The New Sun বাংলা

The New Sun বাংলা Welcome to The New Sun বাংলা
(1)

অভ্যুত্থানের এক বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ...
21/07/2025

অভ্যুত্থানের এক বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত জুলাই গণঅভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। তবে, বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে জানান তিনি।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে কিন্তু আমাদের একটাই নীতি হবে সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, তেমন দেশ গড়তে হবে।"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও বলেন, "স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।"

: #সালাহউদ্দিন_আহমদ #বিএনপি #দোষারোপের_রাজনীতি #জুলাই_অভ্যুত্থান #ঐক্যের_রাজনীতি #আদর্শ_পাবলিকেশন #আবিদুল_ইসলাম_খান #স্ফুলিঙ্গ_থেকে_দাবানল #আওয়ামী_লীগ #বাংলাদেশ
: #রাজনৈতিক_বক্তব্য #সন্ত্রাস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগাম...
21/07/2025

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।

: #বেনিয়ামিন_নেতানিয়াহু #ইসরায়েল #খাদ্যে_বিষক্রিয়া #সুস্থতা #দাপ্তরিক_কাজ #স্বাস্থ্য_আপডেট
:

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধেসাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় অবস্থিত এক হাজার বিঘা জমির ম...
21/07/2025

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় অবস্থিত এক হাজার বিঘা জমির মৎস্য খামার ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে চাঁদার দাবিতে এই ঘটনা ঘটেছে।

অভিযোগ ও ঘটনার বিবরণ

গতকাল রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এ এম সাইদুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, কয়েক মাস আগে হামলা ও লুটপাটের নেতৃত্ব দানকারী শ্যামনগর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য করেছিল। পরে আবার ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দফায় দফায় আমার মৎস্য খামারে লুটপাট হয়েছে। দখলবাজি ও লুটপাটে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ১৬ জুলাই দুই দফা হামলার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও লুটপাট থামেনি। শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হলেও পরবর্তী দিনগুলোতেও হামলার ঘটনা অব্যাহত থাকে। হামলায় ফিসারিজের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দেওয়ার জের ধরে দুলুর নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মোড়ল, সালাউদ্দিন শাওন মোড়লসহ কয়েকজন ব্যক্তি ফিসারিজের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন।

এ ব্যাপারে এ এম সাইদুর রহমান বলেন, "বিএনপির মধ্যে থাকা দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে প্যান্ডামিক ফিসারিজের প্রকল্পটি দখলবাজদের কবল থেকে মুক্ত করার জন্য আমি গতকাল রবিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছি।"

অভিযুক্ত যুবদল নেতার বক্তব্য

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু বলেন, "আমি কোনো চাঁদা চাইনি বা নেইনি। এমনকি এই ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।"

: #চাঁদাবাজি #যুবদল #সাতক্ষীরা #মৎস্য_খামার #হামলা #লুটপাট #শফিকুল_ইসলাম_দুলু াইদুর_রহমান #বিএনপি #তারেক_রহমান
:

21/07/2025

ইসরায়েলি বাহিনীর গু’লি’তে গাজায় ত্রাণ নিতে আসা ৬৭ জন নি’হ’ত

21/07/2025

নিজেদের তৈরি ডিফিকাল্টিতে এনসিপি : মোস্তফা ফিরোজ

‘হাতপাখাকে একবার সুযোগ দিন’: চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ...
21/07/2025

‘হাতপাখাকে একবার সুযোগ দিন’: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক হাতপাখাকে ভোট দিয়ে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "অন্যান্য দল বারবার সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু হাতপাখা একবার ব্যর্থ হলে আর কখনও নির্বাচনের মাঠে আসবে না।" গতকাল রবিবার (২০ জুলাই) কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে মুফতি ফয়জুল করীম বর্তমান রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, "অনেকেই বলে হুজুর, আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, "আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, তারা হলো 'শাহী চাঁদাবাজ'। অন্যদিকে, যারা মুচি, ঋষি বা টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করে, তারা 'ছেঁচড়া চাঁদাবাজ'।" তিনি চাঁদাবাজমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুফতি ফয়জুল করীম ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, "ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির।"

তিনি জোর দিয়ে বলেন, "এইদেশ মুসলমানদের দেশ—এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া।" তিনি সতর্ক করে দেন যে, যদি ইসলামকে নষ্ট বা ধ্বংস করা যায়, তবে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ব্যবহার করে ভারত একদিন না একদিন এই দেশকে দখল করে নেবে।

কাশ্মীর ও হায়দ্রাবাদের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত কীভাবে একসময়ের স্বাধীন অঞ্চলগুলোকে দখল করেছে। সম্প্রতি ভারতের প্রকাশিত মানচিত্রে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দেখানোর বিষয়টিও উল্লেখ করে তিনি দেশের মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), ইসলামী যুব আন্দোলনের জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

: #চরমোনাই_পীর #মুফতি_সৈয়দ_মুহাম্মদ_ফয়জুল_করীম #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #হাতপাখা #নির্বাচন #কিশোরগঞ্জ #চাঁদাবাজি #ভারত_বাংলাদেশ_সম্পর্ক #জাতীয়_নিরাপত্তা
: #রাজনৈতিক_বক্তব্য

20/07/2025

নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করায় আমাদের ওপর হা/ম/লা হয়েছে : নাহিদ ইসলাম

20/07/2025

‘বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করবে’: ইশরাক হোসেন

20/07/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২৭ জানুয়ারি গভীর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না আজ বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে সেই ঘটনা তুলে ধরেছেন।

আব্দুল মোনায়েম মুন্না তার পোস্টে লিখেছেন:

"জনাব Tarique Rahman যেদিন মরহুম শেখ মুজিবুর রহমান এর কবর জেয়ারত করেছিলেন-

২০০৪ সালের জানুয়ারী মাস। ২৭ তারিখ। গভীর রাত।

টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউজে গেলেন বিশ্রাম নেওয়ার জন্যে। একটু পরেই তাঁর ঢাকা ফেরার কথা। ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উলটো দিকে চলা শুরু করলো।

তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গাড়িবহরের সাথে থাকা অন্যান্য নেতারা হকচকিয়ে গেলেন। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেননা। কোথায় যাচ্ছে কেউ জানেনা। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, ‘আমরা এক জায়গায় যাবো’। ব্যাস এতটকুই।

গভীর রাতে গাড়ি গিয়ে থামলো শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেন্সের অবসান হল। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ঢেকে তুললেন। সাথে থাকা নেতা কর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি।

বাংলাদেশের কদর্য আর কাদা ছোঁড়াছুঁড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে।

রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি। কারণ তখন ওই ঘটনাটি ছিলো টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান তখন তাঁর সাথে এমনকি কোন মিডিয়াকর্মীও ছিলোনা। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোন রাজনীতিও করতে চাননি।"

: #তারেক_রহমান #শেখ_মুজিবুর_রহমান িয়ারত #আব্দুল_মোনায়েম_মুন্না #বিএনপি #যুবদল #রাজনৈতিক_সংস্কৃতি #টুঙ্গিপাড়া
:

20/07/2025

হাতপাখাকে
একবার সুযোগ দিন’
চরমোনাই পীর

20/07/2025

পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন ক...
20/07/2025

কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন, যার কারণে বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হয়েছে। বাঁশখালীতে এনসিপির সংগঠকের ওপর হামলা এবং ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, "বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাধা দিয়ে থামানো যাবে না।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when The New Sun বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The New Sun বাংলা:

Share