জিন্নাত উল হাসান

জিন্নাত উল হাসান দু:খিত, অনেক কথাই তিতা লাগতে পারে। বাকিটা আপনারা যা ভালো মনে করেন।

01/12/2025

সত্যি করে বলেন তো জনাব, আপনার পাসপোর্ট কোনটা? আসাইলাম নাকি ব্রিটিশ? কীসের বাঁধায় দেশে যান না? কে আপনাকে আঁটকে রেখেছে?

ফেসবুকও মাঝে মাঝে আমারে এমন কিছু পোষ্ট দেয়, শেয়ার না দিয়ে পারি না। একজনের ভালবাসা নিয়ে এমন ছিনিমিনি খেলা জায়েজ না।
01/12/2025

ফেসবুকও মাঝে মাঝে আমারে এমন কিছু পোষ্ট দেয়, শেয়ার না দিয়ে পারি না। একজনের ভালবাসা নিয়ে এমন ছিনিমিনি খেলা জায়েজ না।

কোরিয়ান ড্রামা সিরিজের লিস্টে একটা ক্ল্যাসিক নাম, Reply 1988, দশ বছর পূর্ণ করলো। 2015 vs 2025সেই উপলক্ষে তারা তাদের পোষ্...
01/12/2025

কোরিয়ান ড্রামা সিরিজের লিস্টে একটা ক্ল্যাসিক নাম, Reply 1988, দশ বছর পূর্ণ করলো।

2015 vs 2025

সেই উপলক্ষে তারা তাদের পোষ্টারকে নতুনভাবে বানিয়েছে। একজন বাদে সবাই আছে সেই পোষ্টারে।

অসাধারণ নস্টালজিক একটা সিরিজ। না দেখে থাকলে পুরোটাই মিস।

জীবনে সুখ নাই কেন?কারণ যা কামাই করি, তাতে অনেকেরই চলে না। অথচ, একটু হিসেব করে দেখলে দেখবেন যে যা কামাই করেন, তাতে প্রায় ...
30/11/2025

জীবনে সুখ নাই কেন?

কারণ যা কামাই করি, তাতে অনেকেরই চলে না। অথচ, একটু হিসেব করে দেখলে দেখবেন যে যা কামাই করেন, তাতে প্রায় সবারই চলে যাবার কথা।

তাহলে সমস্যাটা কোথায়?

সমস্যাটা হচ্ছে আমাদের খরচের প্রবণতায়।

----------------

মন খারাপ, চলো শপিঙয়ে যাই। মনে আনন্দ চলো, শপিঙয়ে যাই।

ভালো কিছু খাইতে ইচ্ছা করছে, চলো দল বেঁধে রেস্তোরাতে যাই।

বাসায় রান্না করার কিছু নাই, ### টাকার বাজারে যেখানে ২/৩ চলার কথা, সেখানে ###x টাকায় এক বেলা খেয়ে আসি।

ওজন বেঁড়ে গেছে, জিমের সাবস্ক্রিপশন কিনি। কিন্তু অনেক ব্যস্ত, তাই যেতে পারছি না। হুদাই জিমের মালিক বড়লোক হচ্ছে।

অমুকে তো অমুক ব্রান্ডের চপ্পল কিনছে, আমার তো তমুক ব্রান্ডের বদনা না হলে চলবেই না।

----------------

বুকে হাত দিয়ে বলেন তো এমনটা আপনি করেন না? অতিলজ্জায় আমি তো স্বীকার করি, এমনটা আমি প্রায়শই করি :(

আমরা যা কামাই করি, তার অনেকটাই চলে যায় আমাদের বিনোদনে, কিংবা অহেতুক খরচে।

ফলে দিনরাত টাকার পেছনে দৌড়াতে হয়।

আর যত টাকা বাড়ে, খরচও ততই বাড়তে থাকে।

এ যেন এক নিরন্তন গোলকধাঁধা!

29/11/2025

যে কন্টেন্ট ক্রিয়েটরকে একটু ভালো লাগা শুরু হয়, দুইদিন পর দেখি হয় সে বিরিয়ানির দোকানে, নয়তো কাপড় বেচে। কি একটা অবস্থা!

28/11/2025

মায়ের অবস্থা সঙ্কটাপন্ন, বানীতে রামছাগল!

28/11/2025

জীবনের প্রথম পার্ট টাইম কাজ ছিল কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটে ফোন ফ্যাক্সের দোকানে ইমেইল, সিভি, দলিল টাইপ করা! আর আপনার?

জীবনে সাকসেসফুল হওয়াটা খুবই জরুরী। কেউ সাকসেস মাপে টাকার অংকে, কেউ গাড়ির মডেলে, আবার কেউবা মাপে রিসার্চ পেপার পাবলিশে, আ...
28/11/2025

জীবনে সাকসেসফুল হওয়াটা খুবই জরুরী। কেউ সাকসেস মাপে টাকার অংকে, কেউ গাড়ির মডেলে, আবার কেউবা মাপে রিসার্চ পেপার পাবলিশে, আর কেউ মাপে কতটুকু জানলো, কতটুকু দেখলো!

আমাদের দেশে নিজের মনের চেয়ে অন্যের মুখ বন্ধ করার জন্যেই সাকসেসফুল হওয়াটা জরুরী।

যতদিন পর্যন্ত আপনি সাকসেসফুল হবেন না, ততদিন আপনি নিচের বিশেষণে বিশেষিত হবেনঃ

- আলসে
- আকাইম্মা
- বেঁটে
- টাকলা
- মোটা
- পাটকাঠি
- আবাল
- আকামের ঢেঁকি
- ফাটা বাঁশ
- খালি কলসি
- রামছাগল

আপনি শার্ট পড়বেন, তো লোকে বলবে কামকাজ নাই, লাটসাহেবের মতো ঘুরে বেড়াচ্ছে।

চক্ষুলজ্জায় বাসায় বসে থাকবেন তো, ও আর কি কাম করবে, বাসায় বসে তো আণ্ডা পাড়তেছে।

সানগ্লাস পড়বেন তো, ছাগলটা কি পড়ছে, দেখছিস? পকেটে নাই ফুঁটা কড়ি, ফুটানিতে মহারাজ।

সৎপথে কম টাকা কামান, ওইটা একটা ছাগল, একটা বাড়িও করতে পারল না।

------------------

অনেকগুলোই নিজের জীবন থেকে বললাম।

28/11/2025

লোকজন ট্রাম্পকে থ্যাংকস দিচ্ছে, সে 3rd World দেশ থেকে আর কাউকে ঢুকতে দেবে না! বাংলাদেশ কবে 1st World ঢুকল টের পাই নাই!

27/11/2025

AI বটগুলো দ্বিতীয়বার কবে আপনার ওয়েবসাইট ক্রল করবে, তার কোন ঠিক নাই। তাই প্রতিটি কন্টেন্ট পোষ্ট করার আগে দশবার চিন্তা করবেন!

কোন কুলক্ষণে যে একটা আওয়ার্ড প্রোগ্রামের হাইলাইটসে Hwasa র গাওয়া Good Goodbye গানটা শুনেছিলাম। মনে হচ্ছে ওইদিন থেকেই গান...
27/11/2025

কোন কুলক্ষণে যে একটা আওয়ার্ড প্রোগ্রামের হাইলাইটসে Hwasa র গাওয়া Good Goodbye গানটা শুনেছিলাম।

মনে হচ্ছে ওইদিন থেকেই গানটা কানে বাজতেছে। আর ফেসবুক খুললেই ওটাই বারবার চোখে পড়ছে 😂

আই আই আআই...

এবার আপনাদের ওয়ালে ছড়ায় দিলাম।

বিলেতের সন্ধ্যা!
26/11/2025

বিলেতের সন্ধ্যা!

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন্নাত উল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share