Tullo Rani

Tullo Rani I will try to make all kinds of video’s🌸🇬🇧
(71)

🥰“ছোট্ট বীজ যদি যত্ন পায়, একদিন সে বড় গাছে পরিণত হয়,আর সেই গাছ সবার জীবনে ছায়া আর আশার আলো ছড়ায়।”❤️সাথে আমার বেদু ...
09/10/2025

🥰
“ছোট্ট বীজ যদি যত্ন পায়, একদিন সে বড় গাছে পরিণত হয়,
আর সেই গাছ সবার জীবনে ছায়া আর আশার আলো ছড়ায়।”❤️
সাথে আমার বেদু মনা 🙈আমার কুটি বুলি মিস ইউ পাখি 🥳

রাস্তায় কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন তার ঘেউ ঘেউয়ে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে যেতে হয়, নতুবা যদি কামড় মেরে দেয় তখন জলাতঙ্ক ট...
09/10/2025

রাস্তায় কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন তার ঘেউ ঘেউয়ে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে যেতে হয়, নতুবা যদি কামড় মেরে দেয় তখন জলাতঙ্ক টিকার খরচ কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে। ঠিক কিছু মানুষ আপনাকে খুচিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে তাতে পাত্তা দিলেই বিপদ। ইনিয়ে বিনিয়ে আপনাকেই সবার কাছে দোষী বানিয়ে দেবে।
゚viralシviralシfypシ゚viralシalシ #জিওপাগলা 🤘🤘

09/10/2025

অনেক আগের ব্লগ 🥺❤️সরি আমি অলস সুন্দর করে ব্লগ বানাইতে ইচ্ছে করে না 🥳গুরতে যাওয়ার মুহূর্ত 🥰 # # ゚viralシfypシ゚viralシalシ

অনেকে মনে করি আমি ফেসবুকে ইনকাম করি তো দেখুন ইনকামের নমুনা😂🙈আমি তো রে ভাবা জা ভালো লাগে পোস্ট করি জা মন চায় টাকার জন্য ন...
09/10/2025

অনেকে মনে করি আমি ফেসবুকে ইনকাম করি তো দেখুন ইনকামের নমুনা😂🙈আমি তো রে ভাবা জা ভালো লাগে পোস্ট করি জা মন চায় টাকার জন্য না 💁🥰টাকা দিলে ভালো না দিলে ও কিছু যায় আসে না 🥳জাস্ট দেকলাম সবাইরে 😒😜

আমি প্রতিশোধ প্রবণ ব্যক্তি নই,✅তবে হ্যাঁ!  কখনো কখনো ক্ষমা করার ব্যাপারে আমি কৃপণ রূপ ধারণ করে বসি।না চাইতেও যখন কোনো বি...
09/10/2025

আমি প্রতিশোধ প্রবণ ব্যক্তি নই,✅
তবে হ্যাঁ! কখনো কখনো ক্ষমা করার ব্যাপারে আমি কৃপণ রূপ ধারণ করে বসি।না চাইতেও যখন কোনো বিষয় আমার মস্তিষ্কে সতেজ ভাবে ভেসে ওঠে এবং আমায় দুঃখের সমুদ্রে ডুবিয়ে রাখে -তখন আমি মুখে অভিশাপ দেই না ঠিকই তবে আমার আত্মার অদৃশ্য যন্ত্রণা আর চিৎকার আমায় বাধ্য করে সেই সব অপরাধকে বিষের মতো মনে রাখতে এবং অপরাধীকে তার বিষাক্ত ছোবলের জন্য দোষারোপ করতে। তখন ক্ষমা নামক কোনো শব্দের কথা আমার মাথায় আসে না।

আমি কারোর সর্বনাশ কামনা করি না কখনোই তবে কিছু কিছু মানুষের কর্মফল উপভোগ করার বিষয়কে স্বচক্ষে প্রত্যক্ষভাবে দেখে যেতে চাই।🤍🙏🏻

তুমি একটা মেয়ের সাথে সেইটাই করো যেটা তুমার বোনের সাথে হলে মেনে নিবে❤️💁ঠিক বলছিকিনা? ?
09/10/2025

তুমি একটা মেয়ের সাথে সেইটাই করো যেটা তুমার বোনের সাথে হলে মেনে নিবে❤️💁ঠিক বলছিকিনা? ?

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম...
09/10/2025

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে‌ নেই। সবকিছু ওই একজনের হাতেই।

সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম আমাদের ক্ষমতা!🤍
🥹🥰🙏🏻

আমি আসলে যত্নের পাগল ❤️ যে আমায় হাসাবে আদর করবে ভালোবাসবে সেখানে থাকতে চাই ❤️আমি চাই কেউ আমার জন্য সবসময় করুক আর না করুক...
08/10/2025

আমি আসলে যত্নের পাগল ❤️ যে আমায় হাসাবে আদর করবে ভালোবাসবে সেখানে থাকতে চাই ❤️আমি চাই কেউ আমার জন্য সবসময় করুক আর না করুক এক দু বার হলে ও সারপ্রাইস দিক খুশি করার চেষ্টা করুক আগলে রাখুক সম্মান করুক ❤️ সেই আশা টা থেকে যায় সবসময় ☺️ আশা কি নিরাশের কারণ? ?? আশা করা কি ভুল😄

08/10/2025

অনেক আগের ব্লগ এখন শেয়ার করলাম ☹️আসলে এত অলস ভাল্লাগে একটিভ থাকতে 💁আর পরিবার বলতে কিন্তূ মা বাবাকেই বুজায় যারা অনেক অনেক আপন অন্যেদের সাথে তুলনা করলে হয় না 🥰

নারী যত্ন পাগল 😒 যেখানে যত্ন পাবে সেখানে থেকে যাবে ❤️
08/10/2025

নারী যত্ন পাগল 😒 যেখানে যত্ন পাবে সেখানে থেকে যাবে ❤️

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।সবটা...
08/10/2025

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।

সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নিবেন ঠিক যতটা আপনি প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন?
সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে,২ দিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে ২ বার ভাবে না!
আর তখন শুরু হয় মানুষিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মত অমানবিক কষ্ট। দিনশেষে সবই হারাতে হয় তখন।

অনেক সময় আমরা চুপ থেকে, মেনে নিয়ে, ছাড় দিয়ে সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি—"আমি না হয় একটু কমই থাকলাম", "আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম"। কিন্তু জানেন তো, এই 'না হয়' গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয়।

অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা—সবকিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ ‘দিচ্ছে না’ বলেই আপনি নেবেন না?
না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বলবে “তুমি স্বার্থপর”, “নিজেরটা ছাড়া কিছু বোঝো না”।
কিন্তু সত্যিটা হলো—
যখন আপনি ছাড়েন, তখন সবাই খায়।
যখন আপনি চুপ থাকেন, তখন সবাই আপনাকে ঠেকায়।
আর যখন আপনি ভেঙে পড়েন, তখন কেউ ফিরে তাকায় না।

মানুষের স্বভাবই এমন—আপনি যতটা মাটি হবেন, তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে।
আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন, তখন শুধু একটা কথাই মনে আসবে—
"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

তাই, আজ নয় কাল নয়—
এই মুহূর্ত থেকেই শিখে নিন, নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে, প্রয়োজনে জোর গলায় দাবি করতে।
এটাই আত্মসম্মান।
এটাই আত্মরক্ষা

🙂

আপনি জার জন্য সব বিলিয়ে দিচ্চেন সে আপনার জন্য কথোটুকু করছে সম্মান শ্রদ্ধা রাখছে কিনা খেয়াল রাখছেন তো 💁???????
07/10/2025

আপনি জার জন্য সব বিলিয়ে দিচ্চেন সে আপনার জন্য কথোটুকু করছে সম্মান শ্রদ্ধা রাখছে কিনা খেয়াল রাখছেন তো 💁???????

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Tullo Rani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tullo Rani:

Share