05/07/2025
প্রধান উপদেষ্টার ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব! দুদকের অনুসন্ধান থামিয়ে দেয়া, স্বেচ্ছাচারিতা, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করা, আওয়ামী দোসরদের সাথে সখ্যতা,কাজ পাইয়ে দেয়া,আর্থিকখাতের লুটেরাদেরকে সুরক্ষা দেয়া, সাংবাদিক সম্পাদকদের ফোন করে হুমকি, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়ার মত কাজগুলো তিনি করছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েও তিনি মানেন না প্রধান উপদেষ্টার নির্দেশনা! সরকারি প্রকল্পের টাকা বিদেশ ভ্রমণ করেন। ডাক টেলিযোগ এবং তথ্য প্রযুক্তিখাতের নতুন মহাজন ফয়েজ তৈয়্যব এখন এই সেক্টরটির অন্যতম নিয়ন্ত্রক!
নতুন ডিজাটাল মহাজন ফয়েজ আহমেদ তৈয়্যবকে নিয়ে আজকের প্রতিবেদন।