MANOB TV

MANOB TV Welcome to Manob TV—where every story matters! Stay connected, stay inspired—only on Manob TV!

We bring impactful, human-centered stories from around the globe, connecting communities through news, entertainment, and inspiring content.

16/10/2025

উৎসব মুখোর পরিবেশে রাকসু নির্বাচন | রাকসুতে ২৮৯০০ ভোটার হিসেবে ২৮৯০০টি ব্যালট ছিল, একটিও বেশি ছাপানো হয়নি: কর্তৃপক্ষ

16/10/2025

রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: পর্যবেক্ষণ টিম

রাকসু নির্বাচন পর্যবেক্ষণ টিমের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

16/10/2025

এমসি কলেজ শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন জাগালেন এডভোকেট শিশির মনির

সুনামগঞ্জ–২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত ইসলামীর এমপি প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির তার বক্তব্যে এক নতুন ও সমৃদ্ধ দেশ গড়তে বৈশ্বিক যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

16/10/2025

গণমাধ্যমের সাথে কথা বলছেন রাকসু নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ

16/10/2025

চাকসুর ভিপি ও জিএস-কে মমতায় জড়িয়ে আলিঙ্গন করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

16/10/2025

চাকসু নির্বাচনে ভিপি ও জিএস-সহ ২৪ পদে ছাত্রশিবির জয়ী

চাকসুতে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন ও জিএস সাঈদ বিন হাবিব। ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএস পদে ৮ হাজার ৩১ ভোটে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

চাকসুতে ২৬টি পদের মধ্যে মাত্র এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক ছাত্রী।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনে অসাধারণ উৎসবমুখর অংশগ্রহণ করেছেন।

15/10/2025

চাকসু নির্বাচনে ভিপি ও জিএস ছাত্রশিবির

15/10/2025

ব্যারিস্টার আরমানের দুর্বিষহ গুমজীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে 'আয়নাঘর ফাইলস এপিসোড ২'।

গত ২ অক্টোবর 'আয়নাঘর ফাইলস এপিসোড ২' এর টিজার প্রকাশ পেয়েছিল। আজ সম্পূর্ণ প্রামাণ্যচিত্রটি রিলিজ করা হলো।

প্রামাণ্যচিত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

15/10/2025

পিআর-সহ ৫দফা দাবিতে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ

15/10/2025

চাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন করায় ডেইলি ক্যাম্পাস পত্রিকার সাংবাদিককে অপদস্ত করলেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী

15/10/2025

চাকসু নির্বাচনে অমোচনীয় কালি নিয়ে অভিযোগের জবাব দিচ্ছেন প্রশাসন

15/10/2025

চাকসু নির্বাচনে ভোট প্রদান শেষে কথা বলছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি

Address

Kings House, Elm Park
London
RM124RS

Alerts

Be the first to know and let us send you an email when MANOB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share