
15/09/2025
Assalamu alaikum.
We are extremely happy to have been able to present 1,200 copies of the Holy Quran as gifts to the winners and all the participants of the quiz competition held at Rajendrapur Cantonment Public School and College on the occasion of Eid-e-Milad-un-Nabi, on behalf of Al-Quran Academy London. We pray that this Quran spreads the light of knowledge in their lives. We are proud to be involved in this event and hope to continue supporting similar religious and educational initiatives in the future.
Prizes were distributed to the winners in various categories at the event. Before the prize distribution ceremony, a discussion was held on the life and work of the greatest human being of all time, Prophet Muhammad (peace be upon him).
During the discussion, Colonel Mustafa Rassel Al Rashid, PBGMS, on behalf of Al-Quran Academy London, presented the translation of the Holy Quran translated by Hafiz Dr Munir Uddin Ahmed as a gift to all participants, winners, and respected teachers in various categories.
He also spoke about the purpose of human creation and the importance of following the life of the Prophet (peace be upon him) to fulfill it. He further stated that the life of the Prophet (peace be upon him) was a reflection of the Quran, and therefore, he emphasized the importance of building one's life in the light of the Quran. Finally, he urged everyone to finish reading the simple Bengali translation published by Al-Quran Academy London and to follow its teachings. He also appreciated the outstanding contribution of the Al Quran Academy London throughout the world.
The esteemed Principal of the institution, Lieutenant Colonel Ashraf Al Mamun, PBGMS, expressed his sincere gratitude and thanks to Al-Quran Academy. The grand event, attended by all teachers, students, and other guests, was a successful and spiritually profound gathering.
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় আল-কুরআন একাডেমি লন্ডন-এর পক্ষ থেকে বিজয়ীদের জন্য উপহার হিসেবে ১২০০ কপি পবিত্র কুরআন মাজীদ তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কুরআন তাদের জীবনে জ্ঞানের আলো ছড়াক, এই কামনা করি।এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কাজে আমরা পাশে থাকতে চাই।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণীর পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আল-কুরআন একাডেমি লন্ডন-এর পক্ষ কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ, পিবিজিএমএস, পবিত্র কূর'আন মাজীদের সহজ সরল বাংলা অনুবাদ বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রণকারী সকল প্রতিযোগি, বিজয়ীদের এবং সকল সম্মানিত শিক্ষিক-শিক্ষিকার হাতে উপহার হিসেবে তুলে দেয়ার পাশাপাশি মানবজীবনের সৃষ্টির মূল উদ্দেশ্য এবং তা বাস্তবায়নে রাসূলুল্লাহ (সা.)-এর জীবন অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন যে, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ছিল কুরআনের প্রতিচ্ছবি। তাই, কুরআনের আলোকে জীবন গড়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। কুরআনকে নিজের ভাষায় বোঝা, উপলব্ধি করা এবং নিজের জীবনে প্রতিফলন ঘটানোর মাধ্যমে নিজের জীবনকে আল্লাহর পছন্দনীয় পথে পরিচালনা করা যায়। পরিশেষে, তিনি আল-কুরআন একাডেমী লন্ডন কর্তৃক প্রকাশিত সহজ সরল বাংলা অনুবাদটি নিজের ভাষায় সম্পূর্ণভাবে শেষ করে, তা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আশরাফ আল মামুন, পিবিজিএমএস, আল কূর'আন একাডেমীর প্রতি কৃতজ্ঞতা ও সবিনয় ধন্যবাদ জ্ঞাপন করেন। সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে এ মহতী অনুষ্ঠান ছিল একটি ধর্মীয় ভাব-গাম্ভীর্যপূর্ণ সফল একটি সম্মিলন।