25/08/2025
“Touchwood”
অনেক ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো লন্ডনে এসে মাদাম তুসো তে ঘুরবো। কলকাতায় সব্বাই যখন হুমরি খেয়ে মাদাম তুসো দেখতে যাচ্ছিলো তখন খুব অভিমান হয়েছিল ভগবানের উপর!! সপ্ন পূরন না হওয়ার অভিমান। তারপর জেদ থেকে ভেবেই নিয়েছিলাম, দেখলে লন্ডনের টাই দেখবো নাহলে আর দেখবোই না। বছরের পর বছর যেতে থাকলো আর ভগবানের সাথে আমার অভিমান বাড়তে থাকলো....
তারপর!
একদিন!!
হুট করেই ভগবান আমার সব অভিমান ভেঙে আমাকে নিয়ে আসলো “আমার ছোটবেলার সপ্নের শহর লন্ডনে”
আর এখন আমি থুক্কু আমরা আস্তে আস্তে পূরন করছি ছোটবেলার সপ্ন। সাথে আছে আমাদের “মাম্মাম সোনা”। ভগবানের হয়তো এইটাই ইচ্ছে ছিলো.. আমরা তিনজন মিলে এই লাইফটা এক্সপ্লোর করবো...
সবই ভগবানের আশির্বাদ...