Mediapost24

Mediapost24 It's an entertainment based Bengali online portal where you can read news, watch bangla natok, movi

07/07/2024

অরিত্র কে বলতে চাই যে ভায়া পাঠান কি টাইপের কমার্শিয়াল মুভি ছিল সেটা কি আহামরি গল্প ছিল?
তাইলে এত বিজনেস করল কিভাবে এটা?
ভাইয়া আপনাকে আগে বুঝতে হবে কমার্শিয়াল মুভির সংজ্ঞা পরে কথা বলতে আইসো।
নিজে ত ভালো করে বাংলাই লিখতে জানোনা আসসো উল্টো ফাপড় চাপতে।

তোমাদের স্টারদের যেটা সপ্ন সেটা শাকিব এখন বহির্বিশ্বে ক্রিয়েট করে ফেলছে আর তাকে পিছনে থাকাতে হবেনা।

তোমরা ওই বৌদি মার্কা সিনেমা নিয়েই থাক আমরা আমাদের মত করে এগিয়ে যাই।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের কিছু রেকর্ড : ১. সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি হিট ছবি তার  ২. সবচেয়ে বেশি ব্লকবাস্টার...
07/07/2024

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের কিছু রেকর্ড :

১. সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি হিট ছবি তার
২. সবচেয়ে বেশি ব্লকবাস্টার ছবি তার
৩. সবচেয়ে বেশি হিট ছবি তার
৪. সবচেয়ে বেশি ওপেনিং ডে, এর কালেকশন তার
৫. সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা
৬. সবচেয়ে বেশি গানের ভিউ তার
৭. টিজার ভিউ তার
৮. ট্রেলার ভিউ তার
৯. বিজ্ঞাপনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা
১০. রিসেন্ট মুক্তি পাওয়া ছবি তুফানের জন্য ভোর পর্যন্ত শো চালু রাখা হয়েছিল।

১১.সর্বোচ্চ সংখ্যক বর্ষসেরা ব্যবসাসফল সিনেমার রেকর্ড।

১২.সর্বোচ্চ সংখ্যক অলটাইম ব্লকবাস্টার এর রেকর্ডটিও শাকিব খানেরই।

Real Box office monster Shakib khan 👑

এক পাশে শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলো রে,দরদ সিনেমার প্রযোজক হিমাংশু ধানুকা।অন্যপাশে নাকাব, তুফান সিনেমার প্রযোজক মহে...
06/07/2024

এক পাশে শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলো রে,দরদ সিনেমার প্রযোজক হিমাংশু ধানুকা।অন্যপাশে নাকাব, তুফান সিনেমার প্রযোজক মহেন্দ্র সোনি।

Shakib Khan

SvF কলকাতায় যে মার্কেটিং করে রিলিজ করলো তার  ১০০ ভাগের ১০ ভাগ যদি আসাম/করিমগঞ্জ এলাকায় করত তার তিনগুণ বেশি বেনিফিটেড হত।...
06/07/2024

SvF কলকাতায় যে মার্কেটিং করে রিলিজ করলো তার ১০০ ভাগের ১০ ভাগ যদি আসাম/করিমগঞ্জ এলাকায় করত তার তিনগুণ বেশি বেনিফিটেড হত। (তার পরেও মুর্শিদাবাদে কিছুটা ভালো যাচ্ছে)

ওইখানে বাংলাদেশের মত শাকিবের ফ্যান ফলোয়িং রয়েছে।

মুক্তির ৩ সপ্তাহ পর কলিকাতায় রিলিজ আহামরি যে কিছু করতে পারবে সেটা আগেই অনুময় তবে এই প্রেক্ষিতে আমাদের পশ্চিম্বঙ্গের ভাই/ব্রাদারগণ সাথে মহিত লালের মত চুনুপুটিদের যেনো ঈদের আনন্দ লাগছে।।

ওদের হয়ত ধারনাই নেই শাকিবের এক ছবির টেবিল কালেকশন দেব/জিতের দুই সিনেমা মিলে লাইফটাইম এর সমান হ্যা এটাই সত্যি।।

এদিকে মাল্টিপ্লেক্স এর একেকদিনের কালেকশন শুনলে ত হার্ট এট্যাক করার মত অবস্থা হবে।

আর বহিরবিশ্বের হাউজফুল শো আর কালেকশন দেখলে ত মাঠিতে আর পা থাকতনা আসমানে উইটা যাইত!

শাকিবের পশ্চিম্বঙ্গের আর দরকার নেই এখন।

দেশে মাস/ক্লাসে সাথে বিদেশের মাঠিতে এখন তার যে বাজার ক্রিয়েট হইছে অপেক্ষা করেন বেশিদিন না দেশ এবং বিদেশের মার্কেট মিলে ১০০কোটি কালেকশন দিবে অতি দ্রুত।।

(অটিটি/টিভি রাইটর্স বাদেও)

আমাদের কমার্শিয়াল বলেন আর অফ ট্রাকের মুভি বলেন দুইটাই এখন খুবই ভালো যাচ্ছে।

বাংলা সিনেমা এগিয়ে যাক বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক (ধন্যবাদ)

জুটি হিসেবে দারুণ মানাইত!
05/07/2024

জুটি হিসেবে দারুণ মানাইত!

05/07/2024

©Avro

আই থিংক দ্যা বেস্ট রিভিউ ফ্রম কলকাতা

05/07/2024

#তুফান

আমি মাদ্রাসায় পড়েছি, আমি হোস্টেলে থেকেছি, এ জন্য গর্ত পাইলে কিভাবে সুড়ঙ্গ বানাতে হয় তা জানি: রায়হান রাফি ❤️
11/07/2023

আমি মাদ্রাসায় পড়েছি, আমি হোস্টেলে থেকেছি, এ জন্য গর্ত পাইলে কিভাবে সুড়ঙ্গ বানাতে হয় তা জানি: রায়হান রাফি ❤️

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Mediapost24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share