Atn Bangla Uk Sky 779 Midlands News

Atn Bangla Uk Sky 779 Midlands News Free to view Sky-779
BARB
ATN Bangla UK is a Broadcasting Company Incorporated in Engl

04/12/2025

জম কালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৪ই ডিসেম্বর বার্মিংহামের স্থানীয় একটি হলে মা কিচেনের আয়োজনে এক পিঠা মেলার আয়োজন করা হয়েছে বিস্তারিত থাকছে জয়নাল ইসলামের রিপোর্টে।

03/12/2025

লেস্টারে স্থানীয় একটি মসজিদে যুক্তরাজ্য ইস্ট মিডল বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদার জিয়ার রোগ মুক্তির জন্য এক দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন হয়।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম।
বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনাায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ মাদ্রাসার হাফিজ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ইস্ট মিডল্যান্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ,
এছাড়া উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইস্ট মিডল্যান্ড বিএনপি এর সাবেক সভাপতি শহীদ উল্লাহ খান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোকিত মিয়া,আরো উপস্থিত ছিলেন ইউকে বিএনপির সাবেক উপদেষ্টা আবু তাহের চৌধুরী ইস্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম নেতা হিরা চৌধুরী সাবেক কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, লেস্টার বিএনপি নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন মামুন আহমেদ, আব্দুল হান্নান, আব্দুস সালাম, শওকত মিয়া ,মহসিন হোসেন ,কমরু মিয়া, উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নটিংহাম ,লাফবরো বিএনপি বিপুল সংখ্যাক নেতাকর্মীরা প্রবুক।

30/10/2025

গ্রেটার সিলেট এসোসিয়েশন লেস্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান পালিত হয়।
বিস্তারিত জানাচ্ছি সহকর্মী বদরুল আলম।

29/10/2025

ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ সিলেট এর ৬৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
বিস্তারিত জয়নাল ইসলামের রিপোর্ট।

15/10/2025

গত রবিবার লেস্টারের মদিনাতুল উলুম মাদরাসার উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে এক মনোজ্ঞ ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত ওলামায়ে কেরাম,
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম,

13/10/2025

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল‍্যান্ডস এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বার্মিংহামে। আমাদের প্রতিনিধি বদরুল আলম জানান,

05/10/2025

সহযোগিতামুলক, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী একটি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের লেস্টার শহরে “গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার” নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম,

05/10/2025

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হলো বদরুল-মুহিব-মুকিত পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্য ও সমর্থকরা অংশ নেন।” বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম,

08/09/2025

শাবানা মাহমুদ এমপির বক্তব্য।

Address

London
E33LT

Alerts

Be the first to know and let us send you an email when Atn Bangla Uk Sky 779 Midlands News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atn Bangla Uk Sky 779 Midlands News:

Share