London Bangla voice

London Bangla voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from London Bangla voice, Media/News Company, London.
(6)

11/12/2025

লন্ডনে পার্কিং ফাইনের পরোয়া করছে না সুপার কারের মালিকেরা

SME মেলায় বাংলাদেশী ঐতিহ্যবাহী পণ্য পরিচয় দিতে সিলেট উইমেন্স চেম্বারের নারী উদ্যোক্তারা লন্ডনে
11/12/2025

SME মেলায় বাংলাদেশী ঐতিহ্যবাহী পণ্য পরিচয় দিতে সিলেট উইমেন্স চেম্বারের নারী উদ্যোক্তারা লন্ডনে

ব্রিটেনে কমেছে নিট অভিবাসন তবে বাড়ছে ছোট নৌকায় পারাপারসাইফ হাসান: যুক্তরাজ্যের সদ্য প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে দে...
11/12/2025

ব্রিটেনে কমেছে নিট অভিবাসন তবে বাড়ছে ছোট নৌকায় পারাপার
সাইফ হাসান: যুক্তরাজ্যের সদ্য প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা করোনার আগের পরিস্থিতির মতোই অনেকটা কমে এসেছে। তবে উদ্বেগের বিষয় হলো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় বেশ বেড়েছে। ঝুঁকিপূর্ণ এই যাত্রাপথে নৌকাডুবিতে অনেক মানুষ মা\রা গেছে বা নিখোঁজ হয়েছে বলেও জানা যায়। ব্রিটিশ কর্তৃপক্ষ এই ধরনের অনিয়মিত যাতায়াত ও মানবপাচারকারী অপ*রাধ চক্রগুলোকে কঠোর হাতে দমনের প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা ওএনএস জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে নিট অভিবাসন বা জনসংখ্যা বৃদ্ধির হার ৬৯ শতাংশ কমে দুই লাখ চার হাজারে দাঁড়িয়েছে। এই সময়ে দেশটিতে প্রায় আট লাখ ৯৮ হাজার মানুষ প্রবেশ করেছে, যা আগের চেয়ে ৩১ শতাংশ কম। অন্যদিকে দেশটি ছেড়ে চলে গেছে প্রায় ছয় লাখ ৯৩ হাজার মানুষ।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার বিষয়টি। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩৯ হাজার ২৯২ জন মানুষ ঝুঁকিপূর্ণভাবে নৌকায় চড়ে ফ্রান্সে থেকে ব্রিটেনে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বেশি এবং ২০২১ সালের পর থেকে নৌকায় গড় যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

বিপদসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটছে নিয়মিত। জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালে চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৮৪ জন প্রাণ হারিয়েছেন। এদিকে গত এক বছরে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলাম সিকারের সংখ্যাও ১৩ শতাংশ বেড়ে এক লাখ ১০ হাজারে পৌঁছেছে, যাদের অনেকেই ছোট নৌকায় এসেছেন।

ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন বা ছোট নৌকার ঢল থামাতে চোরাকারবারী চক্র বা ‘গ্যাং’দের ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত এক বছরে যুক্তরাজ্য থেকে জোরপূর্বক ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের হারও ১১ শতাংশ বেড়েছে, যা ৩৬ হাজারের বেশি।

#যুক্তরাজ্য #অভিবাসন #লন্ডন #ইউরোপ #প্রবাসী

10/12/2025

স্টুডেন্ট ভিসা সহজে কিভাবে পাওয়া যায় ?

10/12/2025

Sylhet Tea House এ বাংলাদেশী পিঠা

যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ব্যবস্থায় বড় ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সরকারি তদারকি সংস্থা...
10/12/2025

যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ব্যবস্থায় বড় ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সরকারি তদারকি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে যে এখানে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং ভুল পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে। বছরের পর বছর পার হলেও অর্ধেকের বেশি আবেদনকারীর মামলার কোনো সুরাহা হচ্ছে না। স্বল্পমেয়াদী পরিকল্পনার কারণে এই সংকট সমাধানের বদলে উল্টো আরও জটিল হচ্ছে।

বিস্তারিত কমেন্টে.....

#যুক্তরাজ্য #লন্ডন #প্রবাসী #অ্যাসাইলাম #ইউরোপ

যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড় ‘ব্রাম’ অবশেষে দুর্বল হয়ে বিদায় নিতে শুরু করেছে এবং আবহাওয়ার পরিস্থিতি কিছু...
10/12/2025

যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড় ‘ব্রাম’ অবশেষে দুর্বল হয়ে বিদায় নিতে শুরু করেছে এবং আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং রেল, সড়ক ও বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ঝড়ের বিপদ কেটে গেলেও এখনো দেশের বিভিন্ন স্থানে বন্যার সতর্কতা বহাল রাখা হয়েছে এবং জনজীবনে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিস্তারিত কমেন্টে.....

#যুক্তরাজ্য #লন্ডন #আবহাওয়া #বন্যা #ঝড়

10/12/2025

ঈদের মত বিক্রি হচ্ছে মেলায়

10/12/2025

১৩ ও ১৪ ডিসেম্বর বাংলাদেশ 'হেরিটেজ উইক' উদযাপিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস টাউন হলে

10/12/2025

জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যকরি পরিষদের সভা অনুষ্টিত

লন্ডনে বেআইনি সুপারকার পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, সৌদি রেজিস্ট্রেশনের রোলস-রয়েস অপসারণলন্ডনের মেফেয়ারের গ্রোসভেনর স্ক...
10/12/2025

লন্ডনে বেআইনি সুপারকার পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, সৌদি রেজিস্ট্রেশনের রোলস-রয়েস অপসারণ
লন্ডনের মেফেয়ারের গ্রোসভেনর স্কয়ার থেকে প্রায় £250,000 মূল্যের সৌদি-রেজিস্ট্রড একটি রোলস-রয়েস সরিয়ে নিয়েছে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল (WCC)। এলাকায় বেআইনি সুপারকার পার্কিংয়ের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানের অংশ হিসেবে গাড়িটি টো করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
কাউন্সিল জানায়, চ্যান্সারি রোজউড হোটেলের অতিথিরা নিয়মিতভাবে হোটেলের সামনে ফুটপাথে দামি গাড়ি পার্ক করছিলেন। বারবার পেনাল্টি চার্জ নোটিশ (PCN) জারি করা হলেও বিদেশি নম্বরপ্লেটের কারণে জরিমানা আদায় কার্যত অসম্ভব হয়ে ওঠে।
কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, “এই গাড়িগুলো বিদেশি—বিশেষ করে সৌদি আরবের নম্বরপ্লেটযুক্ত—ফলে জরিমানা আদায়ের সম্ভাবনা খুবই কম। আর গাড়ির মালিকরা এতটাই সম্পদশালী যে জরিমানা তাদের জন্য কোনো বিষয় নয়।”
মঙ্গলবার হোটেলের সামনে ফুটপাথে দাঁড়ানো আরও কয়েকটি সুপারকার মালিকরাই স্বেচ্ছায় সরিয়ে নেন বলে জানিয়েছে কাউন্সিল।
WCC–র স্ট্রিটস বিভাগের সদস্য ম্যাক্স সুলিভান বলেন, “হাঁটাহাঁটি করা মানুষদের যেন সুপারকারের বাধার মুখোমুখি হতে না হয়। বেআইনি ও বিপজ্জনক ফুটপাত পার্কিং আমরা বরদাশত করব না।”
চ্যান্সারি রোজউড হোটেলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

10/12/2025

সিলেট-৩ আসনে এনসিপি মনোনয়ন পেলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

Address

London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London Bangla voice:

Share