26/05/2025
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর এর গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে “টিম ভয়েজার" যাচ্ছেন নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, ওয়াশিংটন ডিসি-তে।
এই সম্মানসূচক সফরে তারা আগামী ৪ জুন "গ্লোবাল অ্যাওয়ার্ড" গ্রহণ করবেন, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। নাসা আয়োজিত পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টেফিক হ্যাকাথনে অংশ নিয়ে প্রায় ২০০ দেশের ১ লক্ষ প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিম ভয়েজার বিশ্বসেরা নির্বাচিত হয়েছে – এটি আমাদের তরুণ প্রজন্মের অসাধারণ মেধা ও উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ।
বাংলাদেশের পক্ষ থেকে টিম ভয়েজার-এর এই অর্জনে আমরা সবাই গর্বিত, এই পথ চলায় তোমাদের সাথে থাকতে পেরে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ।
তোমাদের প্রতি রইল অসংখ্য শুভকামনা ❤️🇧🇩