Surma News Group

Surma News Group Surma News Group, publisher of Britain's Highest circulated Bengali Newspaper. Surma News Group, publishers of Britain's Highest circulated Bengali Newspaper.

Part of the family that publishes Asiana Wedding Magazine.

ফুয়াদের উপর হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশএবি পার্টির সাধারণ সম্পাদক এবং জুলাই ২৪ আন্দোলনের অন্যতম নেতা আসাদুজ্জ...
10/12/2025

ফুয়াদের উপর হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

এবি পার্টির সাধারণ সম্পাদক এবং জুলাই ২৪ আন্দোলনের অন্যতম নেতা আসাদুজ্জামান ফুয়াদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে ৯ ডিসেম্বর ২০২৫ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবি পার্টি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে “আমরা স্বাধীন পরিষদ, যুক্তরাজ্য” সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ব্যারিস্টার ফুয়াদের সাহসী ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বকে হামলা করে দমিয়ে রাখা যাবে না। তারা এই আক্রমণকে নব্য ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত অপতৎপরতা হিসেবে উল্লেখ করে বলেন, জনতার রাজনীতি চর্চার কারণে ব্যারিস্টার ফুয়াদের মতো নেতারা এসব অপশক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। কিন্তু এবি পার্টি জনগণকে সঙ্গে নিয়েই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলবে এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখবে।

সমাবেশে এবি পার্টির ভাইস চেয়ারম্যান খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল গাফ্ফার, কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলাম, যুক্তরাজ্যের রফিকুল ইসলাম এমদাদ, মিজানুর রহমান, জয়নুল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি “আমরা স্বাধীন পরিষদ, যুক্তরাজ্য”-এর পক্ষ থেকে আব্দুর রউফ রুবেল, আবু সাদাত ডালিম, ইউসুফ, ইকবাল ও পারভেজ প্রমুখ সংহতি বক্তব্য প্রদান করেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনসম্পৃক্ত রাজনীতির উপর আঘাত।

তারেক রহমানের নিরাপত্তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়াসুরমা ডেস্ক।। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্...
04/12/2025

তারেক রহমানের নিরাপত্তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া
সুরমা ডেস্ক।। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা বাংলাদেশী জনগণ আপনাদের এবং বর্তমান লেবর সরকারকে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সুবিবেচনা দিয়ে গণতন্ত্র, মানবাধিকার, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠ এবং বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে নিরাপত্তার বিষয়গুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং কেবিনেট মিটিং য়ে তা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী,শিল্পমন্ত্রী, সাইবার নিরাপত্তামন্ত্রী অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রী টনি বার্ক এমপি।
০২ ডিসেম্বর সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিনিধির সাথে ফান্চবলে তার নির্বাচনী অফিসে বাংলাদেশের রাজনৈতিক এবং মানবাধিকার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতার দাবীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের স্বাক্ষরিত দাবী সমূহের একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।এই সময়ে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য এমএ ইউসুফ শামীম,সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু,নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান,বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, নিউসাউথওয়েলস বিএনপির সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ এবং রেহানা আক্তার রানু।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিলদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ...
03/12/2025

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আশ্রাফ আলী খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানানো হয়।

29/11/2025
গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের সঙগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্...
28/11/2025

গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের সঙগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সারওয়ার, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী বক্তব্য রাখেন।

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণ নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ,‌ এটর্...
24/11/2025

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণ নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ,‌ এটর্নী জেনারেল এডভোকেট আসাদুজ্জামান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সেমিনারে মূল বক্তব্য রাখেন ঢাকা ও লন্ডনের বিশিষ্ট আইনজীবী নাশিত রহমান।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ আইনজীবী জনাব আফজাল জামী স...
20/11/2025

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ আইনজীবী জনাব আফজাল জামী সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল এডভাইজার হিসেবে এবং বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে এক বছরের জন্য নিয়োগ (অবৈতনিক) প্রদান করেছেন।
The Ministry of Law, Justice and Parliamentary Affairs of the Government of the People’s Republic of Bangladesh is pleased to announce the appointment of Mr. Afzal Zami Syed Ali, a distinguished British lawyer of Bangladeshi heritage, as the Special Prosecutorial Adviser to the Chief Prosecutor of the International Crimes Tribunal (ICT).

Furthermore, we are honored to appoint Barrister Muhammad Saif Uddin Khaled, an esteemed British barrister of Bangladeshi origin, as the Global Ambassador (International Spokesperson) for the Prosecution of the International Crimes Tribunal for a duration of one year. Both of these appointments are made on an honorary basis and are unpaid

সুরমা চলতি সংখ্যা। ১৪ নভেম্বর ২০২৫।
17/11/2025

সুরমা চলতি সংখ্যা। ১৪ নভেম্বর ২০২৫।

পিডিএফ এ পড়ুন চলতি সপ্তাহের সুরমা।
17/11/2025

পিডিএফ এ পড়ুন চলতি সপ্তাহের সুরমা।

হাসিনার ফাঁসিখুশি দেশবাসী"ভবিষ্যতের জন্য কঠোর বার্তা"ঢাকা অফিস, ডেস্ক রিপোর্ট।।১৭ নভেম্বর; রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্...
17/11/2025

হাসিনার ফাঁসি
খুশি দেশবাসী
"ভবিষ্যতের জন্য কঠোর বার্তা"
ঢাকা অফিস, ডেস্ক রিপোর্ট।।
১৭ নভেম্বর; রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে গণহত্যার দায়ে ফাঁসি এবং পুলিশের আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যাকাণ্ড সংঘটন, আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর নির্দেশসহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে এই রায় ঘোষণা করা হয়।

এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত প্রাঙ্গণসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে বিচারপ্রার্থী হাজার হাজার পরিবার ও গণতন্ত্রকামী দেশবাসীর মধ্যে আনন্দের বন্যা। অপরদিকে গত কয়েকদিন ধরে ভাঙচুর অগ্নিসংযোগসহ নানা সহিংসতার মাধ্যমে হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাজনৈতিক ঘটনা। সেই সময় ব্যাপক সহিংসতা, গুলিবর্ষণ, হত্যা, ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনা ও আরও দুইজন উচ্চপদস্থ ব্যক্তিকে অভিযুক্ত করে—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামলার অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা ওই সময় দেশে ব্যাপক দমননীতি পরিচালনা করেন, যা বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার কারণ হয়।

এই মামলা পরিচালিত হয়েছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন –এর অধীনে, যা মূলত ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করতে প্রণীত হয়েছিল। তবে, এই আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন ও রাজনৈতিক হত্যাকাণ্ডসহ যেকোনো পরিকল্পিত সহিংসতার বিচার করা যায়। আদালতের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই বিচার কার্যক্রম পরিচালনা করেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিচার কার্যক্রমে অডিও, ভিডিও, সাক্ষ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং টেলিফোন কথোপকথনের রেকর্ডসহ বিপুল প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।

প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনে: আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলিবর্ষণের নির্দেশ, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যাকাণ্ড সংঘটন, উসকানিমূলক বক্তব্য প্রদান, লাশ পোড়ানোর নির্দেশ, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগে উৎসাহ দেওয়া। এই অভিযোগগুলির ভিত্তিতে বলা হয়, শেখ হাসিনা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নেননি, বরং সরাসরি মানবতাবিরোধী অপরাধে ভূমিকা রেখেছেন। প্রসিকিউশন তাদের বক্তব্যে আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা তুলে ধরে যুক্তি দেখায় যে, রাষ্ট্রের প্রধান হিসেবে শেখ হাসিনার সেই সময়ে এসব ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্র নিয়োজিত আইনজীবী যুক্তি দেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত, এবং শেখ হাসিনাকে প্রতিহিংসার কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও দাবি করেন, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী ও অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার লঙ্ঘন করে। আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলেন, অনেক প্রমাণই যাচাই-বাছাই ছাড়া আদালতে উপস্থাপন করা হয়েছে, যা নিরপেক্ষ বিচারের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, প্রমাণ উপস্থাপন ও যুক্তিতর্কের পর, ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কেবল নীরব দর্শক ছিলেন না; বরং তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আন্দোলন দমন এবং নিরপরাধ মানুষ হত্যা সংঘঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে এই রায় এখনো কার্যকর হবে না। শেখ হাসিনা ও কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তিনটি ধাপ পার হতে হয়। আপিল, পুনর্বিবেচনা এবং রাষ্ট্র প্রধানের কাছে ক্ষমাপ্রার্থনার আবেদন। তবে হাসিনা ও কামালের অনুপস্থিতিতে তাদের আপিলের অধিকার থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থাগুলো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই বিচার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সহিংসতার দায় থেকে কেউই মুক্ত থাকবেন না। আইন ও রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এই রায় সহিংসতামুক্ত রিপাবলিক গঠনের পথে দেশকে কয়েকধাপ এগিয়ে নিবে। এছাড়া ভবিষ্যত রাজনীতিকদের জন্য এক কঠোর বার্তা বহন করবে।

সার্বিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী আইনি ও রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, এর কার্যকর, বাস্তবায়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অনেকাংশে নির্ভর করবে আপিল প্রক্রিয়া, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এবং বাংলাদেশের বিচারব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতার ওপর।

17/11/2025

মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদন্ড।

13/11/2025

শেখ হাসিনার মামলার রায় সোমবার
১৭ নভেম্বর ।
সূত্র:ঢাকা অফিস।

Address

S6, The Whitechapel Centre, 85 Myrdle Street
London
E11HL

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 11pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm

Telephone

+442073779787

Alerts

Be the first to know and let us send you an email when Surma News Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share