
10/10/2025
একজন নবজাতক শিশুর জীবন বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান।
সিলেটের এক দরিদ্র পরিবারের একজন হাফেজের একমাত্র নবজাতক সন্তান গত দু’দিন ধরে নুর জাহান হসপিটালে এনআইসিইউতে (NICU) ভর্তি রয়েছে।
বাচ্চার অবস্থা গুরুতর, চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এখন পর্যন্ত তারা অনেক ঋণে জড়িয়ে পড়েছেন।
অসহায় এই পিতা-মাতা তাঁদের শিশুটির জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছেন।
আসুন, আমরা সবাই মিলে এই নবজাতকের জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দেই।
আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে একটি জীবনের হাসি ফিরিয়ে দেওয়ার কারণ।
📱 যোগাযোগ : 01613273906(বিকাশ নাম্বার)
আল্লাহ পাক যেন এই শিশুটিকে দ্রুত আরোগ্য দান করেন — আমিন।