World Update

World Update আপডেট খবর জানতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন
(1)

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, Pinellas County-তে বিক্রি হচ্ছে ৪.৭৯ একরের প্রাইভেট এস্টেট — প্রকৃতির মাঝে বিলাসী জীবন!ফ্লোরিডা...
21/10/2025

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, Pinellas County-তে বিক্রি হচ্ছে ৪.৭৯ একরের প্রাইভেট এস্টেট — প্রকৃতির মাঝে বিলাসী জীবন!

ফ্লোরিডার মনোরম Pinellas County-তে অবস্থিত এই ৪.৭৯ একরের প্রাইভেট ওএসিস হলো এক স্বপ্নময় আশ্রয়স্থল! ব্যস্ত শহরের মাঝেও প্রকৃতির নীরবতা, সবুজ গাছপালা, বন্যপ্রাণী ও স্প্রিং-ফেড ক্রিকের শান্ত ধারা — সব মিলিয়ে এটি যেন এক টুকরো “Old Florida” জীবন্ত হয়ে উঠেছে।
সম্পত্তির ভিতরে রয়েছে চার শয়নকক্ষ ও তিন বাথরুমের সুন্দর র‍্যাঞ্চ হোম, যা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষিত ও “move-in ready।” বাড়িটিতে রয়েছে টেরাজো ফ্লোর, বড় ব্যাক পোর্চ, উড-বার্নিং ফায়ারপ্লেস এবং গ্যারেজে ফুল বাথ — যা ফ্লোরিডার বিশেষ বৈশিষ্ট্য।
এছাড়াও রয়েছে স্মোকহাউস, আর্টেসিয়ান ওয়েল এবং নিজস্ব নেচার-ওয়াকের সুযোগ। প্রতিদিন বিভিন্ন প্রজাতির পাখি এসে মন ভরিয়ে তোলে।
সম্পত্তিটি Residential Low (RL) জোনে অবস্থিত, যেখানে প্রতি একরে ৫টি ঘর নির্মাণের অনুমতি রয়েছে — অর্থাৎ এটি বিনিয়োগকারীদের জন্যও বিশাল সম্ভাবনা।

📞 যোগাযোগ: +1 (727) 555-4821
📧 [email protected]



👉 এই অনন্য সম্পত্তির খবরটি শেয়ার করে দিন — হয়তো আপনার কোনো পরিচিতই খুঁজছেন এমন এক শান্তিময় আশ্রয়!

18/10/2025

আমার জীবনের সব চেয়ে, সুখের মূহুর্তে জখন আমি তোমার সাথে কথা বলি,,,,

17/10/2025
15/10/2025

বিক্রয় হবে যুক্তরাষ্ট্রের চেহালিসে আধুনিক ডিজাইনের ফাংশনাল এবং সুন্দর Mid Century বাড়ি

সান্ত্বনা ও আধুনিকতা একসাথে খুঁজছেন? যুক্তরাষ্ট্রের Chehalis, WA-এর 1859 SE Cypress Avenue ঠিকানায় অবস্থিত এই Mid Century Modern বাড়িটি দারুণ সুযোগ। বাড়ির লিভিং রুমে ১১ ফুট ভল্টেড সিলিং এবং বড় জানালা যা প্রাকৃতিক আলো ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ দেয়। নতুন হিট পাম্প এবং দুইটি উড বার্নিং ফায়ারপ্লেস বাড়িটিকে আরামদায়ক ও উষ্ণ রাখে। প্রচুর স্টোরেজ স্পেস, সুপরিচিত ল্যান্ডস্কেপিং এবং নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশ—সব মিলিয়ে এটি একটি পারফেক্ট পরিবারিক বাসস্থান। Magnolia এর প্রবেশপথ সুবিধাজনক এবং নিকটবর্তী পার্ক, শপিং ও স্কুল জীবনকে আরও সহজ করে তোলে।

📞 যোগাযোগ: +1 (425) 555-7744
📧 ইমেইল: [email protected]

13/10/2025

যুক্তরাষ্ট্রের Moultonborough, NH-এ বিক্রয় হচ্ছে ৪ বেডরুমের প্রশস্ত ও আধুনিক সিঙ্গেল ফ্যামিলি বাড়ি

নিউ হ্যাম্পশায়ারের Moultonborough, NH-এ অবস্থিত এই ৪ বেডরুম, ৪ বাথরুমের বাড়িটি ২ একর জমির উপর নির্মিত এবং সুবিধাজনক ও আরামদায়ক জীবনযাপনের জন্য নিখুঁত।
প্রপার্টিতে রয়েছে সংযুক্ত ২-কার গ্যারেজ এবং ডিটাচড ২-কার গ্যারেজ, যার উপরে ফিনিশড লিভিং স্পেস—অতিথি, অফিস বা হবি রুম হিসেবে ব্যবহারযোগ্য।
মূল তলায় রয়েছে ওপেন কনসেপ্ট কিচেন, ডাইনিং ও লিভিং এরিয়া, যেখানে তিনটি গ্যাস ফায়ারপ্লেসের একটি মনোরম আবহ তৈরি করে।
সানপর্চে নিজস্ব ফায়ারপ্লেসসহ বসে Halfway Brook-এর মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
প্রাইমারি স্যুইটটি প্রথম তলায়, ডেক অ্যাক্সেস, পর্যাপ্ত ক্লোজেট স্পেস ও প্রশস্ত বাথরুমসহ।
উপরের তলায় আরও তিনটি বেডরুম, একটি নতুন রিমডেলড এন্স্যুইটসহ। অতিরিক্ত গ্যারেজের উপরে বোনাস প্লে-রুম ও ওয়াকআউট লোয়ার লেভেলে জিম/রেক্রিয়েশন স্পেস রয়েছে।
📞 যোগাযোগ: PrimeMLS অফিস – (252) 904-3184
📧 ইমেইল: [email protected]

10/10/2025

মনটা বড়ই স্বার্থপর, যাকে কোনদিন পাব না, তাকেই শুধু বারবার দেখতে ইচ্ছে করে। আর প্রতিটা মুহূর্তে তাকেই মিস করি,,,,,।

04/10/2025

তুমি যেখানে সুখ পাও, সেখানেই থাকো"আমি না হয় তোমায় একতরফা‘ই ভালোবেসে যাবো!

26/09/2025

ছেড়ে দেবো বলেও সব কিছু ছাড়তে পাড়িনা, তার মধ্যে অন্যতম হলো মায়া।।।

22/09/2025

কিছু স্বপ্ন, চিরকাল স্বপ্নই থেকে যায়। কিছু প্রশ্নের উত্তর, আজও মিলে না, কিছু কথা আজও মনে পড়ে, আর কিছু স্মৃতি, অশ্রু হয়ে ঝরে পড়ে।।

30/01/2025

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম রিজিওন-২ এর উদ্যোগে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত।

আফজাল হোসাইনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত।

Address

95-96 Whitechapel, High Street
Kanchipuram
E17RA

Telephone

+912276535578

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Update:

Share