
21/03/2024
Follow my page 👏
🔑 কীওয়ার্ড রিসার্চ কি?
✅কেন কীওয়ার্ড রিসার্চ ইম্পরট্যান্ট?
💥 বর্তমান সময়ে ৫ টি সেরা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস
▶️ কীওয়ার্ড রিসার্চ কি?
সহজ ভাবে বলতে গেলে আমরা সার্চ ইঞ্জিন ( গুগল,ইউটিউব, বিং ইত্যাদি ) এ যা লিখে সার্চ দেই তাই কীওয়ার্ড।
আর মানুষ তার প্রয়োজনীয় ইনফরমেশন খুজার জন্য যে কীওয়ার্ড গুলো লিখে সার্চ দেয় সেগুলো রিসার্চ করে বের করাই হলো কীওয়ার্ড রিসার্চ।
▶️ কেন কীওয়ার্ড রিসার্চ ইম্পরট্যান্ট?
কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে, একটি পোষ্টের কিওয়ার্ডের উপরেই লুকিয়ে থাকে সেই পোষ্টের সকল বিষয়বস্তু। গুগল সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ডের উপরে নির্ভর করে, আপনার পোস্টটি গুগলে রেংকিং এ নিয়ে যায়।
কারণ গুগল সবসময় চেষ্টা করে আপনার কিওয়ার্ডটি আসলেই গুগল এ কি পরিমান মানুষ প্রতিনিয়ত সার্চ করে থাকেন। আর ভিজিটর যখন কোন কিছুর প্রয়োজন পড়ে তখন গুগলে গিয়ে সেই বিষয়ের কিওয়ার্ড লিখে সার্চ করে।
▶️ বর্তমান সময়ে ৫ টি সেরা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস:
কীওয়ার্ড রিসার্চ এর জন্য মার্কেট এ অনেক টুলস রয়েছে। এর মধ্যে পেইড ফ্রি উভয়ই রয়েছে। যদি আপনার বাজেট না থাকে পেইড টুলস কেনার তাহলে এই ফ্রি টুলস গুলো দিয়েই আপনার নিজের ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্ট এর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে পারেন।
✅ নাম্বার ১: Ahrefs Keyword Generator
https://ahrefs.com/keyword-generator
এই টুলস দিয়ে আপনি যত খুশি ততো কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে। মান্থলি সার্চ ভলিউম এবং কীওয়ার্ড এর ডিফিকাল্টি সহ দেখতে পারবেন।
✅ নাম্বার ২: Answer The Public
https://answerthepublic.com
লং টেইল কীওয়ার্ড এবং প্রশ্ন রিলেটেড কীওয়ার্ড খুজার জন্য এই টুলস সেরা।
আপনি দিনে ৩ টা সার্চ দিতে পারবেন ফ্রি তে।
✅ নাম্বার ৩: Google Keyword Planner
https://ads.google.com/.../en_uk/home/tools/keyword-planner/
যদি আপনার বাজেট না থাকে তাহলে গুগল এর এই ফ্রি কীওয়ার্ড রিসার্চ টুলস আপনার জন্য হতে পারে সেরা একটি টুলস। এখানে যে রেজাল্ট গুলো দেখায় সেগুলো সরাসরি গুগল এর ডাটাবেস থেকে দেখায়। সঠিক রেজাল্ট এখানে দেখতে পারবেন।
✅ নাম্বার ৪: Google Autocomplete Result
https://www.google.com
আপনি যখন আপনার টার্গেটেড কীওয়ার্ড গুগল এর সার্চ বক্স এ লিখবেন তখন দেখবেন গুগল অনেকগুলো রিলেটেড কীওয়ার্ড সাজেস্ট করছে।