23/08/2024
🔴🔴🔴এলার্ট🔴🔴🔴
ধারনা করা হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার সাক্ষী হতে যাচ্ছি! কাপ্তাই হ্রদের (চট্টগ্রাম) পানি বিপদসীমার ওপরে বাড়ছে, কাপ্তাই বাঁধ খুলে দেয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রাম শহরের আশেপাশের নিচু এলাকার সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই মুহুর্তে কাপ্তাই বাধের পানি 104 ফিট এ আছে, 109 হলে কাপ্তাই বাধও খুলে দিবে। প্রতি ১০০ পয়েন্টে ১ ইঞ্চি ধরা হয়, ঘন্টায় ৩০ পয়েন্ট করে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফেনী সম্পূর্ণ পানির নিচে, নোয়াখালীর অবস্থাও ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে।। হবিগঞ্জ, সিলেটের অবস্থা ক্রমশ অবনতির দিকে।
----------------------------------------------------------------------
🚫🚫🚫
🚨ফেনীতে আপাতত কেউ আসবেন না। অন্য জেলায় যান🚨
‼️ফেনীর অবস্থা খুবই খারাপ। পুরো জেলা পানিতে ডুবে গেছে। এই অন্ধকারে উদ্ধারে খুবই কষ্ট হচ্ছে। হেলিকপ্টার ছাড়া সম্ভবও না। অলরেডি অনেকে আছে, চেষ্টা করছে। নতুন যারা ফেনী আসতে চাচ্ছেন তারা দয়া করে ফেনী না এসে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তরবঙ্গের দিকে যান। যারা ফেনীতে তেমন কাজ করতে পারছেন না তারাও ওইসব এরিয়াতে যান। সেখানে পানি বেড়েই চলেছে। অবস্থা প্রচুর খারাপ। আগে খবর নেন, কোথায় কি লাগবে। তারপর যান।‼️
🚨 আপডেট: (২২ আগষ্ট, রাত ১১.২০)
ফেনীতে শুকনা খাবার আর বোট লাগবে। মানুষ লাগবে না। উদ্ধার আর্মিরা করতেছে। সাধারণ মানুষকে যেতে দিচ্ছে না। বোট আর খাবার, ত্রাণ পাঠান শুধু।
----------------------------------------------------------------------
উত্তরবঙ্গ Red Alert❗❗❗
সিকিম ভেসে যাচ্ছে। যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর বাসীরা।
-------------------------------------------------------------------------
আল্লাহ সবাইকে হেফাজত করুক!
আমীন!
আল্লাহ আপনিই একমাত্র হেফাজতের মালিক।।
ফি-আমানিল্লাহ।
লাইকটাইক বাদ দিয়ে কপি পেস্ট করেন। কেউ না কেউ দেখবেই। সবাইকে সতর্ক করুন।।।