Dailytournews.com

Dailytournews.com Tour News Portal

ভরা মৌসুমেও পারকি সৈকতে নেই পর্যাপ্ত পর্যটক!
28/12/2023

ভরা মৌসুমেও পারকি সৈকতে নেই পর্যাপ্ত পর্যটক!

ভিসামুক্ত পর্যটন সেবা চালু করলো তুরস্ক!
26/12/2023

ভিসামুক্ত পর্যটন সেবা চালু করলো তুরস্ক!

শ্রীমঙ্গলে শীত বাড়ায় মৌসুমি পিঠার দোকানে ক্রেতাদের ভিড়!      শ্রীমঙ্গলে তীব্র শীত বাড়ার সাথে সাথে শহরের ফুটপাতের দোকানগু...
20/12/2023

শ্রীমঙ্গলে শীত বাড়ায় মৌসুমি পিঠার দোকানে ক্রেতাদের ভিড়!

শ্রীমঙ্গলে তীব্র শীত বাড়ার সাথে সাথে শহরের ফুটপাতের দোকানগুলোতে মৌসুমি পিঠা বিক্রির ধুম পড়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা যায় মোড়ে মোড়ে বসছে মৌসুমি পিঠার দোকান। এসব দোকানে মিলছে চিতই, ভাপা, তেলে ভাজা পিঠাসহ নানা ধরনের পিঠাপুলি। ক্রেতাদের মধ্যে বেশি চাহিদা রয়েছে চালের গুড়োর সাথে গুড় ও নারিকেল মিশিয়ে তৈরি ভাপা পিঠা ও চিতই পিঠার। ভোজনরসিকদের তৃপ্তি মেটানোর পাশাপাশি বিক্রেতাদের সংসারে ফিরেছে স্বচ্ছলতা।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় শীতকালীন ভ্রমণ বুকিং ১১ শতাংশেরও বেশি বেড়েছে। অনলাইন ট্র্যাভেল মার্কেটপ্লেস উইগো এ তথ্য দি...
20/12/2023

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় শীতকালীন ভ্রমণ বুকিং ১১ শতাংশেরও বেশি বেড়েছে। অনলাইন ট্র্যাভেল মার্কেটপ্লেস উইগো এ তথ্য দিয়েছে। ভ্রমণ প্লাটফর্মটি শীতকালীন ২০২৩-এর বুকিং প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

উইগোর গবেষণা অনুসারে, গত বছরের তুলনায় চলতি শীতে এমইএনএ অঞ্চলে বেশি ভ্রমণকারীরা যাচ্ছেন। উইগো নভেম্বর ২০২৩ এবং জানুয়ারি ২০২৪ সালের মধ্যে ভ্রমণকালের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে বছরে ১১ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি চিহ্নিত করেছে।

বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন চালু হতে যাচ্ছে ভারতে। এতদিন বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স...
18/12/2023

বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন চালু হতে যাচ্ছে ভারতে। এতদিন বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন। ১৯৪৩ সাল থেকে এই গৌরব ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এবার সেটি হাতছাড়া হচ্ছে।

গুজরাটের সুরাটে তৈরি হয়েছে সুবিশাল এই অফিস ভবন। এটি তৈরি করতে জমি লেগেছে ৩৫ দশমিক ৫৪ একর, ব্যয় হয়েছে ৩৪ হাজার কোটি রুপি। রবিবার ভবনটি উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন করপোরেট ভবনটির নাম রাখা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’। দেশ-বিদেশের হীরার ব্যবসা হবে এই ভবন থেকে।

ভবনটি চালু হলে খুলে যাবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। উদ্যোক্তাদের দাবি, অন্তত দেড় লাখ মানুষ কাজ পাবেন সুরাট ডায়মন্ড বার্সে। বিশ্বের ১৭৫টি দেশের প্রায় ৪ হাজার ২০০ ব্যবসায়ী একসঙ্গে হীরা কেনাবেচা করতে পারবেন সেখানে।

ফতেহপুর সিক্রি শহরটি প্রায় সম্পূর্ণ লাল বেলেপাথর দিয়ে তৈরি। জামা মসজিদ, যোধা বাইয়ের প্রাসাদ, বুলন্দ দরওয়াজা এবং সেলি...
16/12/2023

ফতেহপুর সিক্রি শহরটি প্রায় সম্পূর্ণ লাল বেলেপাথর দিয়ে তৈরি। জামা মসজিদ, যোধা বাইয়ের প্রাসাদ, বুলন্দ দরওয়াজা এবং সেলিম চিস্তির সমাধি'সহ এই ঐতিহ্যবাহী স্থানে অনেক বিখ্যাত স্মৃতিস্তম্ভ রয়েছে। পনেরো বছর ধরে এটি ছিলো মুঘল সম্রাট আকবরের সাম্রাজ্যের রাজধানী। তিনি এটি প্রতিষ্ঠিত করেছিলেন ১৫৭১ সালে। দিল্লী-আগ্রা-জয়পুরের এমন নানান সব সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে!

প্রাচ্যের ভেনিস নামে খ্যাত কেরালার আলেপ্পি হচ্ছে সমুদ্র-নদী-খাঁড়ি আর মাকড়সার জালের মতো অজস্র খাল নিয়ে তৈরি। ৮০ কি.মি ...
16/12/2023

প্রাচ্যের ভেনিস নামে খ্যাত কেরালার আলেপ্পি হচ্ছে সমুদ্র-নদী-খাঁড়ি আর মাকড়সার জালের মতো অজস্র খাল নিয়ে তৈরি। ৮০ কি.মি বিস্তৃত এক বিচিত্র স্থানে সমুদ্র থেকেও নিচুতে বাঁধ দিয়ে চাষ হওয়া নারকেল, কলা আর নানারকম মশলার গাছের দৃষ্টিনন্দন দৃশ্য চোখে পড়বে। সবুজের মাঝে ছোট ছোট বাড়িঘর আরও বেশি উপভোগ্য হয়ে উঠে চোখের নেশায়।

ভারতের অংশের কাশ্মীরকে বলা হয় সুখী উপত্যকা। ধারণা করা হয় অতীতে কাশ্মীর ছিল জলমগ্ন। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধান...
16/12/2023

ভারতের অংশের কাশ্মীরকে বলা হয় সুখী উপত্যকা। ধারণা করা হয় অতীতে কাশ্মীর ছিল জলমগ্ন। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। শীতকালের রাজধানী জম্মু। আর ডাল লেক এবং ঝিলাম নদী শ্রীনগরের দুই হৃৎপিণ্ড। আর আছে পেহেলগাম। এখানের ভ্যালিগুলো এতো সাজানো-গুছানো যে চোখ জুড়িয়ে যায়। আরু ভ্যালির পাহাড়ের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায় এক মায়াময় আভায়।

Address

Ruislip
London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dailytournews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailytournews.com:

Share