London Bangla voice

London Bangla voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from London Bangla voice, Media/News Company, London.
(3)

27/09/2025

বিএনপি নেতা নাসিম চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি,র ৩১ দফা প্রবাসীদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে

27/09/2025

২০০ + ইলেকট্রনিক পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

নতুন বাস রুট চালু: প্রথম সপ্তাহে ভাড়া একেবারে ফ্রি!সাউথইস্ট লন্ডনের বিভিন্ন এলাকা সংযুক্ত করে এক নতুন বাস রুট ‘বেকারলুপ ...
27/09/2025

নতুন বাস রুট চালু: প্রথম সপ্তাহে ভাড়া একেবারে ফ্রি!
সাউথইস্ট লন্ডনের বিভিন্ন এলাকা সংযুক্ত করে এক নতুন বাস রুট ‘বেকারলুপ (Bakerloop)’ চালু হয়েছে, যা প্রথম সপ্তাহে যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চলবে।
বেকারলুপ বাসটি ওয়াটারলু স্টেশন থেকে লুইশ্যাম পর্যন্ত চলবে, দিনে প্রতি ১২ মিনিট অন্তর এবং সন্ধ্যা ও রবিবারে প্রতি ১৫ মিনিট অন্তর একবার করে।
ইলেকট্রিক ডাবল-ডেকার বাস BL1 সকাল ৫টা থেকে রাত ১২:৩০ পর্যন্ত চলবে, প্রস্তাবিত বেকারলু লাইনের এক্সটেনশন রুট ধরে — যেখানে ইলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল, নিউ ক্রস গেট এবং লুইশ্যাম স্টেশনে থামবে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, “বেকারলু লাইন এক্সটেনশন বাস্তবায়নে অনেক সময় লাগবে, কিন্তু আমি এখনই লন্ডনবাসীর যাতায়াতে উন্নয়ন আনতে চাই। তাই বেকারলুপ চালু করেছি — এটি দ্রুত, পরিবেশবান্ধব ও কার্যকর একটি সেবা।”
ট্রান্সপোর্ট ফর লন্ডনের (TfL) বাস বিভাগের পরিচালক লর্না মারফি বলেন, “নতুন এক্সপ্রেস BL1 বাস রুটে যাত্রীদের স্বাগত জানাতে আমরা খুবই আনন্দিত। যাত্রা হবে আরও দ্রুত এবং সরাসরি। যাত্রার প্রথম সপ্তাহে বাস ফ্রি হওয়ায় সবাইকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বেকারলুপ TfL-এর Superloop নেটওয়ার্কের অংশ, যা মূলত বাইরের লন্ডনের গুরুত্বপূর্ণ শহর ও ট্রান্সপোর্ট হাবগুলোকে আরও ভালোভাবে সংযুক্ত করার লক্ষ্যে তৈরি হয়েছে।
উল্লেখ্য, যদিও বেকারলু লাইনের ট্রেনগুলো ৫৩ বছর পুরনো, তবুও এখনো কেন্দ্রীয় সরকার থেকে এক্সটেনশন প্রকল্পের জন্য অর্থায়ন হয়নি।
৬ অক্টোবর সোমবার থেকে BL1 রুটে সাধারণ ভাড়া £১.৭৫ নির্ধারণ করা হয়েছে।

26/09/2025

রিফর্ম ইউকে ILR বিলুপ্ত করার ঘোষণায় যা আছে

26/09/2025

ব্রিটেনে ডিজিটাল আইডির লাভ-ক্ষতি কী?

26/09/2025

HMRC কে দেয়া হয়েছে অতিরিক্ত ক্ষমতা

26/09/2025

কেয়াতে শনিবার থেকে £10, £15 নতুন ডিজাইনার ড্রেস

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন রোধে ডিজিটাল পরিচয়পত্র (Digital ID) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। আজ লন্ডনে একটি আন্তর্জাতিক ...
26/09/2025

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন রোধে ডিজিটাল পরিচয়পত্র (Digital ID) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। আজ লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই ঘোষণা দেন।
তিনি বলেন, “যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা এতদিন খুব সহজ ছিল, কারণ মধ্যপন্থী রাজনীতিবিদরা বাস্তব সত্যগুলো বলায় দ্বিধাগ্রস্ত ছিলেন।” তিনি আরও বলেন, “কোনও দেশের উচিত তার সীমান্তের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। আমাদের জানতে হবে, কারা আমাদের দেশে রয়েছে।”
এই পরিকল্পনার আওতায়, যেকোনো নাগরিক বা অভিবাসীকে কাজ করতে হলে ডিজিটাল আইডি ব্যবহার করতে হবে, যা নিয়োগদাতারা যাচাই করতে পারবেন।
কেয়ার স্টারমার এই আইডি ব্যবস্থাকে "নাগরিকদের জন্য অসংখ্য সুবিধার" প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিরোধী দলগুলো বলছে, এটি চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় অভিবাসন ঠেকাতে পারবে না।
বিরোধীদের সমালোচনা
রিফর্ম ইউকে দলের পক্ষ থেকে বলা হয়েছে, “স্টারমার কেবল টোরি সরকারের উচ্চ কর ও ব্যাপক অভিবাসনের নীতি চালিয়ে যাচ্ছেন।”
উল্লেখ্য, মাত্র পাঁচটি এমপি থাকা সত্ত্বেও নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে বেশ কয়েক মাস ধরে জনমত জরিপে এগিয়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে তিনি লেবার ও রিফর্ম ইউকে-র মধ্যে একটি “খোলা প্রতিযোগিতা” দেখতে চান। আগামী সপ্তাহে লেবার পার্টির সম্মেলনে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

26/09/2025

ভাড়াটিয়াদের জন্য সুখবর

ইংল্যান্ডে প্রতি তিনজন নারী শিক্ষার্থীর একজন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার: সমীক্ষাইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও কলেজে...
26/09/2025

ইংল্যান্ডে প্রতি তিনজন নারী শিক্ষার্থীর একজন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার: সমীক্ষা
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশ তাঁদের পড়াশোনার সময়ে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে। দেশটির উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (OfS) প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব ঘটনার বেশিরভাগই ক্যাম্পাস এলাকায় সংঘটিত হয়েছে।

উদ্বেগজনক পরিসংখ্যান

প্রতি ৫ জন নারী শিক্ষার্থীর একজন (১৯%) যৌন হামলা বা সহিংসতার শিকার হয়েছেন।

সব শিক্ষার্থীর মধ্যে ২৪% যৌন হয়রানির অভিজ্ঞতা জানিয়েছেন।

নারী শিক্ষার্থীরা পুরুষদের তুলনায় প্রায় তিনগুণ বেশি হয়রানির শিকার হয়েছেন (৩৩% নারী বনাম ১২% পুরুষ)।

যৌন হামলার ক্ষেত্রেও নারীরা পুরুষদের তুলনায় দুই গুণের বেশি ঝুঁকিতে ছিলেন (১৯% নারী বনাম ৭% পুরুষ)।

প্রতিবন্ধী শিক্ষার্থী, সমকামী বা উভকামী শিক্ষার্থী এবং অপেক্ষাকৃত কম বয়সী নারী শিক্ষার্থীরা বেশি ঝুঁকির মুখে রয়েছেন।

আন্তর্জাতিক প্রেক্ষাপট

অস্ট্রেলিয়ায় করা একটি অনুরূপ সমীক্ষায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৬% শিক্ষার্থী যৌন হয়রানির এবং মাত্র ৪.৫% যৌন হামলার শিকার হয়েছেন। তুলনায় ইংল্যান্ডের পরিস্থিতি অনেক খারাপ।

রিপোর্টিং ও অভিযোগ প্রক্রিয়া

গত এক বছরে হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১৩% ঘটনা বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করা হয়েছিল।

যৌন হামলার অভিযোগ কিছুটা বেশি রিপোর্ট করা হলেও, ২১ বছরের নিচের তরুণ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম রিপোর্ট করেছেন।

আনুষ্ঠানিকভাবে অভিযোগকারীদের মধ্যে মাত্র ৪৭% অভিযোগ প্রক্রিয়াকে সন্তোষজনক বলেছেন, আর ৩৯% বলেছেন এটি খারাপভাবে পরিচালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাহিরে পরিস্থিতি

প্রায় ৪০% ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, তবে সেগুলোর অনেকগুলোতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কর্মী জড়িত ছিলেন। প্রায় ৩% ক্ষেত্রে শিক্ষক, কোচ বা স্টাফ সদস্যরা অভিযুক্ত হয়েছেন। ৩১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম হয়রানির শিকার হলেও, তাঁদের ক্ষেত্রে শিক্ষক বা কর্মচারীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল।

প্রতিক্রিয়া ও সমালোচনা

জো গ্রেডি, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের মহাসচিব, বলেন:
“এই ভয়াবহ পরিসংখ্যান প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও হামলা কতটা ব্যাপক। প্রতি চারজন শিক্ষার্থীর একজন হয়রানির শিকার এবং প্রতি সাতজনের একজন হামলার শিকার হচ্ছেন—এটি একটি জাতীয় কেলেঙ্কারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আর চোখ বন্ধ করে থাকতে পারেন না।”

সুসান ল্যাপওয়ার্থ, OfS-এর প্রধান নির্বাহী, বলেন:
“প্রতিটি শিক্ষার্থীর অধিকার আছে হয়রানি ও হামলামুক্ত পরিবেশে পড়াশোনা করার। আমরা জানি, বাস্তবে তা সবসময় ঘটে না। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

পরবর্তী পদক্ষেপ

OfS-এর নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে এখন থেকে যৌন হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে বাধ্য করা হবে।

26/09/2025

ইংল্যান্ডের জিপিরা নতুন নিয়মে রোগী দেখবেন

Taxes না দিলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেবে HMRCব্রিটেনে taxes ফাঁকিবাজদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ...
26/09/2025

Taxes না দিলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেবে HMRC
ব্রিটেনে taxes ফাঁকিবাজদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে কর কর্তৃপক্ষ এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস (HMRC)। এখন থেকে বকেয়া taxes পরিশোধে অস্বীকৃতি জানালে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ আইসা (ISA) থেকে টাকা কেটে নেওয়ার ক্ষমতা পাবে সংস্থাটি।

নতুন নিয়ম কী বলছে

যদি কোনো করদাতা অন্তত £১,০০০ বা তার বেশি বকেয়া taxes পরিশোধ না করেন এবং একাধিকবার নোটিশ পাওয়ার পরও সাড়া না দেন, তবে ব্যাংক ও বিল্ডিং সোসাইটিগুলোকে বাধ্য করা হবে সেই অর্থ সরাসরি HMRC-কে হস্তান্তর করতে।

এই প্রকল্পটির নাম ডিরেক্ট রিকভারি অফ ডেটস (DRD)। এটি প্রথম চালু হয় ২০১৫ সালে, তবে করোনাভাইরাস মহামারির সময় স্থগিত করা হয়েছিল। চ্যান্সেলর র‍্যাচেল রিভস এ বছরের মার্চে বাজেট ঘোষণায় HMRC-কে পুনরায় এই ক্ষমতা দেওয়ার পর এটি আবার চালু হলো।

কারা এই নিয়মের আওতায় পড়বেন

এই পদক্ষেপ মূলত তাদের জন্য, যারা taxes দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বারবার তা এড়িয়ে যান। বিশেষ করে:

স্বনিযুক্ত ব্যক্তি

দ্বিতীয় বাড়ি বা ভাড়া থেকে আয়কারীরা

বিনিয়োগ ও সঞ্চয় সুদ থেকে উল্লেখযোগ্য আয়কারীরা

সুরক্ষা ও ব্যতিক্রম

করদাতার অ্যাকাউন্টে অন্তত £৫,০০০ অবশিষ্ট থাকতে হবে, যাতে প্রয়োজনীয় খরচ চালানো যায়।

taxes আপিলের জন্য ৩০ দিন সময়সীমা শেষ হওয়ার পরেই HMRC অর্থ কেটে নিতে পারবে।

ঝুঁকিপূর্ণ বা আর্থিকভাবে অরক্ষিত গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

টাকা কেটে নেওয়ার আগে HMRC কর্মকর্তা করদাতার সঙ্গে সরাসরি দেখা করে দেনা নিশ্চিত করবেন ও সমাধানের বিকল্প আলোচনা করবেন।

সমালোচনা ও উদ্বেগ

কর বিশেষজ্ঞরা এই ক্ষমতাকে ‘অত্যন্ত কঠোর’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিডিও’র tax পরামর্শক ডন রেজিস্টার বলেন:
“সরকারি অর্থনীতির চাপ এখন প্রবল। যারা taxes দিতে পারেন অথচ দেন না, তাদের বিরুদ্ধে HMRC কঠোর হচ্ছে। তবে যে কেউ যদি HMRC-এর নোটিশ উপেক্ষা করেন, তবে এটি তাঁর জন্য বড় সমস্যার কারণ হবে।”

বকেয়া taxes-এর হিসাব

বর্তমানে HMRC-এর কাছে প্রায় £৪২.৮ বিলিয়ন taxes বকেয়া রয়েছে।

সরকার ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত £১১ বিলিয়ন taxes আদায় করতে চায়।

এজন্য £৬৩০ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং ২,৪০০ নতুন কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।

Address

London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London Bangla voice:

Share