মেঘ বালিকা

মেঘ বালিকা “রান্না, ক্রিয়েটিভ টিপস এবং ডেইলি ইনস্পিরেশন – এক জায়গায় সবকিছু।”
{“Recipes, Tips & Daily Inspiration – all in one place ✨”}
(13)

চিকেন চাউমিন😋😋😋
04/10/2025

চিকেন চাউমিন😋😋😋

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি...
11/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি-ডে-ন্টে রাস্তায় স্পট ডে-থ..

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই.....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,
যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে..আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি..সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না 🙂

এক-দুইজন নয়, একই হাসপাতালের ১৪ জন নার্স একসাথে গর্ভবতী! 🤰আমেরিকার উইসকনসিনের গ্রিন বে শহরের একটি হাসপাতালে এক অবাক করা ...
04/09/2025

এক-দুইজন নয়, একই হাসপাতালের ১৪ জন নার্স একসাথে গর্ভবতী! 🤰

আমেরিকার উইসকনসিনের গ্রিন বে শহরের একটি হাসপাতালে এক অবাক করা ঘটনা ঘটেছে। HSHS সেন্ট ভিনসেন্ট নামের এই হাসপাতালের ১৪ জন নার্স একই সময়ে গর্ভবতী!

হাসপাতাল জুড়ে এখন খুশির আমেজ এবং সবাই অধীর আগ্রহে নতুন অতিথিদের জন্য অপেক্ষা করছেন। এই ঘটনাটি সবার মুখে হাসি ফুটিয়েছে।

সত্যিই এক আনন্দময় কাকতালীয় ঘটনা! ✨

Keep it in your profile and you will be rewarded for the readers! 🖤🌸
02/09/2025

Keep it in your profile and you will be rewarded for the readers!
🖤🌸

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালের বাইরে এই ছবিটি তোলা হয়। ছবিটিতে দেখা যায়, একজন ইমার্জেন্সি রুম (ER) ডাক্তার বাইর...
02/09/2025

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালের বাইরে এই ছবিটি তোলা হয়। ছবিটিতে দেখা যায়, একজন ইমার্জেন্সি রুম (ER) ডাক্তার বাইরে গিয়ে কাঁদছেন, কারণ তিনি ১৯ বছরের এক রোগীকে বাঁচাতে পারেননি। কয়েক মিনিট পরেই তিনি মাথা উঁচু করে আবার ভেতরে ফিরে যান অন্যদের জীবন বাঁচানোর জন্য।
এভাবে প্রতিদিন ডাক্তাররা লড়া'ই করে চলেন সবার চক্ষুর আড়ালে।
(সংগৃহীত)

আমিন 🤲
02/09/2025

আমিন 🤲

"আল্লাহ তোমার পাশে থাকলে, তুমি তোমার ধারণার চেয়েও শক্তিশালী এবং তোমার কল্পনার চেয়েও বেশি সক্ষম"। 🤍
02/09/2025

"আল্লাহ তোমার পাশে থাকলে, তুমি তোমার ধারণার চেয়েও শক্তিশালী এবং তোমার কল্পনার চেয়েও বেশি সক্ষম"। 🤍

শুভ দুপুর সবাইকে
12/08/2025

শুভ দুপুর সবাইকে

11/08/2025

প্রত্যক সন্তানকে মা -বাবার চেয়ে ভালো পৃথিবীতে কেউ ভাসবেনা।কেউ কেউ অভিনয় করবে ভালবাসার আবার কেউ ভালবাসবে বাবার অর্থ দেখে...এটাই বাস্তব💯

11/08/2025

মানুষের বাহিরে এক রুপ
ভিতরে আরেক রুপ
মানুষ চেনা বড় দায়।জীবন চলার পথে প্রত্যকটা মানুষকে একবার পরীক্ষা করে নেওয়া উচিৎ আসলে সে আপনার বন্ধু নাকি বহুরুপী শত্রুু😭

10/08/2025

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি,❤️


আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

ভাতের একটা দানা বানাতে ৭০ জন ফেরেশতা লাগে 😅
10/08/2025

ভাতের একটা দানা বানাতে ৭০ জন ফেরেশতা লাগে 😅

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ বালিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেঘ বালিকা:

Share