জিন্নাত উল হাসান

জিন্নাত উল হাসান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিন্নাত উল হাসান, Digital creator, London.

আমি একজন বাংলাদেশী ব্রিটিশ নাগরিক। ২০০৫ থেকে লন্ডনে আছি। আমি Travel, Personal Finance, Investing, Freelancing, Artificial Intelligence ও Healthy Lifestyle নিয়ে কথা বলতে ভালোবাসি।

দুঃখজনক, কিন্তু একদম বাস্তব!
15/11/2025

দুঃখজনক, কিন্তু একদম বাস্তব!

অনেকে অনেকবারই একই কথা বলেছেন। তারা বলছেন, একজন মেন্টরের অভাবে এইটা শিখতে পারলাম না, ওইটা করতে পারলাম না। কথাটা অনেকটা ভ...
15/11/2025

অনেকে অনেকবারই একই কথা বলেছেন। তারা বলছেন, একজন মেন্টরের অভাবে এইটা শিখতে পারলাম না, ওইটা করতে পারলাম না।

কথাটা অনেকটা ভুল।

আপনি যদি কিছু শিখতে চান, মেন্টর না, আপনার দরকার একজন শিক্ষক।

মেন্টর আর শিক্ষকের অবস্থান বেশ ভিন্ন যেটা হয়তো আমরা অনেকটাই জানি না।

--------------------

কিছুদিন আগে আমি একটা ম্যাসেজ পেলাম। একজন আমার মেন্টরশিপের জন্যে আগ্রহী।

ভালো কথা।

বললাম কি জানতে চান? উনি বললেন ইন্টারন্যাশনাল এসইও কিভাবে কাজ করে।

ইন্টারনেট হাজার হাজার আর্টিকেল আছে, এটা ওখান থেকে জানা যেতে পারে। কিংবা কেউ যদি টিচিং কিংবা কোর্স করায়, তার কাছ থেকে জানা যেতে পারে।

একজন মেন্টর কখনই আপনাকে এসইও হাতে ধরে শিখিয়ে দেবে না।

আমি তাকে না বললাম, তিনি হয়তো মনে দুঃখ পেলেন, ভাই আমাকে শিখাইলো না।

বিষয়টা কিন্তু ভিন্ন।

--------------------

মেন্টর আর শিক্ষক - দুইজনই গুরুত্বপূর্ণ, কিন্তু কাজটা এক নয়।

শিক্ষক আপনাকে শেখান কোন বিষয়টা কীভাবে কাজ করে, নিয়ম কী, পদ্ধতি কী। এটা দরকার, কারণ বেসিক না জানলে সামনে যাওয়া কঠিন - এটাই শিক্ষকের কাজ।

শিক্ষকের কাজ শিক্ষা দেয়া। আপনাকে শিক্ষিত করে তোলা।

কিন্তু মেন্টর একটু অন্যরকম।

মেন্টর আপনার অবস্থা, লক্ষ্য, অভ্যাস, ভয় - এইসব দেখেন। তারপর বলেন, "এই পথে গেলে আপনার জন্য ভালো হবে", বা "এই ভুলটা ঠিক না করলে সামনে সমস্যা হবে।"

---------------------

শিক্ষক সব ছাত্রকে একইভাবে শেখান। অনেকটা স্কুল কলেজের ক্লাসের মতো।

মেন্টর কিন্তু সেটা করেন না।

মেন্টর ১০০ জন ছাত্রকে পড়াতে পারবেন না। তার এতো সময় নাই। উনি হয়তো একজন কিংবা দুইজনকে গাইড করতে পারবেন।

যখন আপনি আটকে যান, তখন শুধু তথ্য না, মানসিক সাপোর্টও দেন। যখন আপনার আত্মবিশ্বাস কমে যায়, তখন বলবে, "এই জায়গাটায় আপনি ঠিক করতেছেন, শুধু রাস্তা পরিবর্তন করেন।"

---------------------

শিক্ষক জ্ঞান দেন।

মেন্টর দিকনির্দেশনা ও গতি দেন।

শিক্ষক পারেন আপনাকে শিক্ষিত বানাতে, কিন্তু মেন্টর আপনাকে ঠিক জায়গায়, ঠিক সময়ে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে।

দুটি ভূমিকারই মূল্য আছে, কিন্তু একজন ভালো মেন্টর থাকলে আপনার গ্রোথ সাধারণত অনেক দ্রুত হয়।

এটাই আসল পার্থক্য।

---------------------

তাই আসলে আপনাকে নিজেই আগে বুঝতে হবে, আপনার কি দরকার? একজন শিক্ষক? না একজন মেন্টর?

ধন্যবাদ।

Local SEO এর রাঙ্কিং ফ্যাক্টর নিয়ে একটা নতুন ইন্টারেকটিভ চার্ট বানালাম। ইনফগ্রাফিকটা WhiteSpark বানানো। আমি শুধু চ্যাটজি...
14/11/2025

Local SEO এর রাঙ্কিং ফ্যাক্টর নিয়ে একটা নতুন ইন্টারেকটিভ চার্ট বানালাম। ইনফগ্রাফিকটা WhiteSpark বানানো। আমি শুধু চ্যাটজিপিটি দিয়ে ওটাকে কোড করেছি।

- ফ্যাক্টরগুলো আলাদা আলাদাভাবে দেখা যাবে
- লাইট / ডার্ক করা যাবে
- ফ্যাক্টরে ক্লিক করলে, তার ডেফিনেসন দেখা যাবে
- তারসাথে একটু এনিমেশন ঢুকিয়ে দিয়েছি

কেমন হল জানাবেন? আর ভালো লাগলে শেয়ার দিবেন।

ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের আরও টেম্পলেট বানানোর ইচ্ছা আছে।

লিঙ্ক কমেন্ট বক্সে!

ক্লায়েন্টঃ "AirPods এর মতো একটা সিম্পল SEO কাম্পাইন চাই।" আমিঃ "ভাই, কোনটা? এটা নাকি ওইটা?"শুভ জুম্মাবার!
14/11/2025

ক্লায়েন্টঃ "AirPods এর মতো একটা সিম্পল SEO কাম্পাইন চাই।"
আমিঃ "ভাই, কোনটা? এটা নাকি ওইটা?"

শুভ জুম্মাবার!

নিজের চোখের সামনে হওয়া আজকের ঘটনা। দেখেন আপনারা যা ভালো মনে করেন।
13/11/2025

নিজের চোখের সামনে হওয়া আজকের ঘটনা। দেখেন আপনারা যা ভালো মনে করেন।

No Caption.
13/11/2025

No Caption.

13/11/2025

কোক, আড়ং, কেএফসির চিকেন, বাটার জুতা, ফ্রান্সের কসমেটিক্স, প্রথম আলো... এইসব বয়কটের আপডেট কি, দুষ্টু মনের তিক্ত প্রশ্ন!

13/11/2025

প্রথম আলো ছেপেছে কোন রংয়ের গাড়িতে পাখি বেশি মল*ত্যাগ করে! বড়লোক হবার কি যে কষ্ট সেটা এমন খবর দেখেই বোঝা যায় 😮‍💨

12/11/2025

পোস্টে নাই দশটা লাইক, মুখেই শুধু বিলিয়ন ডলারের বিজনেস- গাঁয়ে মানে না আপনি মোড়ল! বাকিটা বলতে পারবো না 😁

12/11/2025

গুড মর্নিং। আজকে এগারো মাসের বারো দিন। যাই, কফি বানাই।

11/11/2025

Inbox খুলে দিলাম, কারো SEO x Ai Summit Bangladesh 2025 টিকেট লাগলে মেসেজ দিয়েন। আমার ভাগের কয়টা বাকি আছে জানি না :)

এআইয়ের ভয়ে এখনোই ভয় পাইলে, সেই ভয়ে আপনি নিজেই ডেড হয়ে যাবেন।এআইকে নিজের শক্তিতে ব্যবহার করেন। অ্যাপ না বানাইতে পারেন, ওয়...
11/11/2025

এআইয়ের ভয়ে এখনোই ভয় পাইলে, সেই ভয়ে আপনি নিজেই ডেড হয়ে যাবেন।

এআইকে নিজের শক্তিতে ব্যবহার করেন। অ্যাপ না বানাইতে পারেন, ওয়েবসাইট না বানাইতে পারেন, ক্লায়েন্ট না থাকতে পারে, তাই বলে এমন ছোট ছোট ইন্টারেক্টিভ গাইড বানাতে পারেন।

পোর্টফলিও না থাকলে, পোর্টফলিও বাড়বে।

আর হাজার ঘণ্টা ক্লায়েন্টকে এসইও বুঝাতে হবে না। এমন ইন্টারেক্টিভ গাইড দেখে খুব সহজেই বুঝে যাবে। আপনার সময়ও বেঁচে যাবে, আর ক্লায়েন্টও বুঝবে আপনি স্কিল কোন লেভেলের!

এই গাইডটাকে গুগল এক্সিলেন্ট বলেছে :)

বুঝাতে পারলাম?

-------------------------

এইটা কোডটা আমি পারপ্লেক্সসিটি এআই দিয়ে করেছে। আমি চ্যাটজিপিটি আর জেমিনাই দিয়েও দেখেছিলাম। একই ধরনের ফলাফল আসে।

(লিংক কমেন্টবক্সে)

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন্নাত উল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share