
19/07/2025
ব্রিটেনে ডাক্তার ও তার স্বামীকে জেলদন্ড, কোভিডে পিপিই চুরি করে বিক্রি
লন্ডন: এক ডাক্তার এবং তার স্বামীকে চুরি করা পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) ইবে-তে বিক্রি করার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা কোভিড-১৯ মহামারীর সময় স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় পিপিই চুরি করে তা অনলাইনে বিক্রি করেছেন, যার ফলে তারা অবৈধভাবে বড় অঙ্কের অর্থ উপার্জন করেছেন।
অভিযুক্তদের নাম ডক্টর শারমিন আহমেদ এবং তার স্বামী রাজীব আহমেদ। তদন্তকারীরা জানিয়েছেন, তারা বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পিপিই সরবরাহ চুরি করে ইবে-তে তা বিক্রি করতেন। তদন্তকারীরা আরও জানান, তাদের এই অপরাধে লক্ষ লক্ষ পাউন্ডের ক্ষতি হয়েছে এবং এ ঘটনাটি করোনা মহামারী চলাকালে স্বাস্থ্যকর্মীদের জন্য মারাত্মকভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল।
পিপিই চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়, এবং বিচারক অভিযোগটি প্রমাণিত হওয়ার পর তাদেরকে যথাক্রমে পাঁচ এবং সাত বছরের জন্য কারাদণ্ড দেন।
এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং এটি স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।