Diganta Bangla

Diganta Bangla সত্যের পথে আগামীর দিকে!

16/08/2024

৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়, ৮ দিন আয়নাঘরে ছিলাম, আয়নাঘর আমার সৃষ্টি না: মেজর জেনারেল জিয়া.
কেমন লাগে??

16/08/2024

সরানো হলো সাখাওয়াত হোসেনকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী.

12/08/2024

বিপ্লবী বলতে কু বুঝায় আসলে? গত ১৬ বছরে যারা লাথি উষ্ঠা ,জেল জুলুমের শিকার তারা যদি ক্ষমা করে দেয় আওয়ামী লীগ কে , শাখাওয়াত হোসেন কি করবে শুনি?? সে কি বিএনপি জামায়াতের হয়ে আওয়ামী লীগ কে নিধন করবে??? তার বা অন্য উপদেষ্টা দের সাথে আওয়ামী লীগের ব্যাক্তিগত শত্রতা নেই। ইউনুস ছাড়া , মনে রাখবেন?

বিএনপি জামায়াতের রাজনৈতিক জ্ঞান বরাবর অতি সাধারণ মানুষের মত। পজ্ঞা আর দুরদর্শিতার অভাব। তবে প্রচুর মায়া আছে তাদের। ছাত্রদের নিহতের স্মরণে দোয়া মুনাজাত কম কিসে?? আর জানাজা নামাজের পর তো আল্লাহর কাছে বিচার দেয়াই আছে।
তাই কোন প্রতিশোধ নেয়ার কোন দরকার আছে কি??

সাপ মারতে আপনাকে লাঠির ব্যবহার জানতে হবে। আর মাপ করে দিলে পরে লাথি খাওয়ার জন্য ,নিজের পাচা যেন প্রস্তুত থাকে?? মনে আছে ২৮সে অক্টোবর ,৫ ই মে?? বা বিডিআর কান্ড??? না কেউ কথা রাখেনি।
এক সপ্তাহ হয়নাই , আওয়ামী লীগের মিছিল মিটিং শুরু বি এন পি জামাত বসে আছে ক্ষমতা য় যাওয়ার জন্য। কারণ তাদের ৯৫% নেতা কর্মী দেশেই আছে!!

হাসিনা দেশে ফেরত আসলে এর জন্য দায়ী শাখাওয়াত হোসেন নয়। বরং বিএনপির জামাত যারা ক্ষমাশীল।

08/08/2024

ফটোসেশান মার্কা আন্দোলন আর সামাজিক কাজ দিয়ে যে কিছু হয়না সেটা প্রমাণিত!
বাস্তবতা উপলব্ধি করার সময় এখন!!

08/08/2024

প্রতিটি তরুনকে অবশ্যই বুঝতে হবে! নেতার সাথে ছবি তোলা র প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে, নিজের শিক্ষা আর পারিবারিক মূল্যবোধকে ধারণ করতে হবে।
আমি মুসলিম ,আমাকে যদি আদর্শ নিয়ে কথা বলতেই হয় আলাদা করে ,তবে মুজিব বাদ , জাতীয়তা বাদ কোনো ভাবেই আমাদের আদর্শের মাফ কাঠিতে যোগ্য বলে বিবেচিত হবে না। আমার আদর্শের মাফকাঠি ইসলাম।
তাই সবার আগে নিজেকে গড়তে হবে। কারন এই দুই আদর্শ অর্ধ শতাধিক বছর ধরে বাংলাদেশের মানুষ কে পারিবারিক রাজনৈতিক নেতা দুর্নীতি ,নেশা,মাদক, কেডার বাহিনি ছাড়া আর কিছুই দিতে পারে নাই। আমার ভাই কেন উচ্চতর শিক্ষার আলো থেকে বঞ্জিত হবে ,কেন ছাত্র রাজনৈতির দোহাই দিয়ে আদর্শের নাম করে প্রতিপক্ষের হাতে নিহত হবে।

এই সংস্কৃতি প্ররিবর্তন খুবই জরুরী।
আমি ছাত্র আমার জন্য রাজনীতি নয়।
আমি দেশের প্রয়োজনে যুদ্ধে যেতে রাজি।

05/08/2024

বাংলাদেশের মানুষ পরিবার তান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি চায়!
???

নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি.
19/05/2024

নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি.

চলতি বছরের শেষদিকে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে নিজের দল কনজারভেটিভ পার্টি আবারও...

ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাবে ইংল্যান্ডের ৯০ শতাংশ স্কুল.
19/05/2024

ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাবে ইংল্যান্ডের ৯০ শতাংশ স্কুল.

বেড়ে চলা এনার্জি বিল এবং বেতনের বিশাল বোঝার কারণে ইংল্যান্ডের প্রতি ১০টি স্কুলের মধ্যে ৯টির আগামী শিক্ষাবর্ষের ....

যুক্তরাজ্য হতে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো নিয়ে এখনও সংশয় কাটছে না,
19/05/2024

যুক্তরাজ্য হতে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো নিয়ে এখনও সংশয় কাটছে না,

হোম অফিস ঘোষণা করেছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রত্যাখ্যাত হওয়া কয়েক হাজার মানুষকে রুয়ান্ডায় জোর করে প্রেরণ করার ....

প্রচণ্ড জ্বরে হাসপাতালে সৌদি বাদশাহ.
19/05/2024

প্রচণ্ড জ্বরে হাসপাতালে সৌদি বাদশাহ.

সৌদি আরবের বাদশাহ সালমান প্রচণ্ড জ্বর এবং শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভুগছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে...

Address

261D East India Dock Road
London
E140EG

Alerts

Be the first to know and let us send you an email when Diganta Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diganta Bangla:

Share

HOLY

Men Fashion on Sale. Wholesale & Retail Service from Chittagong. call/Wtsup - for wholesale -01874464047, 01841167308