Art On Mind

Art On Mind এক কাপ কফি আর শব্দের ঝড়!

21/10/2025

জোর করে কি সব পাওয়া যায়?

এই যে অধিকার, মায়া, যত্ন জোর করে পাওয়া যায় না!

পাওয়া গেলে,হেরে যাওয়া মানুষগুলো সব উচ্চ মূল্য কিনে বাড়ি ফিরে যেত!

17/10/2025

উপরে উঠতে উঠতে সে এতটাই উপরে গেছে,আমি তাকে চাইলেও ধরতে পারি না!

14/10/2025

কোন কিছু না চাইতে পেয়ে গেলে মানুষ তার মর্ম বুঝে না

আপনি কাউকে খুব উজার করে ভালোবাসবেন, সে আপনাকে তুচ্ছ করে অন্যজনের জন্য গোলাপ দিয়ে দাঁড়িয়ে থাকবে..

জীবন এমনই

"যাহা চাই তাহা পাই না,যাহা পাই তাহা চাই না"

08/10/2025

আপনি যাকে চান,তাকে আপনি পাবেন না!

এটা যেন চিরন্তন সত্যের মতন সত্য!

ওই যে ছলছল চোখ নিয়ে যার সামনে ঘন্টা কাদেছে, সে মুখ ফিরাবে!

নিজেকে না চাইতেই যার জন্য বদলেছেন, সে মুখ ফিরাবে!

প্রিয় রং কালো থাকা সত্ত্বেও সবুজ কালার জামায় আয়না সামনে দাড়িয়েছেন, সে অন্য কাঊকে সাজাবে!

পরিচিত পারফিউমটাও বদলে যাবে! একসময় অবহেলা সব কিছু দখল করে নিবে..

দুইজনের এক রকমের কফি কাপ থাকবে এই স্বপ্নটাও বদলে যাবে!

পাশাপাশি হাটার ইচ্ছাটাও মরে যাবে! পেছন ফিরে আর হাত বাড়াতে ইচ্ছা করবে না!

না পাওয়ার পাহাড় নিয়ে আপনি ক্লান্ত মনে বহূদূর চলে যাবেন!

সময় পেলে স্মৃতি পাতায় উকি দিলে দেখবেন

যাকে আপনি চান নি, সে আপনাকে ভয়ংকর ভাবে ভালোবেসেছিল!

হয়তো শত গোলাপ নিয়ে দাড়িয়ে ছিল!

তাকেও আপনি অবহেলায় দূরে সরিয়ে দিয়েছেন!

আমরা সম্ভবত অবহেলায় ভালোবাসা ফিরি দিয়ে অবহেলা নিয়ে বাড়ি ফিরি!
..কোহিনূর...

05/10/2025
27/09/2025

ফেসবুকে আসলেই দেখতে পাবেন কিছু পোস্ট, প্রেমিক বা প্রেমিকা কেউ বিয়ে করবে না বলে এক এক কাহিনি ঘটাচ্ছে

কেউ দৌড়ে পালায়, কেউ দা বটি নিয়ে ঝগড়া করে, বা কাউকে গাছের সাথে বেধে রাখা হয়!

সবকিছু কিন্তু হচ্ছে আবেগের কারণে, খেয়াল করে দেখবেন আবেগের কারণে এমন সব কান্ড হচ্ছে যা স্বাভাবিক ভাবে কেউ নিতে পারছে না।

সমালোচনা করছে, আলোচনা করছে, মজা নিচ্ছে!

যারা এসব কান্ড করছে তারা কিন্তু বর্তমান সময়টাই দেখছে, আগে পিছে কিছু চিন্তা করছে কি?

মনে হয় না!

যদি একটু চিন্তা করতো তাহলে দেখবেন মনে হবে, যে বা যাদের সাথে থাকার জন্য আপনাকে এমন অসহ্য, অসহায় পরিস্থিতি মধ্য দিয়ে যেতে হয়, তাদের সাথে কি আপনি আসলেই ভবিষ্যতে থাকতে পারবেন?

৯০% সিউর পারবেন না, কারণটা কি? জোড় করে ঘাড়ে চেপে কত দিন থাকা যায়?

কত দিন আপনি এমন ঝগড়াঝাটি করে তাদের সাথে থাকবেন?

লম্বা সময় সম্ভব না..

যখন আবেগের পর্দাটা কিছুটা সরবে তখন নিজের কাছেই নিজেকে অসহ্য লাগবে, এমন কেন করলাম।

আবেগের কারণে দুনিয়ার কত কিছু হচ্ছে,সবার জীবনে কম বেশি সমস্যা আবেগের বশে করে ফেলা ভুল থেকে হয়!

এ জন্য, নিজ থেকে নিজের সাথে যুদ্ধ করে হলেও আবেগ কন্ট্রোল করা উচিত!

আবেগ কন্ট্রোল করুন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে..

27/09/2025

অবহেলায় মরিচিকা হয়!

25/09/2025

মানুষের নিজস্বতা থাকতে হয়! নিজস্বতা না থাকলে মানুষ শূন্যতাই ভোগে!

এক বৃষ্টি ভেজা সুন্দর সকালে তোমার সাথে আমার দেখা হবে!  হাটা হবে প্রকৃতির অলতো ভেজা সবুজ ঘাসের উপরনিস্তব্ধতায় পাশাপাশি বহ...
22/09/2025

এক বৃষ্টি ভেজা সুন্দর সকালে তোমার সাথে আমার দেখা হবে!

হাটা হবে প্রকৃতির অলতো ভেজা সবুজ ঘাসের উপর

নিস্তব্ধতায় পাশাপাশি বহূদুর দেব পাড়ি!

না বলা কথাও হয়ে যাবে আমাদের সুর

অপ্রকাশিত সব ভালোবাসা প্রকৃতি করে নেবে কবুল!
... কোহিনূর....

21/09/2025

আমাকে ভালোবাসলে,সবটুকু দিয়েই বাসতে হবে!

আমি যত্নে ফোটা ফুল! ভুল করে অযত্নে রাখলে আমি মরিচিকা!

--- কোহিনূর---

Address

United Kingdom
London
S19 0AP

Alerts

Be the first to know and let us send you an email when Art On Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share