11/08/2024
নতুন উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছি।
ক্ষমতা শেষে পুনরায় সম্পদের হিসাব দিয়ে দায়িত্ব ছাড়বেন।
জবাবদিহিতার জন্য এটা সকলের কাম্য।
( মনে কিছু নিয়েন না। রাজনৈতিক লিডাররা এমনভাবে বার বার বিশ্বাস ভেংগেছে যে নতুন করে কাউকে বিশ্বাস করতে ভয় লাগে। কিন্তু আমরা আপনাদের নিয়ে প্রচন্ডভাবে আশাবাদী)
তবে দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি যেভাবে লুটপাট, ভাংচুর হয়েছে, তা নিয়ে সংশয় হয়। দেখা যাক, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। আগামীর নতুন বাংলাদেশের নতুন নাবিকেরা নিশ্চয়ই জাতিকে নতুন পথের দিশা দেখাবেন। দেশের এই ক্রান্তিকালে নতুন উপদেষ্টা মহোদয়েরা যদি গোড়া থেকে গলদ সরাতে পারেন তবেই বিশ্ব-দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
যাই হোক আমার নয়, আমাদের বাংলাদেশ হোক সম্প্রীতির বাংলাদেশ।
এই 'গোড়ায় গলদ' কবিতাটি আগেই লিখেছিলাম- প্রাসঙ্গিক মনে করে পোস্ট করলাম।🙏🇧🇩🙏