Bangali Tune

Bangali Tune ইসলাম‏, দেশ, মানবতা ও জনগণের স্বার্থে
‏ইনকিলাব বিপ্লবই আমাদের ঠিকানা।
বাঙ্গালী টিউন..

জুলাই আমাদের শোকের মাস🥲
03/07/2025

জুলাই আমাদের শোকের মাস🥲

আমার যেই ছেলে একটা মুরগি কাটা দেখতে পারত না, গরু কাটার সময় যাকে লুকায়ে রাখা লাগতো, সেই ছেলের শরীরে এত রক্ত আমি দেখছি! আমার মানিকটারে কে যে শেষ করে দিয়ে গেল।

'আন্দোলনে যাওয়ার জন্য ওইদিন শান্ত একরকম তাড়াহুড়া করেই টিউশনি শেষ করছিল। বলে আসছিল, পরের দিন বেশি সময় পড়ায়ে দিবে।

বাসার চাবি সবসময় একটা থাকতো শান্তর কাছে, আরেকটা আমার কাছে। ওর চাবিটা আমাকে কখনো দিত না। কিন্তু ওইদিন কেন জানিনা, নিজে ডেকে আমাকে চাবি দিয়ে গেছিল। হয়ত বুঝতে পারছিল, আর আসবে না৷

ওইদিন আমার ছেলের চেহারাও কেমন যেন লাগতেছিল খুব হাসিখুশি, মায়াবী মায়াবী!

পরোটা আর চা বানায়ে রেখে দিছিলাম, যেন সন্ধ্যায় এসে খায়। বাইরের কিছু তেমন খাইতে পারত না।

আমি জানতাম না আমার ছেলে নাই, গুলি লাগছে এই কথা বলে ওর বন্ধুরা আমাকে মেডিকেল নিয়ে গেছিল।

থানার ওসি যখন 'ফয়সালের আম্মু কোথায়' বলে বলে ডাকতেছিল, আমি দৌড়ায়ে গেছি। ভাবছি শান্তমনি হয়ত ওয়ার্ডে ভর্তি হইছে, আমাকে খুঁজতেছে, এই কারণে ডেকে নিয়ে যাচ্ছে।

আমাকে সবাই স্বান্তনা দিচ্ছিল শুধু, আমি বলতেছিলাম আমাকে আমার শান্তমনির কাছে নিয়ে চলেন, আমি শান্ত হয়ে যাব। কিন্তু আমাকে নেয় না৷

আমাকে যখন মৃত্যুর খবর শুনাইছে, আমি বিশ্বাস করিনাই। মনে হচ্ছিল হয়ত স্বপ্ন দেখতেছি। এখনো মাঝেমধ্যে মনে হয়, আমার শান্তমনি আছে, এগুলা সব স্বপ্ন।

আমার যেই ছেলে একটা মুরগি কাটা দেখতে পারত না, গরু কাটার সময় যাকে লুকায়ে রাখা লাগতো, সেই ছেলের শরীরে এত রক্ত আমি দেখছি! আমার মানিকটারে কে যে শেষ করে দিয়ে গেল!

আমাকে যখন লাশ দেখাইতে নিয়ে গেল, আমি তখনো ভাবছি গিয়ে দেখব অন্য কেউ শুয়ে আছে। আমার শান্তমনি হয়ত আন্দোলন থেকে কোথাও গিয়ে লুকায়ে আছে। কিন্তু স্ট্রেচারে করে আমার মানিকটারেই নিয়ে আসলো।

এর ভিতরে আবার শান্ত'র দুই বন্ধুকে এরেস্ট করে তাদেরকেই শান্ত'র হত্যামামলা দিয়ে দেয়।

ওর জন্ম চট্টগ্রামে, বেড়ে ওঠা চট্টগ্রামে, তবু এখানে একটা জানাজাও হইতে দিল না, পুলিশ প্রটোকলে বরিশাল নিয়ে যাওয়া লাগলো৷ দাফনও সেখানে হয়।

আমার ছেলে খতম তারাবি কোনোদিন মিস দিত না। মিস হবে ভেবে এমনকি রমজানে কোথাও বেড়াইতেও যাইত না। আর এই বছর পড়ারই কেউ নাই!

একটা ভাল মানুষ হিসাবে আমি শান্তমনিকে বড় করছি। আমি হয়ত আর ওর রক্ষণাবেক্ষণের উপযুক্ত ছিলাম না, এই কারণে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে। যতদিন উপযুক্ত ছিলাম ততদিন ও আমার কাছে ছিল। সান্ত্বনা শুধু এইটুকুই, আল্লাহ যেন আমার ছেলেকে শহিদ হিসাবে কবুল করে।

জানেন, জীবন আমার কাছে এখন আর মূল্যবান কিছু না। অপেক্ষা করেই আছি কখন আমার ছেলের কাছে চলে যাব।

27/05/2025

বিয়া নিয়ে চমৎকার আলোচনা.....
আলোচক: মাওলানা আলী হাসান উসামা

04/05/2025

উজিরপুরী হুজুররে চায়ের মাঝে মরিচ দিলাইছে রে.....
লগে বস্তাও দিলাইছে🫢

08/12/2024

দীর্ঘ দুই যুগ শাসনের পর পতন ঘটেছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। উল্লাসে মেতে উঠেছেন সিরিয়ার সাধারণ জনগণ। সশ...

08/12/2024
https://youtu.be/_7V6pV6BLDg?si=Ya0OiApJ8X_aozQY
17/11/2024

https://youtu.be/_7V6pV6BLDg?si=Ya0OiApJ8X_aozQY

প্রযোজনা ও পরিবেশনায় BangaliTune। দ্বীন প্রচার ও উম্মাহের স্বার্থে আমাদের পথ চলা...নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস...

31/10/2024

সব চাপাবাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমীন।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা

28/10/2024

২৭ অক্টোবর ২০২৪
রংপুর বদরগঞ্জ মেলার মাঠে কুয়াকাটা হুজুরের মাহফিলের ভিডিও।

কিছুসময় মাওলার জিকির করি🥀🪴

24/10/2024

রিয়েলিটি মাইনা নিতে হবে ভাই সকল।

পৃথিবী দু দিনের। একদিন আপনার। একদিন শত্রুর।

আপনার জয়ের দিনে অহঙ্কারী হতে নেই। শত্রুর জয়ের দিনে ধৈর্য্যহারা হতে নেই।

১৩অক্টোবর ২০২৪ ইংরেজি, রোজ রবিবার।জামিয়া ইসলামীয়া খাদিজাতুল কুবরা রা. এর বার্ষিক ওয়াজ মাহফিল। ভিডিও ধারণে থাকবে বাঙ্গালী...
12/10/2024

১৩
অক্টোবর ২০২৪ ইংরেজি, রোজ রবিবার।
জামিয়া ইসলামীয়া খাদিজাতুল কুবরা রা. এর বার্ষিক ওয়াজ মাহফিল।

ভিডিও ধারণে থাকবে বাঙ্গালী টিম।

আলহামদুলিল্লাহ, মিজানুর রহমান আজহারী সাহেব সহিসালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলেন ।
02/10/2024

আলহামদুলিল্লাহ,
মিজানুর রহমান আজহারী সাহেব সহিসালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলেন ।

Address

London
E154HY

Telephone

+966553961509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangali Tune:

Share