
21/07/2025
অভ্যুত্থানের এক বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত জুলাই গণঅভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। তবে, বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে জানান তিনি।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে কিন্তু আমাদের একটাই নীতি হবে সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, তেমন দেশ গড়তে হবে।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও বলেন, "স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।"
: #সালাহউদ্দিন_আহমদ #বিএনপি #দোষারোপের_রাজনীতি #জুলাই_অভ্যুত্থান #ঐক্যের_রাজনীতি #আদর্শ_পাবলিকেশন #আবিদুল_ইসলাম_খান #স্ফুলিঙ্গ_থেকে_দাবানল #আওয়ামী_লীগ #বাংলাদেশ
: #রাজনৈতিক_বক্তব্য #সন্ত্রাস