MS Show

MS Show My page is about funny content creation & making people laugh.

17/05/2025

sin90° = cot45°

এর মানে হলো...

৯০ টা পাপ করলে আপনি অন্তত ৪৫ টায় ধরা খাবেন!😁

[সংগ্রহ]

যারা সব সময় তেল দিতে ভালোবাসেন তাদের জন্য নতুন তেল চলে আসছে। নরমাল তেল দিয়ে যাদের কাজ হয় না তাদের জন্য চলে আসছে মরুভূম...
16/05/2025

যারা সব সময় তেল দিতে ভালোবাসেন তাদের জন্য নতুন তেল চলে আসছে। নরমাল তেল দিয়ে যাদের কাজ হয় না তাদের জন্য চলে আসছে মরুভূমির সান্ডার/(সান্দার) তেল।😜

জীবন চলবে ত্যাল ত্যালাইয়া।

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি বিমানের চাকা উড়ন্ত অবস্থায় খুলে পড়ে যায়। ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিল...
16/05/2025

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি বিমানের চাকা উড়ন্ত অবস্থায় খুলে পড়ে যায়। ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।
আলহামদুলিল্লাহ, পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

07/05/2025

I will be back momentarily.
Please stay tuned.
✌️✌️✌️

27/03/2025

ন্যায়বিচারী লোকেরা আল্লাহর কাছে নূরের মিম্বরে থাকবে। তারা তাদের বিচার ও দায়িত্বে ন্যায়ের ওপর ছিল এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব ও পরিবার-পরিজনের ব্যাপারে ন্যায়বিচার করেছিল।
(সহিহ মুসলিম: ১৮২৭)

18/03/2025

"অনেকেই এক ফোটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায়, রোজা নষ্ট হয়ে যাবে বলে। অথচ অন্যের হক গিলে ফেলায় তাদের কোনো ভয় নেই!"

[সংগৃহীত]

নিজে আলো হও, যাতে অন্যদের পথ দেখাতে পারো।
12/03/2025

নিজে আলো হও, যাতে অন্যদের পথ দেখাতে পারো।


সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর রহমত লাভের মাস, যা আমাদের নৈতিকতা ও সত্যের পথে চলতে...
01/03/2025

সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর রহমত লাভের মাস, যা আমাদের নৈতিকতা ও সত্যের পথে চলতে শেখায়।

আসুন, আল্লাহর রহমতের আশায় রোজা রাখি, ইবাদতে মনোযোগ দিই। আল্লাহ যেন আমাদের রোজা, দোয়া ও ইবাদত কবুল করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন।

আমাদের প্রতিটি কাজ যেন কল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত থাকে এবং আমরা যেন একজন ভালো মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি।

রমজানুল মোবারক।🥰

একাই একশো............🙉
20/02/2025

একাই একশো............🙉


বাস্তব তুমি মাইনা লও।এটাই বাস্তব।...........(°_°)
16/02/2025

বাস্তব তুমি মাইনা লও।

এটাই বাস্তব।...........(°_°)

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when MS Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share