প্রতিবাদী সাহসী কণ্ঠ নিউজ

প্রতিবাদী সাহসী কণ্ঠ নিউজ এই পেজটিতে সবসময় আপনারা সত্যের বার্তা পেয়ে থাকবেন

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔 " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের ক...
21/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔

" বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?

তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

🥴👇👀

কী একটা অবস্থা!হিরো আলম লাইভে মার খাচ্ছে কিন্তু কেউ বিশ্বাস করছে না সবাই ভাবছে শুটিং চলছে
18/07/2023

কী একটা অবস্থা!
হিরো আলম লাইভে মার খাচ্ছে কিন্তু কেউ বিশ্বাস করছে না সবাই ভাবছে শুটিং চলছে

নৌকার মালিক ২০৪১ সালের গ্যারান্টি দিয়েছিল, ২০২৩ সালেই নৌকাটি শেষ।🤣😂👇
30/06/2023

নৌকার মালিক ২০৪১ সালের গ্যারান্টি দিয়েছিল, ২০২৩ সালেই নৌকাটি শেষ।🤣😂👇

The favorite food of a political party leader, workers 💚😋🍲
25/06/2023

The favorite food of a political party leader, workers 💚😋🍲

23/06/2023
টাইটানিক কোথায় ডুবে আছে  জানেনতো? কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে! ...
22/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!

অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!

ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!

আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!

রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!

তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !

এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!


সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!

নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!

কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!

টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!

এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!

সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!


টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?

টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?

নাকি আসলে একট অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?

নাকি শেষ পর্যন্ত কোন একট অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!

( টাইটানের জন্য প্রার্থনা।)

বাংলাদেশে এই গরমে ঘুমাতে গেলে যা হয় আর কি 👀😄🙃
05/06/2023

বাংলাদেশে এই গরমে ঘুমাতে গেলে যা হয় আর কি 👀😄🙃

কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত.... পুকুর পাড়ে পাওয়া একটি ডিম! 😊🤗🧐🤪
21/05/2023

কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত.... পুকুর পাড়ে পাওয়া একটি ডিম! 😊🤗🧐🤪

11/05/2023

Address

Riverside Building
London
SE17PB

Telephone

+97470618631

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিবাদী সাহসী কণ্ঠ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিবাদী সাহসী কণ্ঠ নিউজ:

Share