17/09/2024
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার ১১বিশিষ্ট আহবাহক কমিটির ঊদ্দুগে রবিবার স্তানীয় একটি হলে এক সাধারন সভায় অনুষ্টিত হয়,
বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম।
প্রথমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাপতি তো করেন আহবায়ক কমিটির জনাব আলহাজ আব্দুল হান্নান,
উপস্তিথ সভায় গটনতন্ত সংগঠনের জনাব আবু তাহের এমবিএ ও আব্দুস সালামের যৌথ পরিচালনায়।
সিলেট বিভাগের ৪ জেলার নির্বাচন ধারা ৫১ জন নেতৃবৃন্দকে নিয়ে সংগঠন গঠিত হবে।
এতে বক্তব্য রাখেন
আমিনুর রশিদ তালুকদার,
আব্দুল মান্নান,
ফজলুর রহমান,
ফখরুল ইসলাম,
আনসার আহমেদ,
উক্ত আলোচনায় সংগটনের গটনতন্ত সদস্য ফি ১০০ থেকে পাউন্ড ৩০ করে মেম্বারশিপ নির্ধারণ করা হয়, এতে কমিটির কার্যক্রম ৫১ জন ছাড়া সাধারণ সদস্য হিসাবে সবাই মেম্বারশিপ
পরম জমা দিতে পারবেন
১১ বিশিষ্ট আহবাহক কমিটি জানান।
আগামী বৈঠকে ফোরাম জমা দেওয়ার ডেট নির্ধারণ করা হবে এবং কমিটি গঠন করা হবে এবং ৩ মাসের ভিতরে।