Sarker IELTS & Immigration Centre.

Sarker IELTS & Immigration Centre. IELTS PTE OIETC Duolingo Spoken

 #ইউরোপের সেরা ১০টি বৃত্তি🎯 ইরফান আলম ইউরোপ তার বৈচিত্র্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, উন্নত গবেষণা সুবিধা এবং সাংস্কৃতিক পরিবে...
26/07/2025

#ইউরোপের সেরা ১০টি বৃত্তি🎯

ইরফান আলম
ইউরোপ তার বৈচিত্র্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, উন্নত গবেষণা সুবিধা এবং সাংস্কৃতিক পরিবেশের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু অনেকের জন্য ইউরোপে পড়াশোনার প্রধান বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা। সেই বাধা অতিক্রম করার সবচেয়ে কার্যকর উপায় হলো আন্তর্জাতিক স্কলারশিপ। ইউরোপের বিভিন্ন সরকার, বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীকে পূর্ণ বা আংশিক স্কলারশিপ দিয়ে সহায়তা করে। এসব স্কলারশিপ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং একাডেমিক উৎকর্ষ, গবেষণায় অংশগ্রহণ এবং বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির পথ উন্মুক্ত করে।
সঠিক প্রস্তুতি, সময়মতো আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন থাকলে আপনিই হতে পারেন পরবর্তী স্কলারশিপ বিজয়ী।
ইউরোপের জনপ্রিয় ১০টি আন্তর্জাতিক বৃত্তির সংক্ষিপ্ত বর্ণনা এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো। এগুলোয় আবেদন করে আপনি মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে বিনামূল্যে ইউরোপে পড়াশোনার সুযোগ পেতে পারেন।
Erasmus Mundus Joint Master Degree (EMJMD)
ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ মাস্টার্স প্রোগ্রাম। দুই বছরে ২-৩টি দেশে পড়াশোনার সুযোগ।
সুবিধা: টিউশন ফি, মাসিক ভাতা, ভ্রমণ খরচ।
https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue_en
DAAD Scholarship (Germany)
জার্মান সরকারের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি মূলত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে।
সুবিধা: ভাতা, বীমা, ভ্রমণ খরচ, টিউশন ফি।
https://www.daad.de/en/study-and-research-in-germany/scholarships/
Chevening Scholarship (UK)
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চতর শিক্ষা ও লিডারশিপ গঠনের উদ্দেশ্যে এক বছরের মাস্টার্স বৃত্তি।
সুবিধা: পুরো টিউশন ফি, ফ্লাইট, ভাতা।
https://www.chevening.org
Swedish Institute Scholarships (Sweden)
সুইডিশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স পর্যায়ের স্কলারশিপ।
সুবিধা: টিউশন ফি, ভাতা, বীমা, নেটওয়ার্কিং।
https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/
ETH Zurich Excellence Scholarship (Switzerland)
সুইজারল্যান্ডের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ETH Zurich মাস্টার্স শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ দেয়।
সুবিধা: টিউশন ফি এবং মাসিক ভাতা।
https://ethz.ch/en/studies/financial/scholarships/excellence-scholarship.html
Holland Scholarship (Netherlands)
এই বৃত্তিটি ডাচ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয় ব্যাচেলর ও মাস্টার্স স্তরের শিক্ষার্থীদের জন্য।
সুবিধা: এককালীন ৫ হাজার ইউরো সহায়তা।
https://www.studyinholland.nl/finances/holland-scholarship
Italy Government Scholarships
ইতালীয় সরকার বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্স ও রিসার্চ পর্যায়ের জন্য বৃত্তি প্রদান করে।
সুবিধা: মাসিক ভাতা, টিউশন মাফ, স্বাস্থ্য বীমা
https://studyinitaly.esteri.it
Eiffel Excellence Scholarship (France)
ফরাসি সরকারের এই বৃত্তিটি যারা মাস্টার্সে ভালো ফল করেছে তাদের জন্য। পাশাপাশি পিএইচডি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
সুবিধা: ভাতা, বীমা, যাতায়াত খরচ।
https://www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
University of Geneva Excellence Master Fellowships (Switzerland)
University of Geneva তাদের ফ্যাকাল্টি অব সায়েন্সে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে।
সুবিধা: ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাংক প্রতিবছর।
https://www.unige.ch/sciences/en/masters/fellowships
University of Helsinki Scholarship
University of Helsinki আন্তর্জাতিক মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বিনা টিউশন ফিতে পড়া এবং থাকার সুবিধা দেয়।
সুবিধা: টিউশন মাফ ও মাসিক ভাতা।
https://www.helsinki.fi/en/admissions-and-education/apply-bachelors-and-masters-programmes/scholarships. v

Sorry, but the page cannot be found. The page may have been moved or deleted.

25/07/2025

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐔𝐤||
𝐈𝐧𝐭𝐚𝐤𝐞 :𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫/ 𝐉𝐚𝐧𝐮𝐚𝐫𝐲
𝐮𝐩𝐭𝐨 £𝟒,𝟎𝟎𝟎 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬
𝟐-𝐘𝐞𝐚𝐫𝐬 𝐖𝐨𝐫𝐤-𝐏𝐞𝐫𝐦𝐢𝐭.
🇬🇧 𝐁𝐚𝐧𝐤 𝐒𝐩𝐨𝐧𝐬𝐨𝐫 𝟐𝟖 𝐃𝐚𝐲𝐬.
🇬🇧 𝐒𝐩𝐨𝐮𝐬𝐞 𝐂𝐚𝐧 𝐖𝐨𝐫𝐤 𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞 𝐈𝐧 𝐓𝐡𝐞 𝐔𝐊.
🇬🇧 𝐏𝐚𝐫𝐭-𝐓𝐢𝐦𝐞 𝐖𝐨𝐫𝐤.
🇬🇧 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐆𝐚𝐩 𝐀𝐜𝐜𝐞𝐩𝐭𝐚𝐛𝐥𝐞.
🇬🇧 𝐀𝐩𝐩𝐥𝐲 𝐖𝐢𝐭𝐡 & 𝐖𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐈𝐄𝐋𝐓𝐒
🇬🇧 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞𝐬: £𝟏𝟎,𝟎𝟎𝟎-𝟏𝟒,𝟎𝟎𝟎/𝐲𝐞𝐚𝐫.

𝐧𝐞𝐞𝐝 𝐝𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬.(𝐒𝐞𝐜𝐚𝐧 𝐜𝐨𝐩𝐲)
𝟏.𝐒𝐒𝐂+𝐇𝐒𝐂 (𝐌𝐚𝐫𝐤𝐬𝐡𝐞𝐞𝐭 +𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞)
𝟐.𝐁𝐚𝐜𝐡𝐞𝐥𝐨𝐫 (𝐌𝐚𝐫𝐤𝐬𝐡𝐞𝐞𝐭 𝐚𝐧𝐝 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 )
𝟑.𝐂𝐕
𝟒. 𝐏𝐚𝐬𝐬𝐩𝐨𝐫𝐭
𝟓. 𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐟𝐫𝐨𝐦 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲
𝟔. ⁠𝐌𝐎𝐈/𝐈𝐄𝐋𝐓𝐒

🏛️𝐅𝐚𝐡𝐚𝐝 𝐇𝐚𝐬𝐚𝐧 𝐑𝐨𝐧𝐲
𝐄𝐗-𝐈𝐄𝐋𝐓𝐒 𝐓𝐫𝐚𝐢𝐧𝐞𝐫 𝐚𝐭 𝐒@𝐈𝐟𝐮𝐫'𝐬.
𝐔𝐥𝐬𝐭𝐞𝐫 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 ,𝐋𝐨𝐧𝐝𝐨𝐧, 𝐔𝐊
+𝟒𝟒𝟕𝟒𝟔𝟔𝟏𝟕𝟓𝟏𝟖𝟏 (𝐖𝐡𝐚𝐭'𝐬 𝐚𝐩𝐩)

13/07/2025

Never wrestle with pigs. You get dirty and the pig likes it.
শুয়োরের সঙ্গে কখনো কুস্তি করো না। তোমার গায়ে ময়লা লাগবে, আর শুয়োর সেটা উপভোগ করে।

12/07/2025

Lowest Tuition Fees University in UK|| কম খরচে UK যে সকল বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন ||

09/07/2025

Study in UK ||
Tuition fees :(12000-15000)
Intake : Jan/July/ September

05/07/2025

UK নতুন নিয়ম!

UK নতুন নিয়ম পরিবর্তন হয়েছে যা ইমপ্লিমেন্ট হবে ২২ জুলাই ২০২৫ থেকে।
নতুন নিয়ম অনুযায়ী যারা স্টুডেন্ট ভিসা ( ১/৩ বছর) এবং PSW ( ২ বছর) শেষ করে ওয়ার্ক পারমিটে সুইচ করতে চান তারা আগের মতো যেকোন অড জবে ঢুকতে পারবেন না ( উদাহরণ- রেস্টুরেন্টের কস, কেয়ার কস,ক্লিনিং কস)। যে জবের রিকুয়ারমেন্ট লেভেল -৬ ঐগুলাতে সুইচ হতে পারলে পিআর এপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে স্টুডেন্ট + PSW ৩ বছর এবং ওয়ার্ক পারমিট ৫ বছর টোটাল ৮ বছর পর পিআর এর এপ্লিকেশন করতে পারবেন।

আপাতত সমাধান:
স্টুডেন্টদের জন্য ১০ বছরের রুট শেষ করে পিআর এপ্লিকেশন করার এখনো সুযোগ রয়েছে। যাদের অলরেডি ৩ বছর হয়েগেছে তাদেরকে আমাদের পরামর্শ আপনারা আপাতত ২ বছরের স্টাডি ( ডিপেন্ডেট ছাড়া) প্রোগ্রামে এডমিট হোন। আমাদের কাছে কিছু প্রোগ্রাম আছে ১৪/১৫০০০ পাউন্ডে(পুরো কোর্সে ফি)এডমিট করে দিতে পারবো (2 yrs Course)।
মনে রাখবেন ইউকে গভমেন্ট এই নিয়ম গুলোতে স্ট্রিক থাকতে পারবে না। ২ বছর পরে তাদের আবার লোক প্রয়োজন হবে, তখন নিয়ম শীতিল করতে বাধ্য হবে। জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করুন। অর্থাৎ আপাতত স্টুডেন্টদের লিগেল হওয়ার জন্য ১০ বছরের রুটই পারফেক্ট।

যারা অলরেডি ডিপেন্ডেন্ট সহ আছেন আপনারা আপাতত এম্রেস ( Mres)কোর্সে এডমিট হোন। আপনাদের বাচ্চার বয়স ২/৩ বছর হয়ে গেলে আপনারা অলরেডি কিছু আগাইয়া গেছেন। ইউকেতে যারা জন্মগ্রহণ করেছে তারা তো ৭ বছর পরে পাসপোর্ট পাচ্ছেই।তখন আপনারা বাচ্চার ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ আছে।

ইউকের যে সরকার আসবে কিছু না কিছু নিয়ম পরিবর্তন করবেই তা সত্বেও মানুষ নাগরিকত্ব পাবে জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

04/07/2025

They.....married in UK
1.get.
2.got.

02/07/2025

জার্মানিতে অনেক দক্ষ মানুষের প্রয়োজন! নিজে নিজে আবেদন করুন।

01/07/2025

১০০টি মার্জিতভাবে বলা গালি বা তাচ্ছিল্যসূচক শব্দ ..
🔴 Stubborn (স্টাবার্ন) – একগুঁয়ে
🔴 Spoiled brat (স্পয়েল্ড ব্র্যাট) – বখে যাওয়া শিশু
🔴 Narcissist (নার্সিসিস্ট) – আত্মমুগ্ধ
🔴 Two-faced (টু-ফেইসড) – দ্বিমুখী
🔴 Backstabber (ব্যাকস্ট্যাবার) – পেছনে ছুরি মারা
🔴 Drama queen (ড্রামা কুইন) – অতি নাটুকে
🔴 Lazy bum (লেজি বাম) – অলস
🔴 Troublemaker (ট্রাবলমেকার) – ঝামেলাবাজ
🔴 Hypocrite (হিপোক্রিট) – ভণ্ড
🔴 Loudmouth (লাউডমাউথ) – অতিরিক্ত চেঁচানো লোক
🔴 Dumb (ডাম্ব) – বোকা
🔴 Fool (ফুল) – গাধা, মূর্খ
🔴 Idiot (ইডিয়ট) – গর্দভ
🔴 Moron (মরন) – নির্বোধ
🔴 Stupid (স্টুপিড) – বোকা
🔴 Blockhead (ব্লকহেড) – গোঁয়ার মূর্খ
🔴 Clown (ক্লাউন) – বেয়াদব, হাস্যকর
🔴 Jerk (জার্ক) – বাজে লোক
🔴 Creep (ক্রিপ) – অস্বস্তিকর ব্যক্তি
🔴 Slacker (স্ল্যাকার) – দায়িত্ব এড়িয়ে চলা
🔴 Show-off (শো অফ) – আত্মপ্রদর্শনকারী
🔴 Snob (স্নব) – অহংকারী
🔴 Arrogant (অ্যারোগ্যান্ট) – দাম্ভিক
🔴 Bossy (বসি) – অন্যদের ওপর নির্দেশ দেয়
🔴 Bully (বুলি) – দুর্বলদের ভয় দেখায়
🔴 Crybaby (ক্রাইবেবি) – কান্নাকাটি করা লোক
🔴 Slutty (স্লাটি) – চরিত্রহীন (মেয়েদের ক্ষেত্রে)
🔴 Player (প্লেয়ার) – ছলনাকারী প্রেমিক
🔴 Scumbag (স্কামব্যাগ) – জঘন্য ব্যক্তি
🔴 Skank (স্ক্যাঙ্ক) – নোংরা/চরিত্রহীন নারী
🔴 Trashy (ট্র্যাশি) – অরুচিপূর্ণ, নিম্ন মানের
🔴 Obnoxious (অবনক্সিয়াস) – বিরক্তিকর
🔴 Nosy (নোজি) – অযথা অন্যের ব্যাপারে মাথা ঘামায়
🔴 Pompous (পম্পাস) – দাম্ভিকভাবে কথা বলে
🔴 Miser (মাইজার) – কৃপণ
🔴 Know-it-all (নো ইট অল) – সব জানে ভাব ধরে
🔴 Boring (বোরিং) – একঘেয়ে
Ayman Sadiq & Munzereen Shahid Fan Club
🔴 Lame (লেম) – দুর্বল/ভোঁতা
🔴 Manipulative (ম্যানিপুলেটিভ) – চালাকভাবে প্রভাবিত করে
🔴 Cold-hearted (কোল্ড-হার্টেড) – নির্দয়
🔴 Judgmental (জাজমেন্টাল) – সবকিছুতে বিচার করে
🔴 Ungrateful (আনগ্রেটফুল) – অকৃতজ্ঞ
🔴 Bigmouth (বিগমাউথ) – মুখে লুকায় না
🔴 Gossip (গসিপ) – কানকথা ছড়ায়
🔴 Fake (ফেইক) – ভণ্ড
🔴 Weird (উইয়ার্ড) – অদ্ভুত
🔴 Psycho (সাইকো) – মানসিকভাবে অসুস্থ
🔴 Obsessed (অবসেস্ট) – অন্ধভাবে আসক্ত
🔴 Possessive (পজেসিভ) – অধিকারবোধ প্রবণ
🔴 Jealous (জেলাস) – ঈর্ষাকাতর
🔴 Flaky (ফ্লেইকি) – দায়িত্বজ্ঞানহীন
🔴 Needy (নিডি) – সবসময় কারো দৃষ্টি চায়
🔴 Lousy (লাউজি) – গর্হিত, বাজে
🔴 Untrustworthy (আনট্রাস্টওয়ার্দি) – বিশ্বাসযোগ্য নয়
🔴 Unreliable (আনরিলায়েবল) – নির্ভর করা যায় না
🔴 Disrespectful (ডিসরেসপেক্টফুল) – অসম্মানজনক
🔴 Impolite (ইমপোলাইট) – ভদ্র নয়
🔴 Vulgar (ভালগার) – অশ্লীল
🔴 Insensitive (ইনসেনসিটিভ) – অনুভূতিহীন
🔴 Gross (গ্রোস) – অরুচিকর
🔴 Messy (মেসি) – বিশৃঙ্খল
🔴 Grumpy (গ্রামপি) – খিটখিটে
🔴 Nosy Parker (নোজি পার্কার) – অনধিকারচর্চাকারী
🔴 Pickpocket (পিকপকেট) – পকেটমার
🔴 Letch (লেচ) – লুচ্চা
🔴 Freeloader (ফ্রিলোডার) – অন্যের পয়সায় চলে
🔴 Moocher (মুচার) – সবসময় ধার করে
🔴 Deadbeat (ডেডবিট) – দায়িত্বহীন লোক
🔴 Hater (হেটার) – হিংসুক
🔴 Wannabe (ওয়ানাবি) – হবার ভান করা
🔴 Overreactor (ওভার-রিয়্যাক্টর) – সামান্য বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেয়
🔴 Letcherous (লেচারাস) – লোলুপ
🔴 Persecution freak (পার্সিকিউশন ফ্রিক) – সবসময় ভাবে সবাই তাকে কষ্ট দিচ্ছে
🔴 Control freak (কন্ট্রোল ফ্রিক) – সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়
🔴 Smart aleck (স্মার্ট অ্যালেক) – নিজেকে খুব চালাক ভাবে
🔴 Attention seeker (অ্যাটেনশন সিকার) – নজর আকর্ষণ করতে চায়
🔴 Overconfident (ওভারকনফিডেন্ট) – অতিরিক্ত আত্মবিশ্বাসী
🔴 Childish (চাইল্ডিশ) – ছেলেমানুষ
🔴 Immature (ইম্যাচিউর) – অপরিপক্ব
🔴 Cold fish (কোল্ড ফিশ) – নিরুত্তাপ ব্যক্তি
🔴 Paranoid (প্যারানয়েড) – সবকিছুতে সন্দেহ করে
🔴 Liar face (লাইয়ার ফেইস) – মুখে মিথ্যা লেখা
🔴 Noisy (নয়জি) – উচ্চস্বরে বিরক্তিকর
🔴 Overdramatic (ওভার-ড্রামাটিক) – অতিরঞ্জিত নাটকীয়
🔴 Gross-out (গ্রোস-আউট) – অসহ্যভাবে বিরক্তিকর
🔴 Chatterbox (চ্যাটারবক্স) – অকারণে অনেক কথা বলে
🔴 Gold digger (গোল্ড ডিগার) – টাকার লোভে সম্পর্ক করে
🔴 Cold-blooded (কোল্ড-ব্লাডেড) – নিঃসংকোচে খারাপ কাজ করে
🔴 Manipulator (ম্যানিপুলেটর) – চালাকভাবে নিয়ন্ত্রণকারী
🔴 Overbearing (ওভারবেরিং) – কর্তৃত্ব চাপিয়ে দেয়
🔴 Sourpuss (সাওয়ারপুস) – মুখে সবসময় বিরক্ত ভাব
🔴 Nasty (নাসটি) – জঘন্য, বাজে আচরণ
🔴 Rude (রুড) – লুচ্চা
🔴 Wicked (উইকড) – দুষ্টু
🔴 Cruel (ক্রুয়েল) – নিষ্ঠুর
🔴 Mean (মিন) – নিচু মনমানসিকতার
🔴 Greedy (গ্রিডি) – লোভী
🔴 Selfish (সেলফিশ) – স্বার্থপর
🔴 Liar (লাইয়ার) – মিথ্যাবাদী
🔴 Cheater (চিটার) – প্রতারক
🔴 Coward (কাওয়ার্ড) – কাপুরুষ
🔴 Pervert (পারভার্ট) – বিকৃত রুচির
🔴 Sick-minded (সিক-মাইন্ডেড) – মানসিক বিকারগ্রস্ত

Address

London

Telephone

+8801989021766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker IELTS & Immigration Centre. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarker IELTS & Immigration Centre.:

Share