জিয়ার সৈনিক

জিয়ার সৈনিক Regular news updates about Bangladesh National Party as well as current affairs.
(2)

শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সন্ত্রাস হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে বেধড়ক মারধর ও হত্যার হুমকি ছাত্রলীগের! রাজশাহী বিশ্বব...
20/05/2024

শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সন্ত্রাস
হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে বেধড়ক মারধর ও হত্যার হুমকি ছাত্রলীগের!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এক ছাত্রকে বেধড়ক মারধর করে হল ছাড়া করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে। মারধরের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ওই শিক্ষার্থীকে ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাত ৮টার দিকে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সবুজ বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জন ছাত্রলীগ কর্মী। তারা সবাই বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। গত বুধবার রাতে ওই শিক্ষার্থী ছাত্রলীগের নির্যাতনের শিকার হন।

অভিযোগে ভুক্তভোগী সবুজ বিশ্বাস অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ‘গত ১৬ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হোসেন শহীদ সোহরাওয়াদী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও তার ৮-১০ জন অনুসারী আমাকে কক্ষ থেকে বের করে হলের ছাদে নিয়ে বেধড়ক মারধর করে এবং শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে নিজেকে সনাতনী দাবি করলে আরও বেশি মারপিট করে। আমি প্রাণ রক্ষার্থে দৌড়ে হল ত্যাগ করি। এমতাবস্থায় নিজের নিরাপত্তা শঙ্কায় পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।





সাগর-রুনি হত্যা: ২৪ ঘণ্টা শেষ হয়নি এক যুগেও ১০৮ বারেও এলো না তদন্ত প্রতিবেদন!সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি...
20/05/2024

সাগর-রুনি হত্যা:
২৪ ঘণ্টা শেষ হয়নি এক যুগেও
১০৮ বারেও এলো না তদন্ত প্রতিবেদন!

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে আগামী ৩০ জুন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন শেরেবাংলা নগর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের অতিরিক্ত সুপার খন্দকার শফিকুল আলম কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক পরবর্তী তারিখ রাখেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এসব তথ্য জানান।

২০১২ সালে ১১ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর গত ১২ বছরেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এ নিয়ে ১০৮ বারেও এলো না তদন্ত প্রতিবেদন।

প্রতিবেদন দিতে দেরি হওয়ায় এর আগে দুটি আদালত অসন্তোষ প্রকাশ করেন। এর আগে ২০২০ সালের ২ মার্চ আলোচিত এ হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র‍্যাব। প্রতিবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগর-রুনির ব্যবহৃত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএ’র মিল পাওয়া গেছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দু’জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।





৩ মাসে বেকার আড়াই লাখমার্চ মাস শেষে দেশে বেকারের সংখ্যা দাড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজারে। আর তিন মাস আগে ডিসেম্বর শেষে এই সংখ্য...
11/05/2024

৩ মাসে বেকার আড়াই লাখ

মার্চ মাস শেষে দেশে বেকারের সংখ্যা দাড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজারে। আর তিন মাস আগে ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ২৩ লাখ ৫০ হাজার। গত বছরের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরে প্রথম তিন মাসে বেকার বেড়েছে প্রায় আড়াই লাখ। বছরের প্রথম তিন মাসে নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে এসেব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৯০ হাজার। যা তার আগের প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেকারের সংখ্যা ছিল সাড়ে ২৩ লাখ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ২ লাখ ৪০ হাজার জন।





মে ৮, ২০২৪ সীমান্তে ভারতীয় বাহিনী কতৃর্ক দুজন বাংলাদেশী হত্যার ঘটনায়বিএনপি মহাসচিব মির্জা আলমগীরের নিন্দা ও প্রতিবাদআজ...
11/05/2024

মে ৮, ২০২৪
সীমান্তে ভারতীয় বাহিনী কতৃর্ক দুজন বাংলাদেশী হত্যার ঘটনায়
বিএনপি মহাসচিব মির্জা আলমগীরের নিন্দা ও প্রতিবাদ

আজ ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল এবং ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন। বিএসএফ কতৃর্ক আজ আব্দুল জলিল এবং ইয়াসিন আলীসহ প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশীদের রক্তে প্রতিদিন বাংলাদেশ—ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে। সীমান্তবর্তী বাংলাদেশী মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন। বিএসএফ কতৃর্ক এধরণের হত্যাকান্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ডামি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে।

বিএসএফ কতৃর্ক বাংলাদেশী নাগরিকদের হত্যার বিচার চাওয়া দুরের কথা, প্রতিবাদ করতেও পারে না আওয়ামী শাসকগোষ্ঠী। দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বিএসএফ কতৃর্ক বাংলাদেশী হত্যায় নিরবতা পালন করে।
ভারতীয় কতৃর্পক্ষকে খুশি রাখাই যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি। গণতন্ত্রহীন বাংলাদেশী জনগণের নিরাপত্তাকে ঠেলে দেয়া হয়েছে ভিনদেশী ইচ্ছা—অনিচ্ছার ওপর। গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা জানে বাংলাদেশের অবৈধ শাসকগোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না।

আমি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফ কতৃর্ক দুজন বাংলাদেশী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএসএফ এর গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”





বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল—  মার্ক মিলার———  কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেছেন...
11/05/2024

বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল
— মার্ক মিলার
———

কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তিনি আরও বলেন, বিএনপিকে কেনেডিয়ান সরকার কখনও টেররিষ্ট সংগঠন মনে করেনা।

৬ মে দেশটির স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে কানাডা-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ (বাংলাদেশ ককাস) এর সাবেক চেয়ার মিং নাতানিয়ান স্মিত এমপির আহব্বানে ভার্চুয়াল এক সভায় মার্ক মিলার উপরোক্ত মন্তব্য করেন।

সাবেক ককাস চেয়ার তার স্বাগত বক্তব্যে বলেন, অতীতে কিছু কোর্টের রায়ের মাধ্যমে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তা সংশোধন হয়েছে। কিন্তু বিগত দিনে যারা এ রায়ের মাধ্যমে পি-আর পাচ্ছেনা তাদের কে সাহায্য করার জন্য মিং মিলারকে আহ্বান জানান নাতানিয়ান স্মিত।

সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ার মিসেস সালমা জাহিদ এমপি বলেন, মিনিষ্টারসহ আমরা এ বিষয়ে অবগত, শীঘ্রই আপনারা ভাল সংবাদ পাবেন।

নাতানিয়ান স্মিত-এর অফিস সহকারী আসাদ ও মার্ক মিলারের প্রধান সহকারী লিসা মনিটগামারির সঞ্চালনায় আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় মন্ত্রী ২০১৫-তে এম পি থাকা অবস্থা থেকে আমাদের ন্যায্য দাবির সাথে একমত। কিন্তু তাঁর মত পোষন করার পরও আমাদের কর্মীদের আজও কোন সুরাহা হচ্ছে না, যা দুঃখজনক। এসময় আরও বক্তব্য রাখেন, ডঃ আব্দুর রব, লিবারেল পার্টির নেতা মোমিন ভুঁইয়া ও মাইনুল রহমান প্রমুখ।

উক্ত অনুষ্টানে আরও উপস্তিত ছিলেন মাননীয় মন্ত্রী বিল ব্লেয়ার-এর কমিউনিকেসন ডিরেক্টর মিং এসেক্স এমারসন, অফিস সহকারী মিস নাদিয়া ও মাননীয় মন্ত্রী মার্ক মিলারের সহকারী মিং জন।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল চৌধুরী কানাডিয়ান সরকারের বিভিন্ন স্তরে এ বিষয়গুলো নিয়ে লবিং করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হল।





উপজেলা নির্বাচনে ভোটারের ‘আকাল’— হাফিজ উদ্দিন আহমেদ——— উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ‘আকাল’ বলে মন্তব্য করে...
11/05/2024

উপজেলা নির্বাচনে ভোটারের ‘আকাল’
— হাফিজ উদ্দিন আহমেদ
———
উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ‘আকাল’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাঙালিরা ১৯৩৭ সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে এসেছে। আজকে দেশে গণতন্ত্র নির্বাসনে, ভোট ব্যবস্থা ধবংস হয়ে গেছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনগুলোতে দেখাচ্ছে- কেন্দ্রগুলো খা খা করছে, কোনো ভোটার সেখানে যায়নি। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নেই? কেন মানুষের মৌলিক অধিকার নেই। কারণ ভোট ব্যবস্থাকে ওরা ধবংস করে দিয়েছে।

তিনি বলেন, যে লক্ষ্য অর্জনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেলে সেই সামাজিক মূল্যবোধ? মানবিক মর্যাদা-সাম্য, সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে।

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বর হামলার ঘটনা তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, কোথায় আজকে আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা, কোথায় কোনো প্রতিবাদ দেখি না। আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি অথচ আমাদের মধ্যে কোনো প্রতিবাদ দেখি না।

বিএনপির এই নেতা বলেন, আজকে ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল নাই। হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন উপন্যাসিক বাংলাদেশে নাই। একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন না, সাহিত্যিকের নাম বলতে পারবেন না।

তিনি বলেন, আজকে দেশ ও সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নেই, যুবকদের মধ্যে নেই। সবাই আছে হালুয়া-রুটির লোভে আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়। কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা কিভাবে ক্ষমতায় থাকা যাবে।

সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা’ ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, নাসির উল হক প্রমুখ বক্তব্য রাখেন।





আ'লীগের ‘ডামি ও প্রতারণার' উপজেলা নির্বাচনজনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছেবুধবার, মে ৮, ২০২৪। জালিয়াতির, প্রহসনের, ডাম...
11/05/2024

আ'লীগের ‘ডামি ও প্রতারণার' উপজেলা নির্বাচন
জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে

বুধবার, মে ৮, ২০২৪। জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে অবৈধ মাফিয়া আওয়ামী সরকার। ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। ‘ডামি ও প্রতারণার' উপজেলা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট বর্জন করছে।





Two Bangladeshi youths killed in BSF firing near Tetulia borderBSF killing spree of Bangladeshis going rampant along bor...
10/05/2024

Two Bangladeshi youths killed in BSF firing near Tetulia border

BSF killing spree of Bangladeshis going rampant along border. Two Bangladeshi men were shot dead by India's Border Security Force (BSF) in Panchagarh's Tetulia upazila early today, said Border Guard Bangladesh (BGB).

The deceased were identified as Abdul Jalil, 24, and Md Yasin Ali, 23.

The incident took place near Khaykhatpara border of the upazila around 12:30am, said Commanding Officer of Border Guard Bangladesh-18 Lt Col Jubayed Hasan.





তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতপঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গ...
10/05/2024

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাতে রনচন্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও বিজিবি জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার উপজেলা রনচন্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। এর মাঝে ভারতীয় বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে চলে যায়।




ফরিদপুর উপজেলা নির্বাচন কেন্দ্র ফাঁকা।বুধবার, মে ৮, ২০২৪।জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে অবৈধ মাফিয়া আওয়ামী স...
10/05/2024

ফরিদপুর উপজেলা নির্বাচন কেন্দ্র ফাঁকা।

বুধবার, মে ৮, ২০২৪।
জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে অবৈধ মাফিয়া আওয়ামী সরকার। ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। ‘ডামি ও প্রতারণার' উপজেলা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট বর্জন করছে।

ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি কেন্দ্রের ৮টি বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি। বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এ ভোট পড়ে।

বুধবার সকাল ৮টা ৭ মিনিটে ফরিদপুর সদরের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। এক-দুজন করে ভোটার আসছেন।




বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটছে, যা প্রকাশ পেলে নাশকতা হয়ে যাবে“আমা‌দের একটা গর্ব ছিল, বি‌দে‌শি ঋণ নি‌য়ে কখ‌নও খেলা‌পি হই...
10/05/2024

বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটছে, যা প্রকাশ পেলে নাশকতা হয়ে যাবে

“আমা‌দের একটা গর্ব ছিল, বি‌দে‌শি ঋণ নি‌য়ে কখ‌নও খেলা‌পি হইনি আমরা। কিন্তু সম্প্রতি তেল আমদা‌নি ক‌রে আমরা অর্থ প‌রি‌শোধ কর‌তে পার‌ছি না। বি‌দে‌শি‌রা মুনাফা নি‌তে পার‌ছে না, এয়ারলাইন্স ব্যাবসায়ীরা অর্থ পা‌চ্ছে না। তার মা‌নে গ‌র্বের জায়গায় ফাটল ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এসব তথ্য-উপাত্ত বাংলা‌দেশ ব্যাংক দেয়। সেখা‌নে প্রবেশ নি‌ষেধ। তার মা‌নে সেখা‌নে ‘ডাল মে কুচ কালা হে’।


ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সিপিডির সম্মানীয় ফেলো




সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যান প্রার্থীরা!এমপিদের সম্পদ বৃদ্ধির হার ৩০৬৫%, চেয়ারম্যানের ৪২০০ শতাংশের বেশি ...
10/05/2024

সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যান প্রার্থীরা!

এমপিদের সম্পদ বৃদ্ধির হার ৩০৬৫%, চেয়ারম্যানের ৪২০০ শতাংশের বেশি
* মন্ত্রী-এমপিদের স্বজন নির্বাচন করছেন ১৩ জন
* কোটিপতি প্রার্থীর সংখ্যা ১১৭ জন

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ধনাঢ্য প্রার্থীর ছড়াছড়ি। জাতীয় সংসদের মতো এ নির্বাচনেও ব্যবসায়ীদের দাপট বেশি। প্রথম ধাপের নির্বাচনে ১১৭ প্রার্থী রয়েছেন, যাদের প্রত্যেকের কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। কমপক্ষে এক একর পরিমাণ জমি রয়েছে-এমন প্রার্থী রয়েছেন ৫৫০ জন। আইনি সীমা অনুযায়ী একজনের ১০০ বিঘা বা ৩৩ একর বেশি জমি থাকার নিয়ম নেই। অথচ ওই সীমা অতিক্রম করা জমি রয়েছে অন্তত আট চেয়ারম্যানপ্রার্থীর। তাদের একজনের সর্বোচ্চ ৭৪.২৭ একর জমি আছে।

গত পাঁচ বছরে অস্থাবর সম্পদ অর্জনে সংসদ-সদস্যদেরও ছাড়িয়ে গেছেন উপজেলা চেয়ারম্যানরা। ওই সময়ে সংসদ-সদস্যদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ৩০৬৫ শতাংশ। পক্ষান্তরে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে ৪২০০ শতাংশের বেশি। উপজেলা চেয়ারম্যানদের স্ত্রী-সন্তানদের সম্পদও সংসদ-সদস্যদের তুলনায় বেড়েছে। সংসদ-সদস্যদের স্ত্রী-সন্তানদের সম্পদ বাড়ার সর্বোচ্চ হার ৯৯০৭ শতাংশ। সেখানে একজন চেয়ারম্যানের পরিবারের সম্পদ বেড়েছে সর্বোচ্চ ১২৪০০ শতাংশ।

প্রথম ধাপের ১৪৪ উপজেলার প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সম্পদ বৃদ্ধির এ চিত্র পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। প্রথম ধাপের ১৪৪টি উপজেলার প্রার্থীদের ৪র্থ ও ৫ম ধাপের নির্বাচনি হলফনামার সঙ্গে তুলনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি। প্রথম ধাপে ১৫২টির তফশিল ঘোষণা করা হলেও ৮টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের তথ্য পায়নি সংস্থাটি। মঙ্গলবার এসব উপজেলায় ভোট হবে।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন টিআইবির পরিচালক তৌহিদুল ইসলাম। তিনি জানান, এ ধাপের প্রার্থীদের ৫৬.৪১ শতাংশ ব্যবসায়ী। ১১৭ প্রার্থী কোটিপতি, যা মোট প্রার্থীর ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশের সম্পদ কোটি টাকার নিচে। প্রার্থীদের ১৬.৬৪ শতাংশ বর্তমানে বিভিন্ন ধরনের মামলায় অভিযুক্ত। অতীতে মামলা ছিল ১৯.৭৬ শতাংশ প্রার্থীর। মন্ত্রী-এমপিদের অন্তত ১৩ স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল পরিমাণ সম্পদ অর্জন বিস্ময়কর বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি সংবাদ সম্মেলনে বলেন, অনেক জনপ্রতিনিধির আয় অস্বাভাবিক পরিমাণে বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে উপজেলা নির্বাচনের প্রার্থীদের আয় ও সম্পদ বৃদ্ধির হার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চেয়েও বেশি। তিনি বলেন, হলফনামায় যথাযথ কিংবা পর্যাপ্ত ও সঠিক তথ্য দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। কোনো কোনো প্রার্থীর আয় খুবই কম দেখানো হয়েছে, যার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

আবার যেসব প্রার্থীর আয় ও সম্পদ গগনচুম্বী হারে বেড়েছে বা তাদের নির্ভরশীলদের আয়-সম্পদের যে বিপুল বিকাশ ঘটেছে, তা বৈধ সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, এ প্রশ্নও অত্যন্ত যৌক্তিক। বাস্তবতা হলো, প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে জনগণ শুধু তথ্যই জানতে পারছে। তবে তার সত্যতা ও যথার্থতা যেমন দেখতে পারছি না, একইভাবে আইনের প্রয়োগ কিংবা ফল কোনোটিই দেখছি না। অথচ এ হলফনামার সত্যতা ও যথার্থতা নিশ্চিতের দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখার দায়িত্বটি পালন করছে না, যা হতাশাজনক।




Address

London
E63BW

Telephone

+447494928949

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিয়ার সৈনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share