16/07/2024
একটা বিষয় কিছুতেই মাথায় আসে না।দেশের যে কোন ধরনের আন্দোল্নে,
এরা ঘুড়িয়ে ফিরিয়ে মৌলবাদী শব্দের অপপ্রয়োগ করে।আল্লাহু আকবার ধবনিকে একটি বিষয় গোস্টির স্লোগান বলে চালাতে চায়।ছাত্রাবস্থায় দেখতাম যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ত তাদের কিছু ছাত্রলীগের ভাইয়েরা শিবির ট্যাগদিতো।অথচ তারাও মুসলিম। আল্লাহু আকবার ধবনিতে যাদের গায়ে জ্বলে ,৫ ওয়াক্তের নামাজ পড়লে যারা বলত এরা বিষয় গোস্টির লোক।মৌলবাদ শব্দের যারা অপপ্রয়োগ করে এই অপপ্রয়োগকারীর দানাজার নামাজে কোন মৌলবাদীদের যাওয়া আমার মনে হয় উচিত না।সামান্য এক দলের জন্য নিজের ইমানকে প্রাধান্য দিচ্ছে না। আল্লাহু আকাবার ধবনিতে কতো কাফির জালিম ধবংস হয়েছে আর তোরা তো........।
আল্লাহ সবাইকে হেদায়েত দিন