01/08/2025
🖤🇧🇩 নিউইয়র্কের মত জায়গায় একজন বাংলাদেশির প্রতি এত বড় সম্মান—এটা শুধু একজন দিদারুল ভাইয়ের সম্মান নয়, এটা পুরো জাতির গর্ব
চিন্তা করা যায়?
নিউইয়র্কের মতো বিশ্বমহানগরীতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারকে এমন রাজকীয় শ্রদ্ধায় বিদায় জানানো হলো—
এই দৃশ্য শুধু চোখে জল আনে না,
এই দৃশ্য প্রশ্ন তোলে—
আমরা দেশে এমন গুণী, সাহসী, কর্তব্যপরায়ণ মানুষের যথার্থ সম্মান দিতে পারি তো? আবার এমন পুলিশ অফিসার নিয়োগ করাও কতটা কঠিন। এগুলো আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কিন্তু এগুলো আফসোসের কাতারেই রয়ে গেলো।
দিদারুল ভাই তাঁর জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেলেন—
সেবা, সততা আর আত্মত্যাগের মাধ্যমে একজন বাংলাদেশি কতদূর যেতে পারে।
তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না,
তিনি ছিলেন একজন “সম্মানদূত”
যিনি প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করেছেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত।
আজ নিউইয়র্ক শহর তাঁর প্রতি মাথা নোয়ালো, আর আমরা বুকভরা গর্ব ও চোখভরা জলে বলি—
ভাই, আপনি দেশের সম্মানকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিলেন।
আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। 🤲
🖤🇧🇩 In a city like New York, such a profound tribute to a Bangladeshi—
This isn’t just a farewell to Officer Didarul,
It is a moment of national pride for us all.
Can you even imagine?
In a global city like New York, a Bangladeshi-born police officer is given such a royal and dignified farewell —
It doesn’t just bring tears to the eyes,
It raises a painful question:
Do we, in our own country, truly honor such brave, honest, and dutiful individuals?
How rare is it to see such officers appointed in our system?
We all know how vital they are to our society.
And yet, these values remain buried in regret and neglect.
Didarul Bhai, through his life and sacrifice, showed us —
how far a Bangladeshi can go with service, integrity, and selflessness.
He wasn’t just a police officer.
He was a true “Ambassador of Honor”
who carried the pride of Bangladesh in every step,
right up to the moment of his death.
Today, New York bows its head in respect,
and we, with hearts full of pride and eyes full of tears, say —
Brother, you have raised the dignity of our nation to an entirely new height.
May Allah grant you the highest place in Jannah. Ameen. 🤲