হঠাৎ পরিবর্তনের গল্প

হঠাৎ পরিবর্তনের গল্প Follow This Islamic Page

জীবনে কত গল্প শুনেছেন, কিছু গল্প মহান রবের সাথে, কতই না সেই মধুর কান্না জড়িত হেদায়েত পাওয়া গল্প গুলো, যা রবের অনুগ্রহ। সে গল্প গুলো আরো জানার জন্য সুন্দর এই গ্রুপটিকে তৈরি করা হয়ছে, আসুন আমার নিজেরা জানি আর অন্যদের জানাই। আল্লাহ বলেন
"ভাল কাজে তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা কর"।
আসুন সবাই মিলে এড হই, আর অন্যদের কে উৎসাহিত করি।

"দাইয়্যুস" কাকে বলে এবং তাদের হুকুম কি?তিনজন আছেন যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালাকিয়ামাতের দিন নজর দেবেন না।১....
15/05/2024

"দাইয়্যুস" কাকে বলে এবং তাদের হুকুম কি?
তিনজন আছেন যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা
কিয়ামাতের দিন নজর দেবেন না।
১. যে পিতামাতার অবাধ্য
২. যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে
৩. দাইয়্যুস ব্যক্তি
[সুনান আন নাসাঈ: ২৫৬২, হাদিস সহীহ]।
“দাইয়ুস” একটা ছোট শব্দ কিন্তু পরিনতিটা এতো ভয়ংকর যে চিন্তাই করতে পারি না। অথচ খুব সহজেই একজন বাবা বা ভাই বা হাজবেন্ড দাইয়ুসে পরিনত হচ্ছে। দাইয়ুস পুরুষরা হয়তো গর্বভরে তাদেরকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পরিনতি কঠিন আজাব, দোযখের আগুনে হবে তাদের বাসস্থান।
দাইয়ুস বলা হয় ঐ ব্যক্তিকে যে নিজ কন্যা/ বোন/ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয়।
দাইউস হলো সে ব্যক্তি যে কিনা তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করেন না এবং পরিবার পরিজন সঠিক
ভাবে না চললেও ভালো মনে করেন বা প্রতিবাদ করেন না।
যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দাইয়্যুস বলা হয়।
দাইয়্যুস হয় পুরুষ। মহিলা নয়।
রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন : দাইয়্যুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্র রাসূল (সাঃ) -
দাইয়্যুস কে?
উত্তরে রাসুলূল্লাহ (সাঃ) বললেন, ‘যে ব্যক্তি তার পরিবারে আল্লাহ্র আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোন তৎপরতা অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে।’ অন্য বর্ণনায় এসেছে যে, ‘দাইয়্যুস হল সে, যে তার পরিবারে বেহায়পনার বাস্তবায়নে সন্তষ্ট ও পরিতুষ্ট।’ (মুসনাদে আহমদ)
সুতরাং, আসুন মুসলিম ভাইয়েরা আমরা আমাদের পরিবারের পর্দার ব্যাপারে সচেতন হই।

বান্দা যখন ঈমানের স্বাদ পেয়ে যায় এবং এর মিষ্টতা অনুভব করতে পারে, তখন তার জিহ্বায় ও অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব প্রকাশ পায়।...
15/05/2024

বান্দা যখন ঈমানের স্বাদ পেয়ে যায় এবং এর মিষ্টতা অনুভব করতে পারে, তখন তার জিহ্বায় ও অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব প্রকাশ পায়। তার জিহ্বায় আল্লাহর স্মরণ এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কথা মিষ্টি লাগে। তার অঙ্গ-প্রত্যঙ্গ তখন আল্লাহর আনুগত্যে ছুটে চলে। "
— ইমাম ইবনু রজব (রহ.)
সূত্র: লাত্বায়িফুল মাআরেফ

Address

413 Alexandra Avenue, Rayners Lane
London
HA29SG

Alerts

Be the first to know and let us send you an email when হঠাৎ পরিবর্তনের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হঠাৎ পরিবর্তনের গল্প:

Share