
06/08/2025
লন্ডনের প্রায় অর্ধেক পুলিশ স্টেশন ফ্রন্ট কাউন্টার বন্ধ হচ্ছে: মেট পুলিশ
লন্ডন, ৬ আগস্ট ২০২৫ — খরচ কমানোর উদ্দেশ্যে লন্ডনজুড়ে প্রায় অর্ধেক পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস।
বর্তমানে লন্ডনের ৩৭টি ফ্রন্ট কাউন্টার থেকে এই সংখ্যা কমিয়ে ২০-এ নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টা খোলা থাকা কাউন্টারগুলোর সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৮টিতে।
মেট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট লন্ডন অ্যাসেম্বলিকে জানান, এই সিদ্ধান্তে প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। যদিও তিনি স্বীকার করেন যে এটি একটি “কঠিন সিদ্ধান্ত”।
এই প্রস্তাবনা ২০২৫ সালের শেষ নাগাদ কার্যকর হতে পারে এবং এটি মেট পুলিশের ২৬০ মিলিয়ন পাউন্ড বাজেট ঘাটতি মোকাবিলার পরিকল্পনার অংশ। বাজেট ঘাটতি মেটাতে প্রায় ১,৭০০ কর্মকর্তা ও স্টাফের পদ বিলুপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।
এই পদক্ষেপটি লন্ডনের ৩২টি বরোতে প্রতিটিতে একটি করে ২৪/৭ খোলা ফ্রন্ট কাউন্টার রাখার প্রতিশ্রুতিকে ভঙ্গ করছে, যা এর আগে মেয়র এবং মেট পুলিশ উভয়ই দিয়েছিল।
প্রসঙ্গত, ২০১৩ সালেই মেট পুলিশ ফ্রন্ট কাউন্টার বন্ধের প্রক্রিয়া শুরু করে। তখন লন্ডনে প্রায় ১৪০টি ফ্রন্ট কাউন্টার ছিল। তৎকালীন মেয়র বরিস জনসন ৬৫টি এবং ২০১৭ সালে বর্তমান মেয়র সাদিক খান আরও ৩৮টি কাউন্টার বন্ধ করে দেন। বর্তমানে অধিকাংশ বরোতেই মাত্র একটি ২৪ ঘণ্টা খোলা ফ্রন্ট কাউন্টার আছে।
ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ এই পরিবর্তনের সমালোচনা করে বলেন, "এই সিদ্ধান্ত লন্ডনবাসীর নিরাপত্তা হ্রাস করবে।"
অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট জানান, মেট পুলিশ কেবল গত বছর শেষের দিকে তাদের বাজেটের প্রকৃত অবস্থা বুঝতে পারে।
তিনি বলেন, “আমাদের বাজেটে £২৬০ মিলিয়নের ঘাটতি রয়েছে। ফলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যা লন্ডনে আমাদের পুলিশিংয়ের পদ্ধতিতে পরিবর্তন আনবে এবং কিছু মানুষের কাছে অজনপ্রিয় হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক সিদ্ধান্তের মুখোমুখি, যেখানে আমাদের বেছে নিতে হচ্ছে — রাস্তায় অফিসার রাখব, না কি প্রতিটি কাউন্টার খোলা রাখব। ফ্রন্ট কাউন্টার অনেক সময় প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ হলেও, বিশেষ করে রাতে সেগুলো খুব কম ব্যবহার হয়।”