The New Sun বাংলা

The New Sun বাংলা Welcome to The New Sun বাংলা

29/09/2025

ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন সেটি
এগিয়ে নিতে হবে :
মির্জা ফখরুল

‘পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে’: প্রতীক নিয়ে ইসি’র সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপি নেতারজাতীয় ...
29/09/2025

‘পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে’: প্রতীক নিয়ে ইসি’র সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, তাদের কাঙ্ক্ষিত শাপলা প্রতীকটি জাতীয় প্রতীক নয় এবং "পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে।" তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে এবং আইনগত যুক্তি ছাড়াই প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে সারোয়ার তুষার এই মন্তব্য করেন। তিনি বলেন, তারা মার্কা হিসেবে শুধু শাপলা চেয়েছেন, পানিতে ভাসমান শাপলা নয়।

তিনি ইসির সঙ্গে তাদের আলোচনার পটভূমি তুলে ধরে বলেন:

নিবন্ধনের আগে আলোচনা করার সময় কমিশন ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং শাপলার কথা তখন থেকেই আলোচনায় ছিল। কমিশন তখন বলেছিল যে তারা এটি অন্তর্ভুক্ত করবে। নাগরিক ঐক্যও এই প্রতীকটি চেয়েছিল।

তিনি বলেন, সারা দেশে জুলাই পদযাত্রার সময়ও মানুষজন শাপলা নিয়ে এসেছিল, কারণ তারা জানত এনসিপি শাপলা প্রতীক চেয়েছে।

কিন্তু এখন এসে নির্বাচন কমিশন বলছে, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দেওয়া যাবে না।

সারোয়ার তুষার বলেন, তারা নির্বাচন কমিশনকে আবার চিঠি দিয়েছেন এবং তাদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।

#সারোয়ার_তুষার #এনসিপি #শাপলা_প্রতীক #নির্বাচন_কমিশন #রাজনৈতিক_সংবাদ

29/09/2025

সাকিব লিখেছেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না,বাংলাদেশের জন্য খেলতে পারলাম না

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তারসাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ব...
29/09/2025

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

#শামীমা_পারভীন_রত্না #আওয়ামী_লীগ #গ্রেপ্তার #সাতক্ষীরা #নাশকতা_মামলা

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, সামাজিক মাধ্যমে ছড়াল মৃত্যুর গুজবক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদ...
28/09/2025

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, সামাজিক মাধ্যমে ছড়াল মৃত্যুর গুজব

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে এবং ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন রবিবার রাত ১১টার পর ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।”

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। রবিবার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার এই বর্ষীয়ান নেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

#তোফায়েল_আহমেদ #আওয়ামী_লীগ #লাইফ_সাপোর্ট #গুজব #স্কয়ার_হাসপাতাল #শামীমা_পারভীন_রত্না ুহাম্মদ_ইউনুস #শামসুজ্জামান_দুদু #প্রশাসন_দখল #গাড়ি_উদ্ধার #হাজী_সেলিম #ছাত্রদল_নেতা_নিখোঁজ #পরিবেশ_সংবাদ #পর্যটক_নিয়ন্ত্রণ

28/09/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি পানির ফিল্টার দিলো ছাত্রশিবির

28/09/2025

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, সামাজিক মাধ্যমে ছড়াল মৃত্যুর গুজব

‘ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন সেটি এগিয়ে নিতে হবে’: মির্জা ফখরুলবাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যব...
28/09/2025

‘ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন সেটি এগিয়ে নিতে হবে’: মির্জা ফখরুল

বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, সেটি সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।

শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইসে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক একটি সেশনে বক্তব্যে মির্জা ফখরুল এই আহ্বান জানান। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের কাছে আমার একটি অনুরোধ- চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।”

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন অঙ্গীকারবদ্ধ হওয়া। তিনি অভিযোগ করেন, আগের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করে দেশকে বিপর্যস্ত করেছে।

তিনি পরিষ্কার করে বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে এবং “বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।”

মির্জা ফখরুল আরও আশা প্রকাশ করেন যে, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন।

#মির্জা_ফখরুল ুহাম্মদ_ইউনুস #এনআরবি #রাজনৈতিক_ঐক্য #বিএনপি #যুক্তরাষ্ট্র #জাতীয়_প্রেস_ক্লাব #রাজনৈতিক_বক্তব্য ুহাম্মদ_ইউনুস #বিএনপি_জামায়াত #ধানের_শীষ #নেত্রকোনা

28/09/2025

এনসিপি নেতা হান্নান মাসউদ এর মুচলেকায় ছাড় পাওয়া সেই সমন্বয়ক 'সাইফুল ইসলাম রাব্বি' ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার !

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮) এবং আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ...
28/09/2025

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮) এবং আরও তিনজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় বসিলা হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার নেতা।

ঘটনার বিবরণ:
সন্ধ্যায় 'সেফ হাসপাতাল'-এ একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবি করে। হাসপাতাল মালিক শিল্পী আক্তার চাঁদা দিতে অস্বীকার করলে তারা আরও লোক নিয়ে হুমকি দেয়। পরে তিনি সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, একজন হাসপাতাল মালিক তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। রাব্বির বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাওয়ের ঘটনায়ও রাব্বি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছিলেন।

শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের পোস্ট - লিখেছেন: "শুভ জন্মদিন আপা।" তার এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে পক্ষে-...
28/09/2025

শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের পোস্ট - লিখেছেন: "শুভ জন্মদিন আপা।"
তার এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ।

তারেক রহমান ফিরলে তামিলনাড়ুর ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? জনসভা নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বানভারতের তামিলনাড়ুতে অভিনেতা ...
28/09/2025

তারেক রহমান ফিরলে তামিলনাড়ুর ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? জনসভা নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বান

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে বাংলাদেশেও একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ। তিনি আশঙ্কা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নিলে বিপুল জনসমাগমের কারণে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশেও ঘটতে পারে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে মোস্তফা ফিরোজ এই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর এখনই জনসভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মোস্তফা ফিরোজ বলেন, তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী, শিশুসহ অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, থালাপতি বিজয়ের বিপুল জনপ্রিয়তার কারণে সমাবেশে হাজার হাজার মানুষ এসেছিল এবং প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। বক্তৃতার মাঝপথে অতিরিক্ত ভিড় থেকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা পুরো ভারতকে শোকে মুহ্যমান করেছে।

তিনি বলেন, "বাংলাদেশ থেকেও আমি এই ঘটনায় বিপদের আভাস দেখতে পাচ্ছি।"

মোস্তফা ফিরোজ বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশেও এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দুটি প্রধান কারণ তুলে ধরেন:

তারেক রহমানের জনপ্রিয়তা: দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নিলে তার জনপ্রিয়তাকে ঘিরে বিভিন্ন অঞ্চলে বিপুল জনসমাগম ঘটতে পারে।

রাজনৈতিক শক্তি প্রদর্শন: বাংলাদেশে বহুদিন পর একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল শক্তি প্রদর্শন করবে, জনসভা করবে এবং ব্যাপক জনসংযোগ ঘটাবে। এই ভিড়ের মধ্যে উসকানিদাতারা বিশৃঙ্খলা সৃষ্টি করার বা পদদলিত হওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

মোস্তফা ফিরোজ মনে করেন, নির্বাচন কমিশনের এখন থেকেই এ বিষয়ে ভাবা উচিত। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে প্রচারের যুগেও যদি বিশাল জনসভা আয়োজন অব্যাহত থাকে, তাহলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।

তিনি বলেন, রাজনৈতিক জনসভায় প্রায়ই দুই গ্রুপের মিছিল বা নেতাদের মধ্যে দ্বন্দ্ব থেকে সংঘর্ষ বাধে। তাই নির্বাচনী জনসংযোগ, সভা ও সমাবেশগুলো কিভাবে সীমিত পরিসরে ও নিয়ন্ত্রিত সংখ্যক লোকের উপস্থিতিতে করা যায়, সে বিষয়ে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো উভয়কেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

#মোস্তফা_ফিরোজ #তারেক_রহমান #জনসভা #তামিলনাড়ু_দুর্ঘটনা #নির্বাচন_কমিশন #রাজনৈতিক_সতর্কতা

Address

London
E33JB

Alerts

Be the first to know and let us send you an email when The New Sun বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The New Sun বাংলা:

Share