Surma News Group

Surma News Group Surma News Group, publishers of Britain's Highest circulated Bengali Newspaper. Part of the family t Part of the family that publishes Asiana Wedding Magazine.

06/08/2025
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহঢাকা, ২৪ জুলাই ২০২৫: আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপ...
24/07/2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ

ঢাকা, ২৪ জুলাই ২০২৫: আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

23/07/2025
21/07/2025

মাইলস্টোন ট্রাজেডিঃ এখন পর্যন্ত মৃত‍্যু ১৮, আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪। এদের মধ‍্যে ৫০ জনের বেশি মারাত্মক অগ্নিদগ্ধ এবং সংকটাপন্ন। অধিকাংশই মাইলস্টোনের ছাত্রছাত্রী।

বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যাঃ

*১. কুয়েত মৈত্রী হাসপাতাল:*

- আহত:-০৮
- নিহত:-০০

*২. বার্ন ইনস্টিটিউট:*

- আহত:- ৭০
- নিহত:-০২

*৩. সিএমএইচ- ঢাকা*

- আহত:- ১৪
- নিহত:- ১১

*৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:*

- আহত:- নাই
- নিহত:-০২

*৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:*

- আহত:-১১
- নিহত:-০২

*৬. উত্তরা আধুনিক হসপিটাল:*

- আহত:-৬০
- নিহত:-০১

*৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল*

- আহত: ০১
- নিহত: নাই

*সর্বমোট:*

- আহত:-১৬৪
- নিহত:-১৮

৪৬ বছরে পা দিলো সুরভী স্কুলসুরমা ডেস্কঃ ৪৬ বছরে পা দিল ছিন্নমূল শিশু-কিশোরদের সংগঠন ‘সুরভী‘সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৭৯ ...
15/07/2025

৪৬ বছরে পা দিলো সুরভী স্কুল
সুরমা ডেস্কঃ ৪৬ বছরে পা দিল ছিন্নমূল শিশু-কিশোরদের সংগঠন ‘সুরভী‘
সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ছ্ন্নিমূল শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভী ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করেছে।
প্রক্তন নৌবাহিনীর প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু একাধারে একজন সমাজসেবক, লেখক, কবি, গীতিকার, চিত্রশিল্পী, পিয়ানোবাদক এবং সর্বপরি একজন কোমল মনের মানুষ।
তার অনুপ্রেরণায় বিগত ৪৬ বছর ধরে সুরভীর ছায়াতলে এবং তার মমতাময়ী মায়ায় লক্ষ লক্ষ শিশু কিশোর জ্ঞানের আলোয় বিকশিত হয়ে জগতভারে নিজেকে গড়ে তুলেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠানের প্রতিটি অংশ - কুরআন তেলাওয়াত, তরজমা, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে তারা প্রান্তবন্ত অংশগ্রহণ করেছে।
এই অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার উপস্থিতি অংশগ্রহণকারী শিশুদের উদ্দীপনা যুগিয়েছে। সুরভী একটি বিশ্বাস যা ছাত্র-ছাত্রীদের জ্ঞান ধর্মে মর্মে বিকশিত হবার জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার বক্তব্য, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরো বেশি অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেয়।
সুরভি একটি শিশুকল্যাণমূলক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিবেদিত। বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা ফেব্রুয়ারি (শনিবার) সংস্থার ধানমন্ডি কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি'র অনেক শুভানুধ্যায়ী, অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররাও সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্ররা সুরভি স্কুলে তাদের বিগত দিনের মধুর সময়ের স্মৃতিচারণ করে। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন। সুরভি'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের সমাপনী বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মন্দ বানু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং সুরভির কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটে সুরভি'র শিক্ষার্থীরা। সুরভি সকল শিশু এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজের আয়োজন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Democratic Renewal and Constitutional Imperatives|| By K S T Qureshi ||AbstractThe upcoming parliamentary elections in B...
14/07/2025

Democratic Renewal and Constitutional Imperatives

|| By K S T Qureshi ||

Abstract

The upcoming parliamentary elections in Bangladesh are poised to be a transformative juncture in the nation’s democratic evolution. It is imperative that the next general election must not proceed as a routine electoral exercise under the current constitutional framework but must instead inaugurate a new era guided by meritocracy, justice and institutional restructuring. This article explores the legal imperatives for ongoing judicial proceedings, victim rehabilitation, constitutional reform, and outlines the necessary components of a reconstituted democratic order, including the establishment of a bicameral parliament and the empowerment of an interim government to oversee and enforce these transformative reforms.

Introduction

The People’s Republic of Bangladesh stands at a historic crossroad. As the next parliamentary elections approach, the stakes transcend ordinary political transitions. In view of recent upheavals, democratic backsliding, and persistent governance crises, the forthcoming election cannot be construed as "just another election." It must be a constitutional and legal re-foundation of the state. The legal and moral legitimacy of the next government hinges upon foundational reforms that respond to the current socio-political rupture, especially the events of the so-called "July Revolution."

The Legal Continuity of Judicial Proceedings

The principle of continuity of legal proceedings is foundational to the rule of law. Ongoing criminal and civil investigations, particularly those related to political violence, corruption, and the July Revolution, cannot be suspended or compromised for political expediency. Any attempt to halt these proceedings would be an affront to due process and judicial independence, and could further erode public trust in democratic institutions.

Article 27 of the Constitution of Bangladesh guarantees equality before law, and any deviation from legal accountability mechanisms will constitute a violation of this constitutional commitment. Therefore, all legal proceedings must continue uninterrupted, irrespective of political transitions or electoral processes.

Urgency of Victim Rehabilitation

A democratic state bears the obligation to restore dignity and provide restitution to citizens harmed during political crises. The victims of the July Revolution — whether harmed physically, psychologically or materially — must be rehabilitated without delay. This is not only a moral imperative but a constitutional obligation under Article 32, which guarantees protection of life and personal liberty. Victim rehabilitation must include:

Official recognition of victims;
Compensation and restitution;
Psychological support and legal redress; and
Reintegration programs ensuring social and political participation.

Failure to provide such redress would not only deepen political alienation but could be challenged as a dereliction of state duties under international human rights law, to which Bangladesh is a signatory.

The Imperative of Constitutional Reform

The existing constitutional framework has been insufficient in preventing authoritarian tendencies, electoral manipulation, and the exclusion of competent individuals from public office. Therefore, constitutional reform must precede the next general election. Conducting an election under the current constitution risks entrenching dysfunction and illegitimacy.

A Bicameral Parliamentary System must ensure deeper deliberation, balanced representation and adopt a bicameral legislature, comprising:

House of Representatives: Democratically elected through direct adult suffrage, reflecting the population's will; and
House of Lords: Composed of subject-matter experts, retired judges and military officers, academics, and representatives of civil society, appointed on the basis of merit, integrity and public service.

This structure can provide a check on populism and ensure that long-term policy decisions benefit from scholarly and professional input.

Bangladesh as a Meritocratic Democracy - a reformed democratic system must emphasise meritocratic principles. Bangladesh should evolve into a meritocratic democracy, ensuring that individuals with proven capabilities and ethical integrity are given leadership responsibilities. To achieve this, the interim government must be legally empowered to:

Amend or entirely replace the existing constitution;
Introduce eligibility criteria for public office based on educational and professional merit; and
Create independent commissions for electoral integrity, civil service recruitment, and judicial appointments.

These changes are necessary to overcome systemic nepotism and political cronyism.

The Legal Authority of the Interim Government

The interim government, tasked with managing the transitional period, must not be a caretaker in the traditional sense but a constitutionally mandated reform body. It shall be vested with extraordinary legal authority to carry out the necessary legislative, institutional, and constitutional transformations. This includes:

Drafting and adopting a new constitution;
Reforming electoral laws and political party registration criteria;
Reconstituting the Election Commission and Judiciary;
Holding the next general election strictly under the framework of the new
constitution.

No elections without reformations is not merely a political slogan; it must be enshrined as a legal norm to prevent the repetition of flawed electoral cycles.

Conclusion

Bangladesh stands before a generational opportunity - to redefine its statehood, its democratic character and its legal architecture. This transformation cannot occur within the procedural inertia of the current constitutional order. The legal doctrine of constitutional necessity, coupled with the principle of democratic legitimacy, mandates that elections be held only under a new constitutional framework that guarantees inclusivity, justice and meritocratic governance. Hence, the path forward is clear: the continuation of legal proceedings, rehabilitation of victims and enactment of fundamental constitutional reform - all must precede the next parliamentary election. Anything less would be a betrayal of the democratic aspirations of the people of Bangladesh.

জুলাই আন্দোলনের এক বছর: হয়নি যৌক্তিক ফলাফল২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া "জুলাই আন্দোলন" বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত...
13/07/2025

জুলাই আন্দোলনের এক বছর: হয়নি যৌক্তিক ফলাফল

২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া "জুলাই আন্দোলন" বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হলেও, এক বছর পেরিয়ে গেলেও এর কার্যকর ও যৌক্তিক ফলাফল এখনো দৃশ্যমান নয়। এই আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং জনজীবনের ব্যয় নিয়ন্ত্রণ। বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নাগরিক সমাজ এই আন্দোলনে জোরালো অংশগ্রহণ করেছিল।
কিন্তু এক বছরের মাথায় দেখা যাচ্ছে, অধিকাংশ দাবিই উপেক্ষিত থেকে গেছে। সরকারের পক্ষ থেকে সামান্য কিছু প্রতিশ্রুতি এলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি নেই।
সার্বিক বিষয় নিয়ে
১৩ জুলাই রবিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (পুনাব) কর্তৃক আয়োজিত " উত্তাল জুলাই অমলিন স্মৃতি: অভ্যুত্থান ও আমরা" শিরোনামে শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পুনাব এর প্রেসিডেন্ট রায়হান পাটোয়ারী। ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম এবং লাবিব মুহান্নাদ। জেনারেল সেক্রেটারি আরিফিন রাফি। প্রধান সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহদী আমিন। আহবায়ক ও মুখপাত্র, গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটস ও সুরমা সম্পাদক,শামসুল আলম লিটন।সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক,জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রতিষ্ঠাতা ও সভাপতি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম,ববি হাজ্জাজ। প্রধান সমন্বয়কারী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ),রাফে সালমান রিফাত। এক্টিভিস্ট,সাঈদ আবদুল্লাহ । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ,সাদিক কায়েম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ,মোহাম্মদ আলী। মুখপাত্র ইনকিলাব মঞ্চ,শরিফ ওসমান হাদী সহ আরো অনেকেই।

(ভিডিও সহ আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন সুরমা'তে)

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ:টপ টেন স্কুল ঢাকা বোর্ডের অধীনে ঢাকা অফিস।‌। বাংলাদেশের ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ (৯টি বোর্ড, মাদ্রা...
10/07/2025

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ:

টপ টেন স্কুল ঢাকা বোর্ডের অধীনে

ঢাকা অফিস।‌। বাংলাদেশের ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ (৯টি বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড) শিক্ষার্থীর পরীক্ষার ফল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।‌

এইবার পাশের হার এসেছে ৬৮.৪৫%, যা গত বছরের ৮৩.০৪% থেকে প্রায় ১৫ শতাংশ কম।

মোট জিপিএ‑৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ০৩২—এটি আগের বছরের ১ লাখ ৮২ হাজার ১২৯-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

২০২৫ এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ১০টি স্কুল।

১. নাছিমা কাদির মোল্লা হাই স্কুল (নরসিংদী) – ৩২০ পরীক্ষার্থী থেকে ৩২০ জন জিপিএ‑৫, ১০০% পাশের হার ।

২. রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা – ৮২৭ পরীক্ষার্থী, ৭৩৩ জন জিপিএ‑৫, ৯৯.৮৮% পাশের হার।

৩. হলি ক্রস গার্লস হাই স্কুল, ঢাকা – ২৩৪ পরীক্ষার্থী, ১৯১ জন জিপিএ‑৫, ১০০% পাশের হার।

৪. শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল, ঢাকা – ৬৬২ পরীক্ষার্থী থেকে ৪৫৩ জন জিপিএ‑৫, ৯৯.০৯% পাশের হার।

৫. আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা – ৭৩৩ পরীক্ষার্থী, ৬০১ জন জিপিএ‑৫, ৯৯.৮৬% পাশের হার।

৬. ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ – ৫৬৩ পরীক্ষার্থী, ৪২১ জন জিপিএ‑৫, ৯৯.৮২% পাশের হার।

৭. ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা – ২১১৬ পরীক্ষার্থী, ১৩২৬ জন জিপিএ‑৫, ৯৭.৪০% পাশের হার।

৮. সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা – ১৬৪ পরীক্ষার্থী, ১৫০ জন জিপিএ‑৫, ১০০% পাশের হার।

৯. সেন্ট গ্রেগরি হাই স্কুল, ঢাকা – ২৫৬ পরীক্ষার্থী, ১৫৬ জন জিপিএ‑৫, ৯৮.৮৩% পাশের হার।

১০. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা – ২৬৪০ পরীক্ষার্থী, ১৫৪৯জন জিপিএ‑৫, ৯৭.৯৫% পাশের হার।

সলিসিটার মাওলানা আবদুর রাকীবের স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতগত ২৬শে জুন বৃহষ্পতিবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক...
10/07/2025

সলিসিটার মাওলানা আবদুর রাকীবের স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৬শে জুন বৃহষ্পতিবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাদ্রাসার সাবেক কৃতিছাত্র ও ছাত্র সংসদের জি এস সলিসিটার মাওলানা আবদুর রাকীব স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মাদ্রাসার সাব্ক ছাত্র ও সুধিজন উপস্থিত ছিলেন। অতিথিগণ মাওলানা আব্দুর রাকীবের ছাত্র জীবন ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী একজন কৃতি ছাত্র, আলেমে দ্বীন,একজন সাংবাদিক, সংগঠক ও আইনজীবি।নিজ আদর্শ ও বিশ্বাসের প্রতি ছিলেন অনঢ় ও স্পষ্ঠাবাদী ও কর্মপাগল একজন মানুষ।
পূর্ব লন্ডনের সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের একাডেমিক মিলনায়তনে পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন পরিষদের জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র ও পরিষদের উপদেষ্ঠা হাফিজ মাওলানা আবু সায়ীদ।

বক্তব্য রাখেন মাওলানা এ কে মওদুদ হাসান,ব্যারিষ্টার মাওলানা আহমেদ আব্দুল মালিক, মাওলানা রফিক আহমদ রফিক,মাওলানা সুলেমান আলী পীর, মাওলানা তাজুল ইসলাম তালুকদার,মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা শাহ রিদওানুর রহমান. মাওলানা এ বি এ হাসান,মাওলানা
আবদুল্লাহ হাবীবুর রহমান ও জনাব শামসুল আলম প্রমূখ।
সভায় মরহুমের তিন ছেলে .আব্দুর রহমান ওবায়দুল্লাহ আব্দুর রহিম..যোগদান করেন ও তাঁদের পিতার স্মৃতির উপর বক্তব্য রাখেন এবং তাঁদের পিতার জন্য সকলের নিকট দোয়া চান।

পরিশেষে হাফিজ মাওলানা আবু সায়ীদ মাওলানা আবদুর রাকীবের ও তার পরিবারের জন্য দোয়া করেন।

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনে গত ১৫ বছরের দুর্নীতি, লুটপাট ও মানবতাবিরোধী অপরাধ তদন্তে এবং প্রবাসীদের ভোটাধিকার ও নাগ...
03/07/2025

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনে গত ১৫ বছরের দুর্নীতি, লুটপাট ও মানবতাবিরোধী অপরাধ তদন্তে এবং প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক সেবা বাংলাদেশ” ডিজিটাল কিয়স্ক স্থাপন; বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারে রাষ্ট্রীয় উদ্যোগ; মিশনগুলোতে পাবলিক ডিপ্লোম্যাসী ডেস্ক স্থাপন, সর্বোপরি বাংলাদেশ হাইকমিশন পুনর্গঠনে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মানবাধিকার সংগঠনসমূহের পক্ষ থেকে নাগরিক উদ্বেগ ও জরুরি কিছু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গত ২৭ জুন, শুক্রবার কুইন্সগেইটে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশি নেতৃত্বাধীন মানবাধিকার সংগঠনসমূহের জোট ‘গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাাইটস (জিবিএএইচআর)’ এর আহবায়ক শামসুল আলম লিটনের নেতৃত্বে মানবাধিকার সংগঠনসমূহের নেতারা হাইকমিশনার আবিদা ইসলামের হাতে উক্ত স্বারকলিপি তুলে দেন। এসময় সহকারী হাইকমিশনার মো: হযরত আলী খান ও প্রেস মিনিস্টার আকবর হোসেন উপস্থিত ছিলেন। মানবাধিকার সংগঠনসমূহের পক্ষে আখলাক আহমেদ, শেখ মুহিতুর রহমান বাবলু, হাসনাত আরিয়ান খান, এনাম চৌধুরী, মাহবুব আলী খানশূর, আজিজুল হক কায়েস, ওয়াহিদুজ্জামান রুমু, সুফিয়া পারভীন, আব্দুল কাইয়ুম ও জাকির আহমেদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

Address

S6, The Whitechapel Centre, 85 Myrdle Street
London
E11HL

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 11pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm

Telephone

+442073779787

Alerts

Be the first to know and let us send you an email when Surma News Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share