Vlog By Rover’s Family

Vlog By Rover’s Family “Don’t ever be ashamed of loving the strange things that make your weird little heart happy.”

The moon doesn’t shine, it simply reflects peace.
07/10/2025

The moon doesn’t shine, it simply reflects peace.

30/08/2025

“হাতের উপর হাত রাখা”—মানে মুহূর্তের জন্য পাশে দাঁড়ানো সহজ, কিন্তু সারাজীবন কাউকে কাঁধে তুলে নিয়ে চলা—এটাই আসল পরীক্ষা। আসল ভালোবাসা, আসল বন্ধুত্ব, আসল মানবতা এখানেই প্রকাশ পায়।

মানুষ যদি বুঝতো যে মানুষ মানুষের জন্য, তবে দুনিয়ার এতটা অশান্তি, অন্যায়, বিশ্বাসঘাতকতা থাকত না। সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব, সমাজ—সবকিছুর ভিত্তি হয়ে দাঁড়াতো এই স্থায়ী দায়িত্ববোধ আর সহমর্মিতা।

মানুষ মানুষের জন্য—
এ কথাটাই আমরা ভুলে গেছি, অথচ এটাই জীবনের সবচেয়ে বড় উপলব্ধি।

ছোট করে বললে, এই অভ্যাস কোনো জাতির থাকলে সেই জাতি এতটা পথভ্রষ্ট হতো না। উদাহরণ স্বরূপ উন্নত বিশ্বের দেশগুলো।

সবশেষে, হাত ধরা সহজ, সারাজীবন সেই হাত ধরে থাকা-ই আসল মানবতা। মানবতার হাত মানুষের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু মানুষ সেই হাতের মর্যাদা না রাখতে পারার কারনে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের আজ বেহাল অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক।

Your timeline is yours alone. Don’t let society’s checklist steal your peace. 💫Remember: success, love, happiness — they...
25/08/2025

Your timeline is yours alone. Don’t let society’s checklist steal your peace. 💫Remember: success, love, happiness — they don’t come on a schedule. They come when the time is right. 🌟”

১. রিযিকের সংকীর্ণতা➡ হাদীসে এসেছে: “মানুষ যখন গোনাহ করে, তখন তার রিযিক সংকুচিত হয়ে যায়।” (ইবনে মাজাহ) অর্থাৎ পা*প করলে...
24/08/2025

১. রিযিকের সংকীর্ণতা
➡ হাদীসে এসেছে: “মানুষ যখন গোনাহ করে, তখন তার রিযিক সংকুচিত হয়ে যায়।” (ইবনে মাজাহ) অর্থাৎ পা*প করলে আয়-রোজগারে বরকত উঠে যায়, কষ্ট বাড়ে।

২. অন্তরে অশান্তি
➡ গোনাহর পর মানুষ কখনো শান্তি পায় না। পা*পের কারণে অন্তরে ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা জন্মায়।

৩. দুঃখ-কষ্ট ও বিপদে পতন
➡ আল্লাহ বলেন: “তোমাদের উপর যে মসিবত (দুঃখ-দুর্দশা) আসে, তা তোমাদের হাতের কামাই।” (সূরা শূরা ৪২:৩০)

৪. রোগ-বালাই ও মহামারি
➡ রাসূল ﷺ বলেছেন: “যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মাঝে এমন রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না।” (ইবনে মাজাহ)

৫. বরকত উঠে যাওয়া
➡ মিথ্যা, প্রতারণা, সুদ, যাকাত না দেওয়া ইত্যাদি পাপের কারণে সম্পদে বরকত উঠে যায়। যতই উপার্জন হোক, শান্তি পাওয়া যায় না।

৬. অকাল মৃ*ত্যু ও আয়ু কমে যাওয়া
➡ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করার কারণে আয়ু হ্রাস পায়।

৭. পরিবার-সমাজে অশান্তি
➡ ম*দ, জু*য়া, ব্য*ভিচার ও অন্যায় পাপের কারণে পরিবার ভেঙে যায়, সমাজে মারামারি-বিবাদ দেখা দেয়।

৮. দোয়া কবুল না হওয়া
➡ হারাম খাদ্য, মদ, সুদ ইত্যাদির কারণে আল্লাহ দোয়া কবুল করেন না (সহীহ মুসলিম)।

৯. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া
➡ পাপ মানুষকে আল্লাহর রহমত ও নূর থেকে বঞ্চিত করে, ফলে হিদায়াত থেকে দূরে সরে যায়।

১০. শাস্তি আকারে প্রাকৃতিক দুর্যোগ
➡ বৃষ্টি কমে যাওয়া, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা ইত্যাদি অনেক সময় মানুষের পাপের ফল।

অর্থাৎ সংক্ষেপে: পাপ করলে দুনিয়াতে শাস্তি হয়—রিযিকের সংকীর্ণতা, দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অকাল মৃ*ত্যু, পরিবার-সমাজে অশান্তি, দোয়া কবুল না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ নেমে আসা।

#জীবন_চক্র

21/08/2025
❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞‼️ মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!মাঝে মা...
15/08/2025

❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

‼️ মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!
মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

‼️স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!
সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

✅ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

✅দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।
আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

✅ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

‼️কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।
ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।
এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

☑️তিনি বলেছিলেন—
❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞
আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞
রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞
কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞
মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞
হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

‼️ একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—
❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

✅তাই, পেন্সিল হও।
ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।
কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।
কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।।🙂🌸






Admin

05/08/2025

I got over 1,200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

🖤🇧🇩 নিউইয়র্কের মত জায়গায় একজন বাংলাদেশির প্রতি এত বড় সম্মান—এটা শুধু একজন দিদারুল ভাইয়ের সম্মান নয়, এটা পুরো জাতির গর্ব...
01/08/2025

🖤🇧🇩 নিউইয়র্কের মত জায়গায় একজন বাংলাদেশির প্রতি এত বড় সম্মান—এটা শুধু একজন দিদারুল ভাইয়ের সম্মান নয়, এটা পুরো জাতির গর্ব

চিন্তা করা যায়?
নিউইয়র্কের মতো বিশ্বমহানগরীতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারকে এমন রাজকীয় শ্রদ্ধায় বিদায় জানানো হলো—
এই দৃশ্য শুধু চোখে জল আনে না,
এই দৃশ্য প্রশ্ন তোলে—
আমরা দেশে এমন গুণী, সাহসী, কর্তব্যপরায়ণ মানুষের যথার্থ সম্মান দিতে পারি তো? আবার এমন পুলিশ অফিসার নিয়োগ করাও কতটা কঠিন। এগুলো আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কিন্তু এগুলো আফসোসের কাতারেই রয়ে গেলো।

দিদারুল ভাই তাঁর জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেলেন—
সেবা, সততা আর আত্মত্যাগের মাধ্যমে একজন বাংলাদেশি কতদূর যেতে পারে।
তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না,
তিনি ছিলেন একজন ‌“‌সম্মানদূত”
যিনি প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করেছেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত।

আজ নিউইয়র্ক শহর তাঁর প্রতি মাথা নোয়ালো, আর আমরা বুকভরা গর্ব ও চোখভরা জলে বলি—
ভাই, আপনি দেশের সম্মানকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিলেন।
আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। 🤲

🖤🇧🇩 In a city like New York, such a profound tribute to a Bangladeshi—

This isn’t just a farewell to Officer Didarul,
It is a moment of national pride for us all.

Can you even imagine?

In a global city like New York, a Bangladeshi-born police officer is given such a royal and dignified farewell —
It doesn’t just bring tears to the eyes,
It raises a painful question:

Do we, in our own country, truly honor such brave, honest, and dutiful individuals?
How rare is it to see such officers appointed in our system?
We all know how vital they are to our society.
And yet, these values remain buried in regret and neglect.

Didarul Bhai, through his life and sacrifice, showed us —
how far a Bangladeshi can go with service, integrity, and selflessness.
He wasn’t just a police officer.
He was a true “Ambassador of Honor”
who carried the pride of Bangladesh in every step,
right up to the moment of his death.

Today, New York bows its head in respect,
and we, with hearts full of pride and eyes full of tears, say —
Brother, you have raised the dignity of our nation to an entirely new height.
May Allah grant you the highest place in Jannah. Ameen. 🤲

Address

St Marys Road
London
IG11QX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vlog By Rover’s Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share