07/03/2025
এ বছর যারা স্বাধীনতা পদক পেয়েছেন তাদের একজন কবি আল মাহমুদ | তাকে নিয়ে গত বছর আমি লেখকের মৃত্যু নামে একটি লেখা পোস্ট করেছিলাম | আজ আবার পোস্ট করলাম | সচেতন পাঠক আশা করি সূত্রটি মিলাতে পারবেন :
ছোট বেলায় একটি গল্প বহুবার শুনেছি এবং বড় হয়ে সেটি পড়ার সুযোগ হাতছাড়া করিনি; বনফুল খ্যাত বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা 'পাঠকের মৃত্যু'। যেখানে একজন পাঠক আসানসোল রেল স্টেশনে পরবর্তী ট্রেনের অপেক্ষায় থাকা অন্য একজন যাত্রীর কাছ থেকে একটি বই চেয়ে নিয়ে তাহতে একটি গল্প পড়তে শুরু করেন।গল্পটি পাঠকের এত ভালো লাগছিলোযে, তিনি ট্রেন মিস করেও গল্প পাঠ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বিধিবাম; ঐ বইয়ের শেষ কটি পাতা সেখানে ছিলোনা, তাই তিনি হতাশ হলেন। তারপর থেকে পাঠক মনে মনে বইটি খুঁজছিলেন। ১০ বছর পর পাঠকের জীবনে সেই মহেন্দ্রক্ষন উপস্থিত হলো, তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বইটি পেলেন এবং অতি আগ্রহ নিয়ে বহু কাঙ্খিত গল্পটি প্রথম থেকে পড়তে শুরু করলেন। এবার তিনি বইটি পড়ে আগের সেই আনন্দ আর খুঁজে পেলেননা। উল্টে পাল্টে দেখলেন, সব ঠিকই আছে, এটিতো সেই বই, সেই গল্প। পাঠক আর বইটি শেষ করতে পারলেননা। "দশ বছর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়েছিল টেরই পাই নাই"।
পাঠকের মৃত্যু গল্পটি বহু পুরোনো যা আপনারা অনেকেই জানেন। কিন্তু লেখকেরও যে মৃত্যু হয় সেই গল্পটি আজও লেখা হয়নি। গত কদিন আমার কৈশরের প্রিয় লেখক আল মাহমুদের একটি বই পড়ছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, বইটির নাম 'উপমহাদেশ'। আমি বইটি শেষ করেছি, এখানে পাঠক মরেনি। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হলেও আমার মনে হয়েছে তিনি এই বইতে বহু বিবাহ কেন প্রয়োজন তার যুক্তি তুলে ধরেছেন। সেসাথে তিনি বলেছেন মুক্তিযুদ্ধে যারা ট্রেনিং দিতেন তারা নারী মুক্তিযুদ্ধাদের ধর্ষণ করতেন। সর্বশেষ তিনি বলেছেন মুক্তিযুদ্ধারা আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছেন এবং রাজাকারের মেয়েদেরকে ধর্ষণ করেছে। আপনারা জেনে থাকবেন মুক্তিযুদ্ধাদের যারা ট্রেনিং দিতেন তার সকলেই পাকিস্তানের আর্মি, পুলিশ এবং বিডিআর সদস্য ছিলেন এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।
সাধারণ ভাবে দেখলে মনে হবে অনেক সুন্দর মুক্তিযুদ্ধের গল্প, কিন্তু একটু গভীর ভাবে দেখলে বুঝবেন, বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন এই বইয়ের মূল প্রতিপাদ্য। এটি তার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস নয়। তার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আরো আছে যা পড়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু ১৯৯১ সালে তিনি যখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে যোগ দিলেন, তার লেখা বদলে গেলো, তখন থেকে তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং শান্তি কমিটির দৃষ্টি নিয়ে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচনা করেছেন। এ যেন সত্যিকার এক লেখকের মৃত্যু।