13/08/2025
Bilateral Meeting with Dr Mizanur Rahman Azhari/ড: মিজানুর রহমান আজহারীর সাথে ড: হাফিজ মুনীর উদ্দীন আহমদ এর সৌজন্য সাক্ষাৎ
(ইংরেজীর নীচে বাংলায় বর্ণনা করা হয়েছে)
Assalamu alaikum.
Praise be to Allah Subhanahu Wa Ta'ala. Peace and blessings be upon the greatest human being of all time, the Messenger of Allah, Muhammad (peace be upon him).
Dr. Hafiz Munir Uddin Ahmed, the esteemed Chairman of Al-Qur'an Academy, met with a Renowned scholar Dr Mizanur Rahman Azhari, the Chairman of Hasanah Foundation, for a courtesy meeting in his office.
Dr. Ahmad was accompanied by his esteem companions from Al-Qur'an Academy London Hafiz Mohammad Sharafat Ullah and Colonel Mustafa Rassel Al Rashid as the special guest of honour.
Shaykh Dr Mizanur Rahman Azhari welcomed them with great enthusiasm and remarkable sincerity, offering Shaykh Dr. Hafiz Munir Uddin Ahmed with a respectful greeting.
Hafiz Munir Uddin Ahmad briefed Shaykh Mizan on the overall activities of Al-Qur'an Academy. The Shaykh praised Almighty Allah for the extraordinary success of the academy, which has so far gifted the Qur'an Majeed to nearly 2.5 million people in 20 languages (with translations in 5 more languages underway) across 28 countries worldwide.
Shaykh Mizanur Rahman Azhari shared his personal experience of studying Quran in own language with the Transalated copy of Hafiz Munir. He also expressed his sincere future involvement with the great works of Al-Qur'an Academy London. He also praised the humble initiative of spreading the word of Allah to the people all over the world in a very heartfelt manner. He then gifted a famous book of his own named এক নজরে কূরআন Quran at a Glace.
A fruitful discussion was also held on how the noble work of Al-Qur'an Academy could be combined with the philanthropic activities and various initiatives of Hasanaah Foundation for the service of Islam, to collectively earn the pleasure of Allah.
Finally, on behalf of Al-Qur'an Academy, Dr. Hafiz Munir Uddin Ahmad presented Shaykh Azhari with some valuable books as gifts, including a recently published Tafsir and a translation of the Holy Qur'an in four colour codes according to Subject matter.
We hope that, Insha'Allah, in the near future, Al-Qur'an Academy and Hasanah Foundation will jointly move forward to spread the light of the Qur'an across Bangladesh. Allahumma Ameen.
The update of the Meeting in the Hasanah Foundation Official Page:
https://www.facebook.com/share/p/1BqPNiZvvM/
* #* #* #*
আসসালামু আলাইকুম।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর রাসূল মুহাম্মদ (সাঃ)-এর উপর।
আল-কুরআন একাডেমীর সম্মানিত চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দীন আহমদ, হাসানাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বিশিষ্ট আলেম ড. মিজানুর রহমান আযহারীর সাথে তার কার্যালয়ে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। ড. আহমদ এর সাথে সফরসঙ্গী হিসেবে হাফিজ মোহাম্মদ শরাফত উল্লাহ এবং কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ উপস্থিত ছিলেন।
শায়খ ড. মিজানুর রহমান আযহারী তাদেরকে উষ্ণ ও আন্তরিকতার সাথে স্বাগত জানান এবং শায়খ ড. হাফিজ মুনির উদ্দীন আহমদ-কে বিশেষ সম্মানের সাথে সম্ভাষণ করেন।
হাফিজ মুনির উদ্দীন আহমদ, শায়খ মিজানকে আল-কুরআন একাডেমীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শায়খ একাডেমীর অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রশংসা করেন, যা এ পর্যন্ত বিশ্বের ২৮টি দেশের প্রায় ২৫ লক্ষ মানুষকে ২০টি ভাষায় (আরও ৫টি ভাষায় অনুবাদ চলমান) আল-কুরআনুল মাজীদ উপহার দিয়েছে।
শায়খ মিজানুর রহমান আযহারী হাফিজ মুনিরের অনূদিত কপি থেকে নিজের ভাষায় কুরআন অধ্যয়নের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি আল-কুরআন একাডেমী লন্ডনের মহৎ কাজের সাথে ভবিষ্যতে তার আন্তরিক সম্পৃক্ততার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্বজুড়ে মানুষের কাছে আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়ার এই মহতী উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন।
আল-কুরআন একাডেমীর এই মহৎ কাজকে হাসানাহ ফাউন্ডেশনের জনহিতকর কার্যক্রম এবং বিভিন্ন উদ্যোগের সাথে কীভাবে একত্রিত করে ইসলামের খেদমতে ব্যবহার করা যায় এবং সম্মিলিতভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সে বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
সবশেষে, আল-কুরআন একাডেমীর পক্ষ থেকে ড. হাফিজ মুনির উদ্দীন আহমদ তাঁকে কিছু মূল্যবান বই উপহার দেন। এর মধ্যে সদ্য প্রকাশিত একটি তাফসীর এবং বিষয়ভিত্তিক চার রঙের কোডে অনূদিত পবিত্র কুরআনের একটি কপি ছিল। অপরদিকে, শায়িখ আজহারী তাঁর প্রসিদ্ধ 'এক নজরে কুরআন' গ্রন্থটি উপহার দেন।
আমরা আশা করি, ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে আল-কুরআন একাডেমী এবং হাসানাহ ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের বুকে কুরআনের আলো ছড়িয়ে দিতে এগিয়ে যাবে। আল্লাহুম্মা আমীন।
হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজের আপডেট:
https://www.facebook.com/share/p/1BqPNiZvvM/