Bapps It School

Bapps It School The bapps It school page is intended solely for educational purposes.

All content provided is for informational use only and should not be construed as professional advice.

স্বপ্নের দেশ আমেরিকা উন্নত জীবনযাত্রা, অসাধারণ কর্মসংস্থানের সুযোগ এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচি...
01/10/2024

স্বপ্নের দেশ আমেরিকা উন্নত জীবনযাত্রা, অসাধারণ কর্মসংস্থানের সুযোগ এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আপনি যদি একজন উদ্যমী, দক্ষ, এবং কর্মঠ ব্যক্তি হন তাহলে আমেরিকা কাজের ভিসা আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে।
আমেরিকা কাজের ভিসা, “এমপ্লয়মেন্ট ভিসা” নামেও পরিচিত, যা আপনাকে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিতে পারে। এই ভিসার মাধ্যমে আপনি আমেরিকায় বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আমেরিকায় জীবনযাত্রার মান অনেক উন্নত এবং কাজের বেতন অনেক বেশি। এই দেশে আপনি ফুড ডেলিভারি করে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩৫ ডলার ইনকাম করতে পারবেন।
আমেরিকার কাজের ভিসার জন্য আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই আমেরিকান কোনো কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব (ঔড়ন ঙভভবৎ) পেতে হবে। আমেরিকান কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট, বিভিন্ন চাকরির বোর্ড, অথবা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে শূন্য পদ পূরনের জন্য জব সার্কুলার প্রকাশ করে থাকে।
আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ পদ খুঁজে পেলে আপনাকে কোম্পানিতে আবেদন করতে হবে। আপনার আবেদন গ্রহণ করলে কোম্পানি আপনার জন্য একটি ঐ-১ই (ওয়ার্ক পারমিট) ভিসার জন্য আবেদন করবে। ঐ-১ই ভিসা হলো স্পেশালিটি অকুপেশনাল ওয়ার্কারদের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা। এছাড়া কাজের জন্য আরও অনেক ভিসা ক্যাটাগরি রয়েছে।
এই ভিসার মেয়াদ সাধারণত ৬ বছর থাকে। তবে প্রয়োজনে আরও ৩ বছরের জন্য বর্ধিত করা যায়। তবে এজন্য অবশ্যই আপনার আমেরিকার কাজের ভিসা পাওয়ার যোগ্যতা থাকা লাগবে। ভিসা আবেদন করার পর আপনাকে দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনার ভিসা অনুমোদন পেতে পারেন কিংবা রিজেক্ট হতে পারে।
কাজের ভিসার জন্য আবেদন করার সময় আপনাকে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
পাসপোর্ট
আই-১২৯ ফর্ম
শিক্ষাগত যোগ্যতার সনদ
কাজের দক্ষতার সার্টিফিকেট
কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট
ঐ-১ই ভিসার আবেদন ফি
আমেরিকা কাজের ভিসা বেতন কত
অনেক বাঙালির মনেই আমেরিকা কাজের ভিসা পেয়ে সেখানে স্থায়ী হওয়ার স্বপ্ন থাকে। উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন এবং সুযোগ-সুবিধার আকর্ষণ বেশ প্রবল। কিন্তু আমেরিকা কাজের ভিসা বেতন কত? এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায়।
আমেরিকায় কাজের বেতন আপনার কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা, এবং কর্মক্ষেত্রের অবস্থানের উপর নির্ভর করে থাকে। তবে সাধারণত আমেরিকায় কাজের বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। বর্তমানে আমেরিকাতে যে কোনো কাজ করে মাসে আনুমানিক প্রায় ৪ হাজার থেকে ৭ হাজার ডলার ইনকাম করা যায়।
আমেরিকা কাজের ভিসা খরচ কত
আমেরিকার কাজের ভিসার খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে। এই ভিসা পাওয়া অনেক জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। এই ভিসা পাওয়ার জন্য কোম্পানির জব অফার লাগবে। তারপর আমেরিকাতে আইনজীবী নিয়োগ করে ওয়ার্ক পারমিট নিতে হয়।
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে আমেরিকা যেতে আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা থেকে ৩৫ লক্ষ টাকা লাগে। তবে স্পাউস ভিসা নিয়ে অল্প টাকায় খুব সহজে আমেরিকায় যাওয়া যায়। এজন্য অবশ্যই আপনার পরিচিত কেউ আমেরিকাতে থাকা লাগবে। এই খরচের ভিতরে সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

আমেরিকায় উচ্চশিক্ষা: স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই আমেরিকায় উচ্চশিক্ষা পেতে চান। শিক্ষার্থীদে...
01/10/2024

আমেরিকায় উচ্চশিক্ষা: স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়

বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই আমেরিকায় উচ্চশিক্ষা পেতে চান। শিক্ষার্থীদের প্রথম পছন্দ আমেরিকা। কেননা, দেশটিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগও মেলে। পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগও আছে।

আমেরিকায় উচ্চশিক্ষা পেতে বিভিন্ন তথ্য জানতে ঢাকায় আমেরিকান সেন্টারে গিয়ে ভিজিট করতে পারেন। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলবে। পাশাপাশি দেশটিতে শিক্ষা ভিসা যাওয়ার উপায় বাতলে দেবেন তারা।

শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট 'এডুকেশনইউএসএ' দেশটিতে ভর্তি, বিশ্ববিদ্যালয়, ডেডলাইন, প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে।

আমেরিকান সেন্টারের ওয়েবসাইটে পড়াশোনার ব্যাপারে পাঁচটি গাইডলাইন দেয়া রয়েছে। এগুলো দেখে পুরো আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা যেতে পারে।

প্রথমেই গবেষণা। কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আপনার পছন্দের বিষয় সেখানে আছে কিনা, টিউশন ফি কত, ইংরেজির জন্য আইইএলটিএস, নাকি টোফেল অথবা আর কি প্রমাণ চাইছে ইত্যাদি দেখে বাছাই করতে হবে। এরপর পড়াশোনার খরচ বা বৃত্তির বিষয়টি ঠিক করে নিতে হবে।

বিশ্ববিদ্যালয় ঠিক হওয়ার পরে অনলাইনেই আবেদন করতে হবে এবং প্রয়োজনে সেমিস্টার ফি পাঠাতে হবে। এরপরে ভর্তির সুযোগ পেলে ভিসার আবেদন করতে হবে।
আমেরিকায় একেকটি স্টেট ভেদে বিশ্ববিদ্যালয়ের খরচের অনেক তারতম্য হতে পারে।

আমেরিকায় যেসব ডিগ্রি ও কোর্সে ভর্তির সুযোগ আছে

আমেরিকায় সাধারণত তিন ধরনের ডিগ্রিতে বেশি জনপ্রিয়। এগুলো হলো-ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি। এর বাইরে স্কলারশিপ বা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিভিন্ন কোর্স ও ডিগ্রিতে ভর্তি হওয়া যায়।

আমেরিকার এসব ডিগ্রির পাশাপাশি আরেকটি কোর্স আছে। যেটা খুব জনপ্রিয়। নাম অ্যাসোসিয়েট ডিগ্রি। মূলত মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই অ্যাসোসিয়েট ডিগ্রীতে ভর্তি হওয়া যায়।

এই কোর্সের মেয়াদকাল ২ বছর।

সুইডেনের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম সুইডেনে কাজের ভিসা পাওয়ার জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নিচে বিস্তারিতভাবে...
30/09/2024

সুইডেনের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম
সুইডেনে কাজের ভিসা পাওয়ার জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নিচে বিস্তারিতভাবে সুইডেনে কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়া উল্লেখ করা হলো:

১. চাকরির প্রস্তাব পান:
সুইডেনের একটি কোম্পানি থেকে বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে। আপনার নিয়োগদাতা অবশ্যই সুইডিশ শ্রম বাজার এবং অভিবাসন বোর্ডের নিয়মাবলী মেনে চলবে।

২. আবেদন প্রস্তুতি:
নিয়োগদাতার দায়িত্ব:
- নিয়োগদাতা আপনার জন্য কাজের ভিসার আবেদন করবে।
- আপনার কাজের শর্তাবলী এবং বেতন সুইডেনের শ্রম বাজারের নিয়ম অনুযায়ী হতে হবে।

আপনার দায়িত্ব:
- পাসপোর্টের কপি।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
- কাজের অভিজ্ঞতার প্রমাণ।
- নিয়োগপত্র।

৩. অনলাইন আবেদন:
সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

৪. আবেদন ফি পরিশোধ:
আপনাকে নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করতে হবে, যা ভিসার প্রকার অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান:
সুইডেনের নিকটবর্তী দূতাবাসে গিয়ে আপনার বায়োমেট্রিক তথ্য (ছবি এবং আঙ্গুলের ছাপ) জমা দিতে হবে।

৬. ভিসা প্রসেসিং সময়:
সাধারণত ১ থেকে ৩ মাস সময় লাগে ভিসা প্রসেসিংয়ের জন্য।

৭. ভিসা প্রাপ্তি:
আপনার আবেদন অনুমোদিত হলে আপনি একটি কাজের ভিসা পাবেন, যা সুইডেনে কাজ করতে পারবেন।

বাংলাদেশ থেকে আবেদন:
সুইডেনের ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাসে যোগাযোগ করতে হবে:

সুইডেন দূতাবাস, ঢাকা:
Embassy of Sweden
Bay’s Edgewater, 6th Floor,
Plot 12, North Avenue, Gulshan 2,
Dhaka 1212, Bangladesh.

যোগাযোগ:
ওয়েবসাইট: [Embassy of Sweden in Dhaka](https://www.swedenabroad.se/en/embassies/bangladesh-dhaka/)
ফোন: +880 2 5566 8500

সুইডেনে কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

ইউরোপের দেশ গ্রিস প্রতি বছর বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নিবে। দুই পক্ষের মধ্যে ঢাকায় বুধবার এই বিষয়ে সমাঝোতা স্মারক সই...
30/09/2024

ইউরোপের দেশ গ্রিস প্রতি বছর বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নিবে। দুই পক্ষের মধ্যে ঢাকায় বুধবার এই বিষয়ে সমাঝোতা স্মারক সই হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীরা বৈধভাবে কাজ করতে যাওয়ার সুযোগ পাচ্ছে। সই হওয়া সমাঝোতা স্মারক গ্রিসের জাতীয় সংসদে পাস হওয়ার পরই বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়ছে, নিকট ভবিষ্যতে মাল্টা, জার্মানিসহ ইউরোপের একাধিক দেশে বাংলাদেশিরা বৈধভাবে কাজ করতে যাওয়ার সুযোগ পাবে। এই বিষয়ে ঢাকার কূটনীতিকরা কাজ করছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ-গ্রিসের মধ্যে সই করা সমঝোতা স্মারকে মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী প্যানাইয়োটিস মিতারাচি স্বাক্ষর করেন।

সমাঝোতা স্মারক সইয়ের পর গ্রিসের মন্ত্রী প্যানাইয়োটিস মিতারাচি জানান, সই হওয়া সমাঝোতা স্মারক গ্রিসের জাতীয় সংসদে পাস হওয়ার পরই বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, দুই পক্ষের মধ্যে সমাঝোতা স্মারক সইয়ের মধ্য ‍দিয়ে বাংলাদেশিরা বৈধভাবে গ্রিসে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। তবে দালাল বা প্রতারকদের খপ্পর থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকতে হবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাসচিব মো. শহিদুল আলম জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর ৪০০০ নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দিবে গ্রিস। প্রধানত কৃষি, নির্মাণ ও পর্যটন খাতে তাদের নিয়োগ দেওয়া হবে। সই করা সমাঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশি একজন কর্মী পাচ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে গ্রিসে কাজ করার ভিসা পাবে।

এর আগে, গত নভেম্বরে এই ইস্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন মন্ত্রী প্যানাইয়োটিস মিতারাচি’র মধ্যে একটি আগ্রহপত্র সই হয়। ওই আগ্রহপত্রটিই বুধবার সমাঝোতা স্মারকে পরিণত হয় এবং দুই পক্ষ সই করেন। এর মধ্য দিয়ে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পাশাপাশি অবৈধ মানবপাচার অনেকাংশে বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, গ্রিসের কৃষি, পর্যটন এবং তৈরি পোশাক শিল্প খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি শ্রমিক এর ব্যাপক চাহিদা রয়েছে, যা পূরণের জন্য গ্রিক সরকার গত বছরের সেপ্টেম্বরে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত আইনটি সংশোধন করে প্রবাসী শ্রমিকদের ৫ বছর মেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বৈধপথে ইতালি প্রবেশে নতুন 'ক্লিক ডে' ঘোষণা করেছে দেশটির সরকার। ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে জমা দিতে হবে আবেদন। ২০২৪ সাল...
30/09/2024

বৈধপথে ইতালি প্রবেশে নতুন 'ক্লিক ডে' ঘোষণা করেছে দেশটির সরকার। ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে জমা দিতে হবে আবেদন। ২০২৪ সালে বাংলাদেশিসহ দেড় লাখের বেশি শ্রমিক ইতালি যাওয়ার আবেদন করতে পারবেন এই 'ক্লিক ডে'তে।

ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ ইতালি। কর্মী সংকটে কয়েকবছর ধরে বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়ে আসছে দেশটি।

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশ থেকে ১ লাখ ৫১ হাজার শ্রমিক নিবে ইতালি। যার আবেদনের 'ক্লিক ডে' নির্ধারিত ছিল ফেব্রুয়ারির ৫, ৭ ও ১২ তারিখ। তবে বিভিন্ন জটিলতা ও সঠিকভাবে জমা দেয়ার সুবিধার্থে তা বদলে করা হয়েছে মার্চের ১৮, ২১ ও ২৫ তারিখ। সঠিক আবেদনে বাংলাদেশিদের ইতালি প্রবেশের সুযোগ বাড়ার আশা সংশ্লিষ্টদের।

১০ আগস্টের পর বাংলাদেশিদের ইতালি প্রবেশ করতে আর কোন বাধা থাকছে না। ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছ...
30/09/2024

১০ আগস্টের পর বাংলাদেশিদের ইতালি প্রবেশ করতে আর কোন বাধা থাকছে না। ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছে তা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালির উদ্দেশে ফ্লাই করতে যে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ দিয়েছিল রোববার (২ আগস্ট) সেটি আবার নতুন করে ইস্যু করা হয়।

নতুন নোটিশে চলমান নিষেধাজ্ঞা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে। শিথিল করা এই অফিসিয়াল নোটিশ অনুসারে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা ১০ আগস্টের পর ইতালিতে প্রবেশ করতে পারবেন। যদিও নতুন সিদ্ধান্ত জানতে ১১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং কসোভো।

গত জুলাইতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ইতালিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি। বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, কয়েক জন বাংলাদেশি করোনা পজিটিভ অবস্থায় দেশটিতে প্রবেশ করেন। এ প্রেক্ষিতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে ইতালি যাওয়া ১২৫ বাংলাদেশি যাত্রীকে বিমান থেকে নামতে দেয়নি দেশটি। শেষপর্যন্ত ১২৫ বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি ফেরত আসে।

কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি উড়িয়ে দেয়। বলা হয়, সম্প্রতি ইতালি যাওয়া ১ হাজার ৬০০ বাংলাদেশির কেউ করোনার ভুয়া সার্টিফিকেট ব্যবহার করেননি।

ইউরোপের সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটি?শীর্ষ উপার্জনকারী পেশাদাররা হলেন ডেটা বিজ্ঞানী, আর্থিক পরিচালক এবং ব্যবসা উন্নয়...
29/09/2024

ইউরোপের সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটি?

শীর্ষ উপার্জনকারী পেশাদাররা হলেন ডেটা বিজ্ঞানী, আর্থিক পরিচালক এবং ব্যবসা উন্নয়ন পরিচালক , অন্যদের মধ্যে। এই সমস্ত পেশাগুলি সমগ্র ইউরোপ জুড়ে মাসিক ভিত্তিতে €৫,০০০ এর বেশি প্রদান করা হয়।

ইউরোপে কোন কাজের চাহিদা বেশি?ইউরোপে চাহিদার মধ্যে থাকা পেশাগুলি মূলত বিক্রয় এবং বিপণন, ডেটা, বিশ্লেষণ, আইটি এবং স্থায়ি...
29/09/2024

ইউরোপে কোন কাজের চাহিদা বেশি?

ইউরোপে চাহিদার মধ্যে থাকা পেশাগুলি মূলত বিক্রয় এবং বিপণন, ডেটা, বিশ্লেষণ, আইটি এবং স্থায়িত্বের সাথে সম্পর্কিত। সর্বাধিক হাইব্রিড কাজের প্রাপ্যতা সহ কয়েকটি পেশা হল কেসওয়ার্কার, পণ্য বিশ্লেষক, আন্ডাররাইটিং বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা প্রকৌশলী।

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসাবর্তমানে ইতালিতে প্রায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি প্রবাসী অবস্থ...
29/09/2024

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে ইতালিতে প্রায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ খুঁজছেন। এদের মাঝে আমেরিকায় যেতে ইচ্ছুক প্রবাসীর সংখ্যাও কম নয়। তবে অনেকেই সঠিক নিয়ম না জানায় ইতালি থেকে আমেরিকা যেতে পারছেন না। কিন্তু যদি আপনি যদি সঠিক নিয়ম মেনে আবেদন করেন তাহলে সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব।

ভ্রমণ আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করা প্রয়োজন। এই ফর্ম অনলাইনে অথবা ইতালি থেকে যাত্রার বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে। যেমন কেন আমেরিকা যাবেন? কখন যাবেন? কখন আসবেন? আমেরিকার কোথায় থাকবেন? ইত্যাদি তথ্যগুলো লাগবে। এছাড়াও ভ্রমণকারীর তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, যাত্রার সময়কাল ইত্যাদি বিস্তারিতভাবে প্রদান করা হয়।
তারপরে, ভ্রমণকারীকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ সংগ্রহ করতে হবে, যেমন:আবেদনকারীর মূল পাসপোর্ট: পাসপোর্ট ভ্রমণের সময়কালের মেয়াদের মধ্যে বৈধ থাকতে হবে।ভ্রমণের উদ্দেশ্যের নথি: ভ্রমণের উদ্দেশ্যের নথি প্রদান করা প্রয়োজন, যেমন পরিবারের সঙ্গে ভ্রমণ, পেশাগত কাজ, পরীক্ষা ইত্যাদি।
আর্থিক নথি: পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ।সর্বশেষ, আবেদন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আবেদনকারীর কাছে ইতালি এম্বাসি বা কনসুলেটের অফিসে যোগাযোগ করা উচিত।
সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা পেতে ভ্রমণের জন্য আমেরিকার সাধারণ ভিসা ও আমেরিকার যাত্রা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে।

পর্তুগালে উচ্চশিক্ষাঃ নিজেই করুণ নিজের আবেদনক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবলের জাদুগরী দেখতে ভালো লাগে না এমন কথা বলা খুব কঠ...
29/09/2024

পর্তুগালে উচ্চশিক্ষাঃ নিজেই করুণ নিজের আবেদন
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবলের জাদুগরী দেখতে ভালো লাগে না এমন কথা বলা খুব কঠিন। এমনকি যারা পর্তুগালের খেলা পছন্দ করেন না, তারাও তাকে ভালোবাসেন। আপনাদের সামনে আজ নিয়ে আসবো- ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল নিয়ে। কথা হবে আজ আটলান্টিক সাগরের তীরবর্তী ইউরোপের দেশ পর্তুগালে উচ্চশিক্ষাকে কেন্দ্র করে। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং এই দেশ সেনজেন চুক্তির আওতায় রয়েছে। তাই পড়ুন, জানুন এবং দেখে নিন পর্তুগালে উচ্চশিক্ষার সার্বিক দিক।
কেন পর্তুগালে পড়তে যাবেন?
দক্ষিণ- পশ্চিম উপকূলে আটলান্টিক সাগরের তীরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দেশ পর্তুগালের রাজধানী লিসবন- এদেশের সবচেয়ে বড় শহর। পর্তুগালের ভাষা পর্তুগীজ ও মুদ্রা ইউরো। প্রাচীনকালে এই দেশ শক্তি ও বৃত্তিতে অনেক সমৃদ্ধ ছিল। ১৬শ শতকের দিকে এই সমৃদ্ধিতে ভাটা পড়ে। এদেশের আয়তন ৯২, ২১২ বর্গ কিলমিটার আর জনসংখ্যা প্রায় ১ কোটি ৩ লাখ।

ওয়ার্ক ভিসা ছাড়াই যুক্তরা‌ষ্ট্রের জব করার সু‌যোগ
29/09/2024

ওয়ার্ক ভিসা ছাড়াই যুক্তরা‌ষ্ট্রের জব করার সু‌যোগ

17/02/2021

Address

59 Brick Lane, United Kingdom
London
E16QL

Alerts

Be the first to know and let us send you an email when Bapps It School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bapps It School:

Share