21/11/2025
একদিন এক রাজনৈতিক নেতা বললেন, "আমি যদি নির্বাচনে জিতি, তাহলে আমি দেশকে স্বর্গ বানিয়ে দেব!"
একজন লোক বলল, "স্যার, আপনি যদি নির্বাচনে হেরে যান?"
নেতা বললেন, "তাহলে আমি বিরোধী দলে যাব, আর স্বর্গ বানানোর কাজটা তাদের দিয়ে করাব!"
একজন বলল, "স্যার, আপনি তো দেখছি খুবই চতুর!"
নেতা বললেন, "হ্যাঁ, আমি চতুর, কিন্তু আমার চেয়ে চতুর আমার বিরোধী দল! তারা আমাকে বিরোধী দলে নিতে রাজি হবে না!"
হা হা, রাজনীতি তো এমনই হয়! 😂