Monirul Islam Monju

Monirul Islam Monju Barrister, Solicitor, Political Analyst, Researcher, Social worker, and Public Speaker.

https://youtu.be/qmPoA88POa4?si=Ed-OkL24JV1tpUGv
04/10/2025

https://youtu.be/qmPoA88POa4?si=Ed-OkL24JV1tpUGv

ভারত সরকারের উপর বাংলাদেশ আক্রমনের চাপ বাড়ছে। আজকের প্রতিক্রিয়া তারই অংশ।গভীর সংকটে বাংলাদেশ।ব্যারিস্টার ম.....

24/08/2025

পাকিস্থানী মন্ত্রীকে খুশী করতে ফজলুর রহমানকে নোটিশ।নেপথ্যে জামাত এবং এনসিপির হুমকি।

মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই। খল নায়কদের পরাজয় অবধারিত।
15/08/2025

মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই। খল নায়কদের পরাজয় অবধারিত।

মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই। খল নায়কদের পরাজয় অবধারিত। ব্যারিস্টার মনিরুল ইসলাম

যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। মহা প্রয়াণ দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প...
14/08/2025

যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
মহা প্রয়াণ দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
শুয়োর, চোর, চাঁদাবাজ এবং রাজাকার আলবদরের সন্তানদের ফ্যাসি শক্তি আর দেশ বিরোধী চক্রান্ত ইতিহাসের গতি ধারা কোনো কালে বদলাতে পারেনি, পারবেও না।মৃত মুজিবের ভয়ে তারা যতটা ভীত তা থেকেই বুঝে নিতে হবে মুজিব কতটা শক্তিশালী।

বাংলাদেশের জন্মদাতা আওয়ামীলীগের আজ জন্ম দিন। বাংলাদেশ যত দিন থাকবে, আওয়ামীলীগও ততদিন থাকবে।
23/06/2025

বাংলাদেশের জন্মদাতা আওয়ামীলীগের আজ জন্ম দিন। বাংলাদেশ যত দিন থাকবে, আওয়ামীলীগও ততদিন থাকবে।

07/06/2025

ইতালির রোম থেকে হাইস্পীড ট্রেনে দুই ঘণ্টায় নেপলি শহর। পাহাড় আর সমুদ্রে ঘেরা। যেখানে বিশ্বখ্যাত কিংবদন্তী ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা জীবনের লম্বা সময় কাটিয়েছেন নেপলি ক্লাবে। সেখানকার স্টেডিয়ামটির নামও ম্যারাডোনার নামে করা। সেখান থেকে লোকাল ট্রেনে আরো দেড় দুই ঘণ্টায় সরেন্টো। সম্পূর্ণ পাহাড়ে ঘেরা এক দূর্গম লোকালয়। এই শহরে যে পরিমান হাসনাহেনা ফুল দেখা যায় পৃথিবীর আর কোথাও এত হাসনাহেনার সমাহার দেখা যায়না। এই সরেন্টো থেকে ট্রলারে ডে আউট সারা দিনের জন্য। প্রথমে পুজিট্রানও তার পর আমালফি কোস্ট। পাহাড়, দোমুদ্র - আকাশ মিশে আছে এক দিগন্ত রেখায়। সেকি অপরূপ রূপ। নিজের চোখে দেখুন …..,

টিউলিপের বিরুদ্ধে ইউনূসের প্রতিহিংসা মূলুক দুর্নীতির অভিযোগ |
22/03/2025

টিউলিপের বিরুদ্ধে ইউনূসের প্রতিহিংসা মূলুক দুর্নীতির অভিযোগ |

যা হচ্ছে টিউলিপ সিদ্দিকের : যুক্তরাজ্য থেকে জানাচ্ছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, লেবার পার্টির নেতা

এ বছর যারা স্বাধীনতা পদক পেয়েছেন তাদের একজন কবি আল মাহমুদ | তাকে নিয়ে গত বছর আমি লেখকের মৃত্যু নামে একটি লেখা পোস্ট করেছ...
07/03/2025

এ বছর যারা স্বাধীনতা পদক পেয়েছেন তাদের একজন কবি আল মাহমুদ | তাকে নিয়ে গত বছর আমি লেখকের মৃত্যু নামে একটি লেখা পোস্ট করেছিলাম | আজ আবার পোস্ট করলাম | সচেতন পাঠক আশা করি সূত্রটি মিলাতে পারবেন :

ছোট বেলায় একটি গল্প বহুবার শুনেছি এবং বড় হয়ে সেটি পড়ার সুযোগ হাতছাড়া করিনি; বনফুল খ্যাত বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা 'পাঠকের মৃত্যু'। যেখানে একজন পাঠক আসানসোল রেল স্টেশনে পরবর্তী ট্রেনের অপেক্ষায় থাকা অন্য একজন যাত্রীর কাছ থেকে একটি বই চেয়ে নিয়ে তাহতে একটি গল্প পড়তে শুরু করেন।গল্পটি পাঠকের এত ভালো লাগছিলোযে, তিনি ট্রেন মিস করেও গল্প পাঠ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বিধিবাম; ঐ বইয়ের শেষ কটি পাতা সেখানে ছিলোনা, তাই তিনি হতাশ হলেন। তারপর থেকে পাঠক মনে মনে বইটি খুঁজছিলেন। ১০ বছর পর পাঠকের জীবনে সেই মহেন্দ্রক্ষন উপস্থিত হলো, তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বইটি পেলেন এবং অতি আগ্রহ নিয়ে বহু কাঙ্খিত গল্পটি প্রথম থেকে পড়তে শুরু করলেন। এবার তিনি বইটি পড়ে আগের সেই আনন্দ আর খুঁজে পেলেননা। উল্টে পাল্টে দেখলেন, সব ঠিকই আছে, এটিতো সেই বই, সেই গল্প। পাঠক আর বইটি শেষ করতে পারলেননা। "দশ বছর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়েছিল টেরই পাই নাই"।

পাঠকের মৃত্যু গল্পটি বহু পুরোনো যা আপনারা অনেকেই জানেন। কিন্তু লেখকেরও যে মৃত্যু হয় সেই গল্পটি আজও লেখা হয়নি। গত কদিন আমার কৈশরের প্রিয় লেখক আল মাহমুদের একটি বই পড়ছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, বইটির নাম 'উপমহাদেশ'। আমি বইটি শেষ করেছি, এখানে পাঠক মরেনি। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হলেও আমার মনে হয়েছে তিনি এই বইতে বহু বিবাহ কেন প্রয়োজন তার যুক্তি তুলে ধরেছেন। সেসাথে তিনি বলেছেন মুক্তিযুদ্ধে যারা ট্রেনিং দিতেন তারা নারী মুক্তিযুদ্ধাদের ধর্ষণ করতেন। সর্বশেষ তিনি বলেছেন মুক্তিযুদ্ধারা আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছেন এবং রাজাকারের মেয়েদেরকে ধর্ষণ করেছে। আপনারা জেনে থাকবেন মুক্তিযুদ্ধাদের যারা ট্রেনিং দিতেন তার সকলেই পাকিস্তানের আর্মি, পুলিশ এবং বিডিআর সদস্য ছিলেন এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

সাধারণ ভাবে দেখলে মনে হবে অনেক সুন্দর মুক্তিযুদ্ধের গল্প, কিন্তু একটু গভীর ভাবে দেখলে বুঝবেন, বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন এই বইয়ের মূল প্রতিপাদ্য। এটি তার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস নয়। তার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আরো আছে যা পড়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু ১৯৯১ সালে তিনি যখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে যোগ দিলেন, তার লেখা বদলে গেলো, তখন থেকে তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং শান্তি কমিটির দৃষ্টি নিয়ে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচনা করেছেন। এ যেন সত্যিকার এক লেখকের মৃত্যু।

06/03/2025

এবারের সংগ্রাম এবারের মুক্তির সংগ্রাম|
বাঙালীর মুক্তির সনদ জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক জাতির ৭ মার্চের ভাষণ |
জয় বাংলা | জয় বঙ্গবন্ধু |

নতুন রাজনৈতিক দলের জন্ম - আয়ামীলীগের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? অনেকেই ভাবছেন এই নতুন রাজনৈতিক দলের জন্ম আয়ামীলীগের জন্য...
28/02/2025

নতুন রাজনৈতিক দলের জন্ম - আয়ামীলীগের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?

অনেকেই ভাবছেন এই নতুন রাজনৈতিক দলের জন্ম আয়ামীলীগের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? একটু গভীর ভাবে দেখলেই বুজতে পারবেন। জামাত, বিএনপির বিরুদ্ধে লড়াই করার মূলশক্তি ছাত্রলীগ যাদের অবৈধ ইউনুস সরকার নিষিদ্ধ করেছে। এবার লড়াই হবে নতুন এই অপশক্তির সাথে জামাত, বিএনপির। আমরা দেখবো।

নতুন রাজনৈতিক দলের জন্ম - আয়ামীলীগের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? অনেকেই ভাবছেন এই নতুন রাজনৈতিক দলের জন্ম আয়ামীলী.....

দেশ প্রেমিক সমন্বয়করা মাত্র ২৯ মিলিয়ন ডলারের গন্ধ পেয়েছেন তাতেই এতো জোশ। ২৯ বিলিয়ন পেলে কি তবে দেশও বিক্রি করতে প্রস্তুত...
24/02/2025

দেশ প্রেমিক সমন্বয়করা মাত্র ২৯ মিলিয়ন ডলারের গন্ধ পেয়েছেন তাতেই এতো জোশ। ২৯ বিলিয়ন পেলে কি তবে দেশও বিক্রি করতে প্রস্তুত ?

বঙ্গবন্ধুকে হত্যা, শেখ হাসিনাকে উৎখাত এবং জঙ্গিবাদের জন্ম সব কিছুতেই মার্কিন ডলার এবং দেশীয় মীরজাফর |

ডোনাল্ড ট্রাম্প কোন দিগে নিয়ে যাবে বিশ্বকে ? বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতির হালচাল |
20/02/2025

ডোনাল্ড ট্রাম্প কোন দিগে নিয়ে যাবে বিশ্বকে ? বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতির হালচাল |

Address

Kalam House, 4th Floor, Unit 410, 252-262/Romford Road
London
E79HZ

Telephone

+447588467210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monirul Islam Monju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monirul Islam Monju:

Share