London Bangla voice

London Bangla voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from London Bangla voice, Media/News Company, London.
(5)

লন্ডনের প্রায় অর্ধেক পুলিশ স্টেশন ফ্রন্ট কাউন্টার বন্ধ হচ্ছে: মেট পুলিশলন্ডন, ৬ আগস্ট ২০২৫ — খরচ কমানোর উদ্দেশ্যে লন্ডন...
06/08/2025

লন্ডনের প্রায় অর্ধেক পুলিশ স্টেশন ফ্রন্ট কাউন্টার বন্ধ হচ্ছে: মেট পুলিশ
লন্ডন, ৬ আগস্ট ২০২৫ — খরচ কমানোর উদ্দেশ্যে লন্ডনজুড়ে প্রায় অর্ধেক পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস।

বর্তমানে লন্ডনের ৩৭টি ফ্রন্ট কাউন্টার থেকে এই সংখ্যা কমিয়ে ২০-এ নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টা খোলা থাকা কাউন্টারগুলোর সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৮টিতে।

মেট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট লন্ডন অ্যাসেম্বলিকে জানান, এই সিদ্ধান্তে প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। যদিও তিনি স্বীকার করেন যে এটি একটি “কঠিন সিদ্ধান্ত”।

এই প্রস্তাবনা ২০২৫ সালের শেষ নাগাদ কার্যকর হতে পারে এবং এটি মেট পুলিশের ২৬০ মিলিয়ন পাউন্ড বাজেট ঘাটতি মোকাবিলার পরিকল্পনার অংশ। বাজেট ঘাটতি মেটাতে প্রায় ১,৭০০ কর্মকর্তা ও স্টাফের পদ বিলুপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

এই পদক্ষেপটি লন্ডনের ৩২টি বরোতে প্রতিটিতে একটি করে ২৪/৭ খোলা ফ্রন্ট কাউন্টার রাখার প্রতিশ্রুতিকে ভঙ্গ করছে, যা এর আগে মেয়র এবং মেট পুলিশ উভয়ই দিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৩ সালেই মেট পুলিশ ফ্রন্ট কাউন্টার বন্ধের প্রক্রিয়া শুরু করে। তখন লন্ডনে প্রায় ১৪০টি ফ্রন্ট কাউন্টার ছিল। তৎকালীন মেয়র বরিস জনসন ৬৫টি এবং ২০১৭ সালে বর্তমান মেয়র সাদিক খান আরও ৩৮টি কাউন্টার বন্ধ করে দেন। বর্তমানে অধিকাংশ বরোতেই মাত্র একটি ২৪ ঘণ্টা খোলা ফ্রন্ট কাউন্টার আছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ এই পরিবর্তনের সমালোচনা করে বলেন, "এই সিদ্ধান্ত লন্ডনবাসীর নিরাপত্তা হ্রাস করবে।"

অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট জানান, মেট পুলিশ কেবল গত বছর শেষের দিকে তাদের বাজেটের প্রকৃত অবস্থা বুঝতে পারে।

তিনি বলেন, “আমাদের বাজেটে £২৬০ মিলিয়নের ঘাটতি রয়েছে। ফলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যা লন্ডনে আমাদের পুলিশিংয়ের পদ্ধতিতে পরিবর্তন আনবে এবং কিছু মানুষের কাছে অজনপ্রিয় হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক সিদ্ধান্তের মুখোমুখি, যেখানে আমাদের বেছে নিতে হচ্ছে — রাস্তায় অফিসার রাখব, না কি প্রতিটি কাউন্টার খোলা রাখব। ফ্রন্ট কাউন্টার অনেক সময় প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ হলেও, বিশেষ করে রাতে সেগুলো খুব কম ব্যবহার হয়।”

06/08/2025

লন্ডনে হাইকমিশনের উদ্যোগে ৫ই আগস্ট উদযাপন

হোয়াটসঅ্যাপে বিশাল প্রতারণা অভিযান: ৬.৮ মিলিয়ন স্ক্যাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটাবিশ্বজুড়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের বির...
06/08/2025

হোয়াটসঅ্যাপে বিশাল প্রতারণা অভিযান: ৬.৮ মিলিয়ন স্ক্যাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
বিশ্বজুড়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরের প্রথমার্ধে ৬৮ লাখেরও বেশি স্ক্যাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান।

মেটা জানায়, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে জড়িত ছিল, যারা জোরপূর্বক শ্রমিক দিয়ে স্ক্যাম সেন্টার চালাত। এই স্ক্যাম চক্রগুলো সাধারণত ভুয়া ইনভেস্টমেন্ট স্কিম, রেন্ট-আ-স্কুটার পিরামিড স্কিমসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত।

স্ক্যাম ঠেকাতে হোয়াটসঅ্যাপ নতুন কিছু সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এখন থেকে যদি কোনো অচেনা নম্বর ব্যবহারকারীকে গ্রুপ চ্যাটে যুক্ত করে, তবে হোয়াটসঅ্যাপ সতর্কতা বার্তা দেবে।

মেটা জানায়, “আমরা প্রো-অ্যাক্টিভভাবে এই স্ক্যাম অ্যাকাউন্টগুলো শনাক্ত করে বন্ধ করে দিচ্ছি, যাতে স্ক্যাম চক্রগুলো তাদের কার্যক্রম শুরু করার আগেই প্রতিহত করা যায়।”

একটি ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, মেটা এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যৌথভাবে কাজ করে একটি কেম্বোডিয়ান স্ক্যাম চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ওই চক্র সোশ্যাল মিডিয়ায় 'লাইক' দেওয়ার বিনিময়ে অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ভুয়া স্কুটার রেন্টাল স্কিম চালাচ্ছিল।

মেটার মতে, স্ক্যামাররা চ্যাটজিপিটি ব্যবহার করে স্ক্যামের নির্দেশাবলি তৈরি করত। সাধারণত তারা প্রথমে এসএমএস পাঠিয়ে যোগাযোগ শুরু করত এবং পরে মেসেজিং অ্যাপে আলাপ চালিয়ে যেত।

মেটা জানায়, এই প্রতারণাগুলো সাধারণত পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে গিয়ে শেষ হত।

যুক্তরাজ্যের ভোক্তা অধিকার সংগঠন Which? এই পদক্ষেপকে স্বাগত জানালেও বলেছে, “মেটাকে আরও দায়িত্ব নিতে হবে, যাতে এই স্ক্যামগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে আগেই প্রতিরোধ করা যায়।”

ভোক্তা আইন বিশেষজ্ঞ লিসা ওয়েব বলেন, “ব্যবহারকারীরা প্রতিনিয়ত ভুয়া চাকরির অফার, নকল পণ্য ও মিথ্যা ইনভেস্টমেন্টের বিজ্ঞাপনে প্রতারিত হচ্ছেন। মেটাকে নিশ্চিত করতে হবে যেন এই ধরনের স্ক্যাম কনটেন্ট কখনোই তাদের প্ল্যাটফর্মে না আসে।”

তিনি আরও বলেন, “অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী Ofcom-এর উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করা যেন তারা পেইড বিজ্ঞাপনের কনটেন্টের দায়িত্ব নেয়।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেমন মিয়ানমার, কেম্বোডিয়া ও থাইল্যান্ডে অবস্থিত স্ক্যাম সেন্টারগুলো প্রতিবছর কোটি কোটি ডলারের প্রতারণা করে।

এই স্ক্যাম সেন্টারগুলো অনেক সময় মানুষকে চাকরির প্রলোভনে এনে জোর করে স্ক্যাম কার্যক্রমে বাধ্য করে।

এর বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ। যেমন, সিঙ্গাপুর পুলিশ জনগণকে হোয়াটসঅ্যাপে অস্বাভাবিক অনুরোধ পেলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে এবং অ্যাকাউন্ট সুরক্ষায় 'টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করার আহ্বান জানিয়েছে।

06/08/2025

স্কীল্ড ওয়ার্কার ৬ঃ সেকেন্ডারী ও সাপ্লিমেন্টারী জব সম্পর্কে আপডেট

06/08/2025

মারিয়ামে চলছে সামার অফার

ইংলিশ চ্যানেল পারাপারে সক্রিয় ভয়ঙ্কর চোরাচালান চক্র ফাঁস করল বিবিসি: ফ্রান্স ও যুক্তরাজ্যে পরিচালিত গ্যাংয়ের ভয়াবহ কর্ম...
06/08/2025

ইংলিশ চ্যানেল পারাপারে সক্রিয় ভয়ঙ্কর চোরাচালান চক্র ফাঁস করল বিবিসি: ফ্রান্স ও যুক্তরাজ্যে পরিচালিত গ্যাংয়ের ভয়াবহ কর্মকাণ্ড প্রকাশ্যে

লন্ডন, ৫ আগস্ট ২০২৫:
বিবিসির এক দীর্ঘমেয়াদি অনুসন্ধানে ফাঁস হয়েছে ইংলিশ চ্যানেল পারাপারে জড়িত একটি শক্তিশালী এবং সহিংস চোরাচালান চক্রের কার্যক্রম। ফ্রান্স ও যুক্তরাজ্যে সক্রিয় এই গ্যাং ছোট নৌকায় করে মানুষ পাচারের কাজ চালিয়ে যাচ্ছে।

বিবিসির একজন সাংবাদিক, একজন অভিবাসীর ছদ্মবেশে, চোরাচালানকারীদের berিয়াল ফরেস্ট ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হন, যা উত্তর ফ্রান্সে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের সশস্ত্র সংঘর্ষে নিয়মিত উত্তপ্ত থাকে।

গোপন ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে, যুক্তরাজ্যের বার্মিংহামের নিউ স্ট্রিট স্টেশনের মতো ব্যস্ত রেলস্টেশনে গ্যাংয়ের সদস্যরা নগদ টাকা সংগ্রহ করছে। দুই ব্যক্তি সেখানে আলাদা আলাদাভাবে কয়েকশো পাউন্ড ভর্তি খাম সংগ্রহ করতে দেখা যায়।

অনুসন্ধানে উঠে এসেছে, এই চক্রের নেতারা – যারা নিয়মিত মোবাইল নম্বর এবং চক্রের নাম পরিবর্তন করে পুলিশের হাত থেকে রক্ষা পায় – তাদের কর্মী এবং পাচার হওয়া অভিবাসীদের নিয়মিত নির্যাতন ও মারধর করে।

চক্রের মূল তিন নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে জাবাল, আরাম এবং আল-মিল্লাহকে – তিনজনই ইরাকি কুর্দি। আরও একজন শীর্ষ ব্যক্তি আব্দুল্লাহকে দেখা গেছে অভিবাসীদের দল পরিচালনা করতে। এছাড়া বেসা নামের এক সদস্য ফ্রান্সে অভিবাসীদের সঙ্গ দিয়ে নিজেই নৌকায় চড়ে যুক্তরাজ্যে পৌঁছেছে এবং এখন ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি হোস্টেলে আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছে।

২০২৪ সালের এপ্রিল মাসে এই অনুসন্ধান শুরু হয়, যখন বিবিসি সাংবাদিকরা ফরাসি পুলিশকে একটি নৌকা যাত্রা থামাতে দেখেন। সে সময়কার বিশৃঙ্খলায় পাঁচজন মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশু – সারাহ – ছিল।

এই অনুসন্ধানের মাধ্যমে চক্রটির জটিল গঠন এবং পুলিশকে ফাঁকি দেওয়ার কৌশলগুলো স্পষ্ট হয়ে উঠেছে।

05/08/2025

BCA এর এওয়ার্ডঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ড. ইউনূসকে আমন্ত্রণ

05/08/2025

হাসিনার মত কেউ যেন আসতে না পারে সেজন্য সংস্কার চাই

05/08/2025

সংস্কার না হওয়ায় হতাশ কমিউনিটি নেতারা

05/08/2025

লন্ডনে ৫ সংগঠনের ৫ই আগস্ট উদযাপন

05/08/2025

লন্ডনে NCP মি/ছি/ল

05/08/2025

ব্রিকলেইনের পাশেই খাবারের জন্য লম্বা লাইন

Address

London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London Bangla voice:

Share