Mehazabien’s Story

Mehazabien’s Story বাচ্চা সহ নিজের পুরো পরিবারকে সুস্থ, সুন্দর এবং সমাজের একটি নিদর্শন তৈরী করুন আমাদের সঙ্গে ❤️

ছোট্ট আঙ্গুলের স্পর্শ ❤️ তোমার ছোট্ট আঙুলের বাঁধনে আছে অদ্ভুত  শক্তি , যা আমাকে পৃথিবীর সমস্ত ভয় থেকে দূরে রাখে।✨ইতি- তে...
13/08/2025

ছোট্ট আঙ্গুলের স্পর্শ ❤️

তোমার ছোট্ট আঙুলের বাঁধনে আছে অদ্ভুত শক্তি , যা আমাকে পৃথিবীর সমস্ত ভয় থেকে দূরে রাখে।✨

ইতি- তোমার 'মা' 👶

একজন ভালো জীবন সঙ্গী ❤️একটি নিরাপদ ঘর আর 🎋একটি সুস্থ সন্তান 👶 জীবনের সবচেয়ে  বড়ো উপহার 😇💫
12/08/2025

একজন ভালো জীবন সঙ্গী ❤️
একটি নিরাপদ ঘর আর 🎋
একটি সুস্থ সন্তান 👶

জীবনের সবচেয়ে বড়ো উপহার 😇💫

গোটা পৃথিবী খুঁজে দেখুন,🌿নিজের অস্তিত্ব বলতে রয়েছে শুধুমাত্র নিজের সন্তানই। ❤️✨
09/08/2025

গোটা পৃথিবী খুঁজে দেখুন,🌿
নিজের অস্তিত্ব বলতে রয়েছে শুধুমাত্র নিজের সন্তানই। ❤️✨

08/08/2025

মেয়েদের কে কোন মা হওয়া শেখাতে হয় না। ✨যে মূহুর্ত থেকে তারা জানতে পারে তারা একটা নতুন জীবন পৃথিবীতে আনতে চলেছে সে মূহুর্ত...
30/06/2025

মেয়েদের কে কোন মা হওয়া শেখাতে হয় না। ✨

যে মূহুর্ত থেকে তারা জানতে পারে তারা একটা নতুন জীবন পৃথিবীতে আনতে চলেছে সে মূহুর্ত থেকে শুরু হয়ে যায় এক অচেনা অজানা যাত্রা।🌼
মা হওয়া পর যে জার্নি সেটা কোন স্কুল,কলেজে খাতা বা বই খুলে শেখানো হয় না।
কিন্তু প্রতিটি মেয়েই বলবে আমি শিখেছি।🌿

যে মেয়েটা তার মায়ের বাড়িতে সকাল ৯ছাড়া ঘুম ভাঙ্গতো না সে মেয়ে শিখেছে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে বাচ্চা কে কোলে নিয়ে দেওয়ালে হেলান দিয়ে রাতে জাগতে হয়।
সারাদিন তাকে সবাই মিলে ঘিরে থাকলেও রাতটা শুধুই তাকে কাটাতে হবে একাকিত্বের সঙ্গে। 🎋

মেয়েটি এই স্বার্থপর দুনিয়াতে পরিচিত হয়েছে এক এমন ভালোবাসার সঙ্গে যার কোন শর্ত নেই, এক স্নগ্ধ স্পর্শের খোঁজ পেয়েছে যা সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে।💫

নিখুঁত আমরা কেউই এ না, কোন মানুষের পক্ষেই নিখুঁত হওয়া সম্ভব নয়।🦋
কিন্তু প্রতিটি মায়েরাই প্রতি নিয়তই চেষ্টা করে চলেছি ভালো মা হয়ে ওঠার।কারন বাচ্চা এমন এক ভালোবাসার নাম যার জন্য পৃথিবীর সমস্ত ভালোটুকু করতে প্রস্তুত থাকে প্রতিটি মা।❤️

একজন সন্তানের কাছে তার মা হল সব চেয়ে বড়ো প্রেরণা।❤️ মায়ের কাছে সন্তানের সাফল্যের চেয়ে বড়ো  চাওয়া আর কিছু নেই।✨🌼
26/06/2025

একজন সন্তানের কাছে তার মা হল সব চেয়ে বড়ো প্রেরণা।❤️
মায়ের কাছে সন্তানের সাফল্যের চেয়ে বড়ো চাওয়া আর কিছু নেই।✨🌼

অতীতের ভুল , বর্তমানের সংকট  আর  ভবিষ্যতে পরিকল্পনা। কাউকে বলবেন না। 🙂
25/06/2025

অতীতের ভুল , বর্তমানের সংকট আর ভবিষ্যতে পরিকল্পনা।

কাউকে বলবেন না। 🙂

এখন কার সময়ে co-patrenting শব্দটা খুব পরিচিত একটা শব্দ।একটা বাচ্চাকে ভলোভাবে বড়ো করতে তাকে মানসিক ও শারীরিক ভাবে ভালো রা...
24/06/2025

এখন কার সময়ে co-patrenting শব্দটা খুব পরিচিত একটা শব্দ।
একটা বাচ্চাকে ভলোভাবে বড়ো করতে তাকে মানসিক ও শারীরিক ভাবে ভালো রাখতে মা-বাবার উভয়ের সম্পর্কের পাশাপাশি co-parenting টা ভীষণ ভাবে জরুরী। 💐

এই co-parenting এর মাধ্যমে মা-বাবা ও বাচ্চার
তিন জনের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে দৃঢ় হয়।ফলে বাচ্চা বড়ো হলে সে বাবা এবং মা উভয়কেই সমান ভাবে গুরুত্ব দেয়। মা বা বাবা কারোর সঙ্গেই তার গ্যাপ তৈরী না হয়।❤️

বেশির ভাগ বাবাদের অভিযোগ থাকে যে মায়েরা নাকি সারাদিন বাড়িতে থেকে বাচ্চা সামলাতে পারে না ,তাকে খাওয়াতে পারে না ,তার কান্না থামাতে পারে না।👶

কিন্তু বাবাদের বলছি ,এটাই যদি co-parenting হয় তাহলে বাচ্চার ছোট থেকে ছোট কাজ বাবা -মা উভয় ভাগ করে নিলে কোন সমস্যায় হয় না। তাহলে মনে হবে না যে মা সারাদিন বাড়িতে বসে কি করে, বা বাচ্চা সামলানো কতোটা সহজ কাজ। অফিসের কাজ করা অনেক সহজ একটা বাচ্চাকে সামলানোর চেয়ে। ❤️👩‍🍼

আমি জানি মাঝেমাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি, আমার মেজাজও খিটখিটে হয়ে  যায়, আমিও বাকি সবার মতো ভুল করি।কি করবো বলো আমিও মানুষ। ...
23/06/2025

আমি জানি মাঝেমাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি,
আমার মেজাজও খিটখিটে হয়ে যায়,
আমিও বাকি সবার মতো ভুল করি।
কি করবো বলো আমিও মানুষ।
.
.
.
মাঝে মাঝে নিজেকে খুঁজে পেতে নিজের সঙ্গেই খুব লড়াই করতে হয়
কিন্তু যতোই কষ্টের হোক না কেনো আমার, একটা কথা সত্যি যে আমি সব সময় তোমার সঙ্গে আছি ❤️👩‍🍼আর থাকবো।

💫আমি জানি আমার মতো ভালো তোমাকে আর এই ত্রিভুবনে কেউ বাসতেও পরবেনা আর যত্ন ও নিতে পারবেনা,
কারন আমি যে "তোমার মা"✨😇❤️
love u sona ma 👶

আপনার বাচ্চার জীবনে প্রথম  ৮ বছর  কেনো জরুরী  জানেন? বাচ্চার  ব্রেনের ৯৫% সেল গঠন হয় প্রথম ৫ বছরে।    আর তার পরের ৩ বছরে...
22/06/2025

আপনার বাচ্চার জীবনে প্রথম ৮ বছর কেনো জরুরী জানেন?
বাচ্চার ব্রেনের ৯৫% সেল গঠন হয় প্রথম ৫ বছরে।
আর তার পরের ৩ বছরে গঠন হয় ব্রেনের বাকি ৫%।

গবেষকরা বলেন, এ নির্দিষ্ট সময়ে বাচ্চার প্রতি খুব বেশি যত্নবান ও তার প্রতি মনোনিবেশ করা উচিত।

চশমা দেখলেই তাকে আর আটকানো যায় না। 😎একবার পড়ে দেখতেই হবে, সে তার size এর থেকে বড়ো হলেও তাকে পড়ে দেখতেই হবে। ✨😎
22/06/2025

চশমা দেখলেই তাকে আর আটকানো যায় না। 😎
একবার পড়ে দেখতেই হবে, সে তার size এর থেকে বড়ো হলেও তাকে পড়ে দেখতেই হবে। ✨😎

আমার জীবনের না পাওয়ার অনেক গল্পের মধ্যে         তুই  অন্যতম শ্রেষ্ঠ  পাওনা...... আমার জীবনের গল্পের তুই হলি MIRACLE  😘😇❤...
20/06/2025

আমার জীবনের না পাওয়ার অনেক গল্পের মধ্যে
তুই অন্যতম শ্রেষ্ঠ পাওনা......
আমার জীবনের গল্পের তুই হলি MIRACLE 😘😇❤️✨

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehazabien’s Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehazabien’s Story:

Share