Arman’s ViewPoint

Arman’s ViewPoint Explore Experience & Express
(21)

ব‍্যাংককের চায়না টাউনে অবস্থিত কারুকার্যে ভরপুর এক অসাধারণ সুন্দর টেম্পল Wat Trai Mit Witthayaram Worawihan 🛕
24/09/2025

ব‍্যাংককের চায়না টাউনে অবস্থিত কারুকার্যে ভরপুর এক অসাধারণ সুন্দর টেম্পল Wat Trai Mit Witthayaram Worawihan 🛕

ব‍্যাংককে টানা ৫ দিন অনেক রকমের খাবার ট্রাই করার পর পাতায়াতে যখন যাই তখন নুরজাহান রেস্টুরেন্টে চলে যাই কারণ প্রচুর ভাত খ...
18/09/2025

ব‍্যাংককে টানা ৫ দিন অনেক রকমের খাবার ট্রাই করার পর পাতায়াতে যখন যাই তখন নুরজাহান রেস্টুরেন্টে চলে যাই কারণ প্রচুর ভাত খাবার ক্রভিং হয়!পাতায়াতে গেলে যখনই বাংলা খাবার খেতে মন চায় আমি এই রেস্টুরেন্টের খাবারই প্রেফার করি! তাদের খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবসময় বেস্ট!

জুম্মা মোবারক ! এই অসাধারণ সুন্দর মসজিদটির নির্মাণ কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি অনেক বেশি!কি অপরূপ কারুকাজ করা মসজিদ!আমার ম...
12/09/2025

জুম্মা মোবারক !
এই অসাধারণ সুন্দর মসজিদটির নির্মাণ কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি অনেক বেশি!কি অপরূপ কারুকাজ করা মসজিদ!
আমার মতে পৃথিবীর সবগুলো মসজিদই মাশাআল্লাহ অনেক সুন্দর! মালদ্বীপের মালে শহরে অবস্থিত এই মসজিদটির নাম : The Grand Friday Mosque 🕌

খুবই চমৎকার কোয়ালিটিতে ভ্লগটি দেখে নিন এখানে : https://youtu.be/ufpplGslEdY?si=tdnRK3IRLv_gpWxi

যদি কখনো ব‍্যাংককে যান তবে এই জায়গাটিতে অবশ্যই যাবেন!যারা আমার মতো ভ্রমণ পিপাসু মানুষ তারা এই জায়গাটি মিস করবেন না কখন...
10/09/2025

যদি কখনো ব‍্যাংককে যান তবে এই জায়গাটিতে অবশ্যই যাবেন!যারা আমার মতো ভ্রমণ পিপাসু মানুষ তারা এই জায়গাটি মিস করবেন না কখনোই! ৭৮ তলায় উঠে গোটা ব‍্যাংকক শহরটি দেখা যায় এখান থেকে!উপর থেকে রাস্তার গাড়িগুলো দেখা যায় যেনো খেলনা গাড়ির মতোই ছোট্ট! আর বাড়িগুলো দেখা যায় খুবই দারুণ ডল হাউজের মতো!! আমি এতটাই মুগ্ধ হয়েছি সেখানে গিয়ে যেনো আমার বার বার এইখানে যেতে মন চায়! আমি হাজারো বার যদি এই জায়গাটির সৌন্দর্যের বর্ণনা দেই তাহলেও আমি ক্লান্ত হবো না এখানের প্রশংসা করতে! কি যে মজার অভিজ্ঞতা হয়েছে আমার এখানে! কি যে চমৎকার গ্লাস ওয়াক!
জায়গাটির নাম : King Power Mahanakhon
ব‍্যাংককের সবচেয়ে উঁচু বিল্ডিং!
এখানে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আমি একটি ভ্লগ করেছি যদি আপনারা দেখতে আগ্রহী হন তবে এই ভ্লগটির ইউটিউব লিংক দেওয়া হলো!

লিংক: https://youtu.be/pfECxV3xyEI?si=GBshcrr1ys4FiMhm

চায়ের দেশ শ্রীলংকা!এই দেশটিতে ঘুরতে গেলে সেখানের ক্যাফেগুলোতে চা পান করতে ভুলবেন না যেনো!ক্যাফেগুলো যেমন অসাধারণ কালারফু...
08/09/2025

চায়ের দেশ শ্রীলংকা!
এই দেশটিতে ঘুরতে গেলে সেখানের ক্যাফেগুলোতে চা পান করতে ভুলবেন না যেনো!ক্যাফেগুলো যেমন অসাধারণ কালারফুল তেমন তাদের চায়ের স্বাদও অতুলনীয়!
এদেশে চা কে একটি আর্টের সাথে তুলনা করা হয়!কতো রকমের চা আছে এই দেশে সেটা হয়তো সেই দেশের মানুষও জানে না আমি নিশ্চিত!আমি শ্রীলংকাতে যতবারই গিয়েছি সেখানের বিভিন্ন ধরনের চা রেগুলার খেয়েছি!যদি কেউ শ্রীলংকাতে ঘুরতে যাবার প্ল্যান করেন তবে চায়ের ক‍্যাফেগুলোতে তো অবশ্যই যাবেন সাথে সেখানের বড় বড় চায়ের শপগুলোতে ঘুরে আসতে ভুলবেন না কিন্তু যেমন : Ceylon Tea Supermarket, Sri Lanka Tea Board, Basilur Tea Gallery ☕️☕️☕️

নেপালের একটি শহর পোখারা!এতটাই প্রানবন্ত এতটাই মনোমুগ্ধকর যে একবার সেখানে ঘুরতে গেলে আর ফিরে আসতেই মন চায় না! এই ভিউটা আম...
07/09/2025

নেপালের একটি শহর পোখারা!এতটাই প্রানবন্ত এতটাই মনোমুগ্ধকর যে একবার সেখানে ঘুরতে গেলে আর ফিরে আসতেই মন চায় না! এই ভিউটা আমার হোটেলের বারান্দা দিয়ে দেখছিলাম এক কাপ ধোঁয়া উঠা গরম কফি হাতে নিয়ে!পোখারার বেশিভাগ বাড়িগুলো দেখলে সেখানের কালচার বোঝা যায়!খুবই ট্রেডিশনাল লুকে বাড়ির কারুকাজ করা হয়!কি যে ভালো লাগে এমন বাড়িগুলো দেখে! আমার বেলকুনি দিয়ে দেখা যাচ্ছে পোখারার সুন্দর একটি বাড়ি আর দুরে উঁচু পাহাড় যেটা মেঘের চাদরে ঢাকা! পাহাড়ের উপরে খুবই সুন্দর একটি বৌদ্ধদের শান্তি স্তূপ ❤️

06/09/2025

10 seconds back to back 💯✅ 😝
এইটা কি রে ভাই? কোনো মানে হয় 😂😂

জুম্মা মোবারক 🕌কেমন আছেন সবাই?
05/09/2025

জুম্মা মোবারক 🕌
কেমন আছেন সবাই?

03/09/2025

গরমে স্বস্তি দেয় Coconut Ice-cream 🙂

ভালো কাজের মাধ্যমে জেনুইন ফলোয়ার্স বৃদ্ধি করা উচিৎ!ভালো ভিডিও ও কনটেন্ট যদি ভালো হয় তবে মানুষের ভালোবাসা এমনি পাওয়া য...
02/09/2025

ভালো কাজের মাধ্যমে জেনুইন ফলোয়ার্স বৃদ্ধি করা উচিৎ!
ভালো ভিডিও ও কনটেন্ট যদি ভালো হয় তবে মানুষের ভালোবাসা এমনি পাওয়া যায়!বিভিন্ন জায়গায় গিয়ে ফলোয়ার্স খুঁজতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয়!কারণ এধরনের ফলোয়ার্সরা কখনোই আপনার কাজ বা ভিডিও দেখে না!তাই ভালো কাজ করে জেনুইন ফ‍্যান অর্জন করা শ্রেয়!
শুভ রাত্রি!

কোনো দেশে ঘুরতে গেলে আমি কিছু কিনি বা না কিনি কিন্তু একটি ব‍্যাপারে সবসময় মাথায় থাকে যে কিছু সুভেনিয়র কিনতেই হবে!যেকোনো ...
01/09/2025

কোনো দেশে ঘুরতে গেলে আমি কিছু কিনি বা না কিনি কিন্তু একটি ব‍্যাপারে সবসময় মাথায় থাকে যে কিছু সুভেনিয়র কিনতেই হবে!যেকোনো দেশের সুভেনিয়র সেই দেশের কালচার এবং ট্রেডিশনকে সর্বদা রিপ্রেজেন্ট করে!আর সেই দেশ থেকে ফিরে আসার পর যখন সেই সুভেনিয়রগুলো দেখি তখন মনে পরে যায় সেই ট‍্যুরের সব মজার মজার স্মৃতি!!
ভ্রমন সবসময়ই আনন্দময়! ছবিটি তুলেছি কলোম্ব সিটি সেন্টার মলের একটি সুভেনিয়র শপে!

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman’s ViewPoint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share