N → নতুন ফোল্ডার তৈরি করা।

🔽 Alt + Space + N → উইন্ডো মিনিমাইজ করা।

🔼 Alt + Space + X → উইন্ডো ম্যাক্সিমাইজ করা।

🖨️ Ctrl + P → প্রিন্ট করার জন্য।

📝 🔹 MS Word শর্টকাট

🅱️ Ctrl + B → টেক্সট Bold করা।

*️⃣ Ctrl + I → টেক্সট Italic করা।

✍️ Ctrl + U → টেক্সটে Underline দেওয়া।

⬅️ Ctrl + L → টেক্সট বাম পাশে সাজানো।

➡️ Ctrl + R → টেক্সট ডান পাশে সাজানো।

↔️ Ctrl + E → টেক্সট মাঝখানে আনা (Center)।

🧾 Ctrl + J → টেক্সট সমানভাবে সাজানো (Justify)।

💾 Ctrl + S → ফাইল সেভ করা।

📁 Ctrl + O → নতুন ফাইল খোলা।

🚫 Ctrl + W → ফাইল বন্ধ করা।

🔍 Ctrl + F → টেক্সট সার্চ করা।

🧭 Ctrl + H → টেক্সট Replace করা।

📄 Ctrl + Enter → নতুন পেজ দেওয়া (Page Break)।

🗑️ Ctrl + Backspace → একটি সম্পূর্ণ শব্দ মুছে ফেলা।

🔤 Shift + F3 → বড় ও ছোট অক্ষরে পরিবর্তন।

🧷 Ctrl + Shift + L → বুলেট লিস্ট তৈরি।

📐 Ctrl + 1 / 2 / 5 → লাইন স্পেসিং পরিবর্তন।

🧩 Ctrl + T → হ্যাঙ্গিং ইনডেন্ট তৈরি।

📋 Ctrl + Shift + C → ফরম্যাট কপি করা।

📋 Ctrl + Shift + V → ফরম্যাট পেস্ট করা।

🧮 Ctrl + = → সাবস্ক্রিপ্ট লেখা।

🔠 Ctrl + Shift + + → সুপারস্ক্রিপ্ট লেখা।

🕒 Alt + Shift + D → তারিখ যোগ করা।

🕐 Alt + Shift + T → সময় যোগ করা।

🧾 Ctrl + Q → অনুচ্ছেদের ফরম্যাট মুছে ফেলা।

📊 🔹 MS Excel শর্টকাট

📗 Ctrl + N → নতুন ওয়ার্কবুক তৈরি।

💾 Ctrl + S → সেভ করা।

📂 Ctrl + O → ফাইল খোলা।

📋 Ctrl + C / X / V → কপি / কাট / পেস্ট।

🔙 Ctrl + Z → Undo করা।

🔁 Ctrl + Y → Redo করা।

🔢 Ctrl + Shift + "+" → নতুন রো বা কলাম যোগ করা।

➖ Ctrl + "-" → রো বা কলাম ডিলিট করা।

🔍 Ctrl + F → সার্চ করা।

🔄 Ctrl + H → Replace করা।

🔼 Ctrl + ↑ / ↓ / ← / → → দ্রুত সেল মুভ করা।

📈 Alt + = → অটো সাম (AutoSum)।

💡 F2 → সেলের ডাটা এডিট করা।

🔤 Ctrl + 1 → ফরম্যাট সেল ডায়ালগ খোলা।

🎨 Alt + H + H → সেল রঙ পরিবর্তন।

📊 F11 → চার্ট তৈরি করা।

🧮 Ctrl + Shift + L → ফিল্টার অন/অফ করা।

🔢 Ctrl + Arrow → ডাটার শেষ পর্যন্ত যাওয়া।

📄 Ctrl + Page Up/Page Down → শিট পরিবর্তন করা।

📋 Ctrl + D → উপরের সেল কপি করা।

⬇️ Ctrl + R → বাম সেল কপি করা।

📆 Ctrl + ; → বর্তমান তারিখ ইনপুট করা।

⏰ Ctrl + Shift + ; → বর্তমান সময় ইনপুট করা।

📏 Ctrl + Space → সম্পূর্ণ কলাম সিলেক্ট।

📐 Shift + Space → সম্পূর্ণ রো সিলেক্ট।

📽️ 🔹 MS PowerPoint শর্টকাট

🆕 Ctrl + M → নতুন স্লাইড যোগ করা।

✍️ Ctrl + D → স্লাইড বা অবজেক্ট ডুপ্লিকেট করা।

🖼️ Ctrl + G → একাধিক অবজেক্ট গ্রুপ করা।

🔓 Ctrl + Shift + G → গ্রুপ খুলে দেওয়া (Ungroup)।

🧾 Ctrl + A → সব সিলেক্ট করা।

🧩 Ctrl + C / V → কপি-পেস্ট করা।

🧭 Ctrl + Shift + > / < → ফন্ট বড় বা ছোট করা।

🧭 Ctrl + K → হাইপারলিংক যোগ করা।

🖱️ F5 → স্লাইডশো শুরু করা।

⏩ Shift + F5 → বর্তমান স্লাইড থেকে শো শুরু করা।

⬅️➡️ ← / → → পরের বা আগের স্লাইডে যাওয়া।

⏹️ Esc → স্লাইডশো বন্ধ করা।

🧲 Ctrl + Shift + C / V → ফরম্যাট কপি/পেস্ট।

🎨 Alt + F9 → গাইডলাইন অন/অফ।

📏 Ctrl + G → গ্রিডলাইন দেখা।

🖌️ Ctrl + T → ফন্ট ডায়ালগ খোলা।

🧾 Ctrl + Enter → পরের টেক্সট বক্সে যাওয়া।

📄 Ctrl + Shift + N → নতুন প্রেজেন্টেশন তৈরি।

📑 Ctrl + O → প্রেজেন্টেশন খোলা।

💾 Ctrl + S → প্রেজেন্টেশন সেভ করা।

🎥 Ctrl + P → প্রেজেন্টেশন প্রিন্ট করা।

🧹 Ctrl + Backspace → এক শব্দ মুছে ফেলা।

🧭 Ctrl + Shift + L → বুলেট লিস্ট যোগ করা।

🔤 Ctrl + Shift + F → ফন্ট পরিবর্তন করা।

⚡ Ctrl + Shift + S → সেভ অ্যাজ করা।

🧮 Ctrl + Up/Down → টেক্সট মুভ করা।

📏 Alt + Shift + Up/Down → লিস্ট আইটেম মুভ করা।

🖥️ Ctrl + Shift + D → স্লাইড ডুপ্লিকেট করা।

🕹️ Alt + F5 → প্রেজেন্টেশন ভিউ মোডে দেখা।

🌟 Ctrl + Q → PowerPoint থেকে বের হওয়া।

🏁 শেষ কথা:

এই 💯 শর্টকাট শিখে ফেললে আপনি হয়ে উঠবেন 💪 কম্পিউটার প্রো ইউজার!

📘 পোস্টটি Share / Save করে রাখুন ভবিষ্যতে কাজে আসবে।
🚀 ফ্যামেলি অথবা বন্ধুদের সাথে Share করতে পারেন যেন তারাও শিখে নিতে পারে।
🧮এই পোস্টটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান?
🧮কমেন্টে জানান— পরবর্তী পোস্ট কোন টপিক নিয়ে চাচ্ছেন? পোস্ট করলে উপকৃত হবেন নাকি ভিডিও শেয়ার করলে?

ফাতিমা হারিয়েছেন জীবনের একমাত্র ভরসা, স্বামীকে।এক বছরের ছোট্ট সন্তানকে বুকে চেপে ধরে রিকশা চালিয়ে জীবন পার করছেন ফাতিমা...
27/10/2025

ফাতিমা হারিয়েছেন জীবনের একমাত্র ভরসা, স্বামীকে।এক বছরের ছোট্ট সন্তানকে বুকে চেপে ধরে রিকশা চালিয়ে জীবন পার করছেন ফাতিমা।

প্রতিটি চাকা ঘুরে যেন মিশে যাচ্ছে তার কষ্ট, তার তাড়না, তার নির্ভরতার তীব্রতা।

কোনো বাবা কি এভাবেই নিজের পরিবারকে ছেড়ে অন্যত্র সুখ খুঁজে পায়?ফাতিমার চোখে যে বেদনা, যে নিঃশব্দ আর্তনাদ, তা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়।

আজ মনে হয়, জীবনের ন্যায়বিচার কোথায় হারিয়ে গেছে?মা ও শিশু একসাথে লড়ছেন একাকীত্বের, বঞ্চনার, আর বাস্তবতার কঠোরতা দিয়ে।আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারব না?

Facebook issues removed kora hoy inbox ok..যাদের আইডি বা পেইজ এ ইসু আছে তাদের জন্য আমরা আছি ইসু রিকোভার। ধন্যবাদ আপনাকে ...
10/08/2025

Facebook issues removed kora hoy inbox ok..
যাদের আইডি বা পেইজ এ ইসু আছে তাদের জন্য আমরা আছি ইসু রিকোভার।
ধন্যবাদ আপনাকে 💥👈💞🥰🧁
কনটাক্ট করতে।
01970-132610

৫পিস চিনা হাস গুলো সে**ল করা হবে ইনশাআল্লাহ। রানিং ডিম পারা।
25/02/2025

৫পিস চিনা হাস গুলো সে**ল করা হবে ইনশাআল্লাহ।
রানিং ডিম পারা।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when M-Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M-Tech:

Share