Reminders by Humayra

  • Home
  • Reminders by Humayra

Reminders by Humayra Be positive .If you can stay positive in a negative situation, you win. In shaa Allah�

18/06/2025
27/03/2025

اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم 🤲🕋

Ameen 🤲
09/03/2025

Ameen 🤲

14/02/2025

✍️✍️ অর্ধ শাবানের রাত ও কয়েকটি জরুরি প্রশ্নোত্তর:

★ অর্ধ শাবানের রাত কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত?

হা, এই রাতটি গুরুত্বপূর্ণ; এর বিশেষত্ব আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আল্লাহ তায়ালা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।' (সহীহ ইবনে হিব্বান: ৫৬৬৫, শায়খ আলবানি, আরনাউত্ব, আওয়ামাসহ মুহাদ্দিসগণ হাদিসটি সহিহ বা হাসান বলেছেন)

সুতরাং ব্যাপকভাবে ক্ষমা পাওয়ার মতো মহামান্বিত রাতকে ঘুমিয়ে থেকে হাতছাড়া করা উচিত নয়।

★ এই রাতের কি বিশেষ কোনো আমল আছে?

না, সহিহ সনদে প্রমাণিত এই রাতের কোনো বিশেষ আমল নেই। যে কোন নফল আমল এই রাতে করা যেতে পারে।

★ এই রাতে আমদের করণীয় কী?

একাকী নিরিবিলি যে কোন নফল ইবাদতে নিমগ্ন থাকা।
(১) নফল সালাত পড়তে আদায় করা
(২) সুন্নাহসম্মত বিভিন্ন যিকর করা
(৩) বেশি পরিমাণে দু'আ ও কান্নাকাটি করা
(৪) রাসুল সাল্লাল্লাহু এর উপর দরুদ পড়তে পারি
(৫) তাওবাহ-ইস্তেগফার করা
(৬) দান-সাদাকাহ্ করা
(৭) কাজা নামাযগুলো থাকলে আদায় করা

এসব নফল ইবাদত এই রাতে বৈধ ও মুস্তাহাব হওয়ার পক্ষে মুসলিম উম্মাহর প্রায় সকল আলেম একমত।

রাতটির বিশেষত্ব আছে বলেই এ রাতে যে কোনো নফল ইবাদত করা যায়। তবে এগুলো জরুরি মনে করা যাবে না। যারা এসব ইবাদত করবে না তাদের নিন্দা করা যাবে না।

★ অর্ধ শাবানের কি বিশেষ কোন রোযা আছে?

দুর্বল একটি হাদিসে পরদিন রোযার কথা এসেছে। তবে যেহেতু নবীজি পুরো শাবান মাসে বেশি পরিমাণে রোযা রাখতেন আর প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোযা রাখা সুন্নাত। তাই এই মাসে এক দুইটা নয়, বেশি বেশি রোযা রাখা উত্তম। কমপক্ষে 'আইয়ামে বীয' এর তিনটা রাখা উচিৎ। শুধু পনের তারিখ রোযা রাখা নফল হিসেবে জায়েয হলেও আলাদা কোন বিশেষত্ব নেই এবং তাকে কোনোভাবেই জরুরি মনে করা যাবে না।

★ এই রাত কি ভাগ্যরজনী?

না, অবশ্যই এই রাত ভাগ্যরজনী নয়। ভাগ্যরজনী হলো লাইলাতুল কদর বা শবে কদর। প্রয়োজনে সূরা কদরের তাফসির দেখুন যে কোন তাফসিরগ্রন্থ থেকে।

★ এছাড়া এই রাতে গোসল করা, হালুয়া-রুটির আয়োজন করাসহ প্রচলিত অন্যান্য কাজগুলো বিদআত ও কুসংস্কার।
আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তাওফিক দিন।
©️

20/12/2024

একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হলো: “অমুক ব্যক্তি পানির উপর দিয়ে হাঁটতে পারে।” তিনি জবাব দিলেন: “এতে বিশেষ কিছু নেই; কাঠের তক্তাও তো পানিতে ভাসে।”

তারা বলল: “অমুক ব্যক্তি উড়তে পারে।” তিনি বললেন: “এটাও তেমন গুরুত্বপূর্ণ নয়; মাছিও তো উড়ে।”

তারা জিজ্ঞেস করল: “তাহলে প্রকৃত অলৌকিকতা কী?”

তিনি উত্তর দিলেন: “প্রকৃত অলৌকিকতা হলো মানুষের মাঝে চলাফেরা করা, তাদের কষ্ট সহ্য করা, এবং নৈতিকতার মূলনীতি বজায় রাখা; মিথ্যা না বলা, চুরি না করা, বিশ্বাসঘাতকতা না করা, প্রতারণা না করা, পরনিন্দা না করা, তাদের হৃদয় না ভাঙা, এবং তাদের জীবনে বা ঘরে হস্তক্ষেপ না করা। প্রকৃত অলৌকিকতা হলো মানবিক হওয়া।”
✍🏼 Rukn Enam Luban

30/11/2024

মুনাজাত থেকে হাত নামিয়ে কার কাছে সময় কাটাতে যাবে?
এখানের থেকেও ভরসা রিজিক আর শান্তি নিয়ে কে অপেক্ষা করছে তোমাকে দেয়ার জন্যে?
সিজদায় গিয়ে "ছুবহানা রাব্বি আল আলা" অগণিত বারের জায়গায় কেনও এক দুবার হতে না হতেই মাথা তুলতে ছটফট করি?
অন্তরে কার জন্যে এতো তাড়া!
কেনও এতো কম সময় আমার?
রবের কাছ থেকে তাড়াহুড়ো করে এসে কোন গুরুত্বপূর্ণ কাজে বেশী সময় দেয়ার জন্যে অস্থির মস্তিষ্ক?

Tuhfa Rukaiya

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়,...
30/11/2024

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না।
বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার। জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”

copy

16/09/2024

হাদিসে কুদসিতে আল্লাহ তা'আলা বলেন,

“হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবো এবং তোমার অভাব দূর করে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেবো এবং তোমার অভাবও দূর করবো না।”

— তিরমিজি : ২৪৬৬, ইবনে মাজাহ : ৪১০৭

15/09/2024

✍️ রবিউল আউয়াল মাসকে যেভাবে কাজে লাগাতে পারি.....

প্রাণের মাস প্রিয় রবিউল আউয়াল। আবেগ, মায়া-মমতা ও ভালোবাসার মাস। এ মাসেই দুনিয়াতে আগমন করেছেন প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এবং এ মাসেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন তিনি।

নবীজিকে মহব্বত করা আমাদের ঈমানের অংশ। প্রতিটি মুমিনের উপর তাকে ভালোবাসা ফরজ। যার প্রমাণ মুখে নয়; দিতে হয় কাজে কর্মে। নবীজি সাল্লাল্লাহুর তরিকাকে মনেপ্রাণে আঁকড়ে ধরে। কিন্তু জীবনের ভারি নিমগ্নতায়
ভাটা পড়ে যায় আমাদের নবীপ্রেমে। চির ধরে পবিত্র এই সম্পর্কে। এ উদাসীনতা কাটিয়ে ওঠার এলার্মিং, রিমাইন্ডার হিসেবেই যেন হাজির হয়েছে 'রবিউল আউয়াল' মাস। তাই আসুন সচেতন হই। সময়টা কাজে লাগাই।

এজন্য যা করতে পারি.....
১) অধিক পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করা।

২) ছোট বড় প্রত্যেক কাজে খুঁটে খুঁটে সুন্নাহের পাবন্দি করা।

৩) বেশি পরিমাণে পরস্পরে সুন্নাতের মুযাকারা করা।

৪) নবীজির সাল্লাল্লাহুর জীবনচরিত অধ্যয়ন করা।

আল্লাহ তা'লা আমাদেরকে রবিউল আউয়ালের হক আদায় করার তাওফিক দিন। সুন্নাত মেনে প্রকৃত আশেকে রাসুল হওয়ার তাওফিক দিন। সব ধরনের বিদয়াত ও কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন।

রাবেতা হক

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Reminders by Humayra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share