12/10/2025
শুভ সকাল ✨
গ্রামের সকালবেলা এতো সুন্দর, আগে মনে হতো main city ছাড়া কোথাও থাকা সম্ভব না, কিন্তু দিন দিন এখন রিয়েলাইজেশন হচ্ছে গ্রামে গিয়ে থাকতে পারলে ভালো হবে।
সুস্থ থাকা যায় ঢাকার তুলনায়। এজন্যই গ্রাম প্রিয় মানুষের কাছে ঢাকার যান্ত্রিক জীবন পছন্দ না একদম।
আমিও যখন ভাবি বাংলাদেশ যাবো তখন প্রথমেই ভাবি গ্রামে থাকবো বেশকিছুদিন।
#ফরিদপুর