12/05/2025
যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন আইন: ২০২৫ হোয়াইট পেপার অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
যুক্তরাজ্য সরকার ১২ মে ২০২৫ তারিখে ইমিগ্রেশন বিষয়ক একটি নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছে, যেখানে দেশটির অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তন আনা হয়েছে। এই নিয়মগুলো ধাপে ধাপে কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রবাসীদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
১. স্কিল্ড ওয়ার্কার ভিসা (Skilled Worker Visa):
• এখন থেকে কেবলমাত্র RQF Level 6 (ডিগ্রি লেভেল)-এর চাকরির জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা প্রদান করা হবে।
• ইমিগ্রেশন স্যালারি লিস্ট (ISL) বাতিল করা হয়েছে।
• স্পনসরশিপ চার্জ ৩২% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে (effective from 9 April 2025)।
২. কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হচ্ছে:
• সেপ্টেম্বর ২০২৫ থেকে Care Worker (SOC Code 6145) ও Senior Care Worker (6146)-এর জন্য নতুন স্পনসরশিপ বন্ধ হয়ে যাবে।
• ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে এই ক্যাটাগরির বিদেশি নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
• বর্তমানে যুক্তরাজ্যে থাকা কেয়ার ওয়ার্কাররা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভিসা এক্সটেনশন বা অন্য ক্যাটাগরিতে স্যুইচ করতে পারবেন।
৩. স্টুডেন্ট ও গ্র্যাজুয়েট রুট:
• Graduate Visa এর মেয়াদ ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।
• কিছু বিশ্ববিদ্যালয়ের উপর বিদেশি শিক্ষার্থীদের আয়ের ভিত্তিতে অতিরিক্ত ট্যাক্স বসানোর কথা বিবেচনা করা হচ্ছে যা টিউশন ফি বৃদ্ধির কারন হবে।
৪. স্থায়ী বাসস্থান (ILR) ও নাগরিকত্ব:
• বেশিরভাগ ক্ষেত্রে ILR-এর জন্য এখন ১০ বছর যুক্তরাজ্যে বসবাসের প্রয়োজন হবে, যেখানে আগে ৫ বছর যথেষ্ট ছিল।
• ইংরেজি ভাষা পরীক্ষার মানদণ্ড কঠোর করা হয়েছে।
৫. ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম:
• ২০২৫ সালের মধ্যেই সকল ভিসা ও ইমিগ্রেশন নথি হবে সম্পূর্ণ ডিজিটাল (eVisa)।
• আর কোনো BRP (Biometric Residence Permit) বা পাসপোর্টে ভিসা স্ট্যাম্প থাকবে না