23/09/2023
#মিঃ_সরকারকে_তার_স্ত্রীর_খোলা_চিঠি ❤️
সুপ্রিয় মিঃ সরকার,
আমাদের বিবাহ বার্ষিকী, বিয়ের ৭ম বছরে পড়ল। শুনেছি, এই পৃথিবীতে প্রায় সবাই তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে, আমিও তার ব্যাতিক্রম নই। আমি যেমনি অস্থির, তুমি তেমনি শান্ত।।
আমার এই ছোট্ট জীবনে আমার দেখা সব থেকে সহজ-সরল মানুষ তুমি, তোমার সরলতা মাঝেমাঝে আমাকে মুগ্ধ করে 😇 আবার মাঝেমাঝে বিব্রত করে 😓, এসব মিলে তোমার সাথে অনেক সুখের-দুখের স্মৃতি জমিয়েছি এই ৬ বছরে 😊❤️।।
ছোটবেলা থেকেই আমার কোন চাওয়া অপূর্ণ নেই, যা যা চেয়েছি তাই পেয়েছি বাবা-মায়ের কাছ থেকে, নিজেও নিজের টুকটাক শখ পূর্ণ করেছি। বিয়ের পর থেকে আমার কোন চাওয়া তুমি অপূর্ণ রাখনি কখনও, কিছু চাওয়ার আগেই তুমি নিজ থেকেই বুঝে যাও, আমার চেয়ে নেবারই প্রয়োজন হয় না।।
আমি জীবনে হয়ত এমন কোন ভালো কাজ করেছি যার বিনিময়ে মহান আল্লাহ তোমাকে আমার জীবনসঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছেন, তুমি আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি সরকার সাহেব।।
যেখানে কেউ কোন কিছুতে হেরে গিয়ে কষ্ট পায়, সেখানে তুমি ইচ্ছে করে হেরে গিয়ে আরেকজনকে জিতিয়ে দিয়ে খুশি হও, তোমার মত বড় মনের মানুষ সহজে দেখা যায় না।।
অনেক তো গুণের কথা হল এবার দোষের কথা বলি,
তুমি মানুষকে এত্ত বিশ্বাস কর কেন! মানুষকে অযথা বিশ্বাস করা আর যাকে-তাকে প্রশ্রয় দিয়ে মাথায় তোলা তোমার বদঅভ্যাস 😓
এই অভ্যাস দুটো বদলাতে পারলে আমাদের সংসার আরো সুখের হবে এটা কি তুমি জানো?
আমি যেমন ভালবেসে কেউকে মাথায় তুলতে পারি তেমনি এক আছাড়ে মাথা থেকে মাটিতে ফেলতে পারি বেশি তেরি-বেরি করলে, কিন্তু তুমি সেটা পারো না, মাথায় উঠে কেউ যতই বাড়াবাড়ি করুক বাদরের মত মাথায় ঝুলিয়ে রাখো।।
যারা তোমাকে সরল-সোজা পেয়ে তোমার মাথায় উঠার চেস্টা করে, তুমি নিজে তাদের থেকে দূরে থাকার চেস্টা কর এখন থেকেই। বিবাহ বার্ষিকীতে এটাই হবে আমার সব থেকে বড় উপহার 😇
ইতি
তোমার অর্ধাঙ্গিনী
মিসেস সরকার 😇❤️
বি:দ্র: মি: সরকারকে এই চিঠিটা লিখেছিলাম আমাদের ৪র্থ বিবাহবার্ষিকী তে 😇