26/09/2025
ইংল্যান্ডে প্রতি তিনজন নারী শিক্ষার্থীর একজন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার: সমীক্ষা
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশ তাঁদের পড়াশোনার সময়ে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দেশটির উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (OfS) প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব ঘটনার বেশিরভাগই ক্যাম্পাস এলাকায় সংঘটিত হয়েছে।
উদ্বেগজনক পরিসংখ্যান
প্রতি ৫ জন নারী শিক্ষার্থীর একজন (১৯%) যৌন হামলা বা সহিংসতার শিকার হয়েছেন।
সব শিক্ষার্থীর মধ্যে ২৪% যৌন হয়রানির অভিজ্ঞতা জানিয়েছেন।
নারী শিক্ষার্থীরা পুরুষদের তুলনায় প্রায় তিনগুণ বেশি হয়রানির শিকার হয়েছেন (৩৩% নারী বনাম ১২% পুরুষ)।
যৌন হামলার ক্ষেত্রেও নারীরা পুরুষদের তুলনায় দুই গুণের বেশি ঝুঁকিতে ছিলেন (১৯% নারী বনাম ৭% পুরুষ)।
প্রতিবন্ধী শিক্ষার্থী, সমকামী বা উভকামী শিক্ষার্থী এবং অপেক্ষাকৃত কম বয়সী নারী শিক্ষার্থীরা বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট
অস্ট্রেলিয়ায় করা একটি অনুরূপ সমীক্ষায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৬% শিক্ষার্থী যৌন হয়রানির এবং মাত্র ৪.৫% যৌন হামলার শিকার হয়েছেন। তুলনায় ইংল্যান্ডের পরিস্থিতি অনেক খারাপ।
রিপোর্টিং ও অভিযোগ প্রক্রিয়া
গত এক বছরে হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১৩% ঘটনা বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করা হয়েছিল।
যৌন হামলার অভিযোগ কিছুটা বেশি রিপোর্ট করা হলেও, ২১ বছরের নিচের তরুণ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম রিপোর্ট করেছেন।
আনুষ্ঠানিকভাবে অভিযোগকারীদের মধ্যে মাত্র ৪৭% অভিযোগ প্রক্রিয়াকে সন্তোষজনক বলেছেন, আর ৩৯% বলেছেন এটি খারাপভাবে পরিচালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাহিরে পরিস্থিতি
প্রায় ৪০% ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, তবে সেগুলোর অনেকগুলোতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কর্মী জড়িত ছিলেন। প্রায় ৩% ক্ষেত্রে শিক্ষক, কোচ বা স্টাফ সদস্যরা অভিযুক্ত হয়েছেন। ৩১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম হয়রানির শিকার হলেও, তাঁদের ক্ষেত্রে শিক্ষক বা কর্মচারীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল।
প্রতিক্রিয়া ও সমালোচনা
জো গ্রেডি, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের মহাসচিব, বলেন:
“এই ভয়াবহ পরিসংখ্যান প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও হামলা কতটা ব্যাপক। প্রতি চারজন শিক্ষার্থীর একজন হয়রানির শিকার এবং প্রতি সাতজনের একজন হামলার শিকার হচ্ছেন—এটি একটি জাতীয় কেলেঙ্কারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আর চোখ বন্ধ করে থাকতে পারেন না।”
সুসান ল্যাপওয়ার্থ, OfS-এর প্রধান নির্বাহী, বলেন:
“প্রতিটি শিক্ষার্থীর অধিকার আছে হয়রানি ও হামলামুক্ত পরিবেশে পড়াশোনা করার। আমরা জানি, বাস্তবে তা সবসময় ঘটে না। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
পরবর্তী পদক্ষেপ
OfS-এর নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে এখন থেকে যৌন হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে বাধ্য করা হবে।