Rose Tv Sylhet

Rose Tv Sylhet ★*I have a long way to go.*★

21/09/2025

পুলসিরাত কেমন হবে

ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন?  বিদেশে, বিশেষ করে ইংল...
20/08/2025

ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন?

বিদেশে, বিশেষ করে ইংল্যান্ডে, কেউ মৃত্যুবরণ করলে পরিবারের জন্য সেটি যেমন মানসিকভাবে কঠিন সময়, তেমনি নানা ধরণের আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিচে ধাপে ধাপে সংক্ষেপে তুলে ধরা হলো

▪️মৃত্যুর নিশ্চিতকরণ (Death Confirmation)

যদি কেউ বাড়িতে মারা যান, তবে অবিলম্বে GP (ডাক্তার) অথবা 999 এ কল করে ambulance service ডাকতে হবে।যদি কেউ হাসপাতালে মারা যান, তবে হাসপাতালের ডাক্তারই মৃত্যুর সনদ (Medical Certificate) প্রদান করবেন।

▪️মৃত্যুর নিবন্ধন (Registering the Death)

মৃত্যুর পর ৫ দিনের মধ্যে (বিশেষ পরিস্থিতিতে ৭ দিনের মধ্যে) স্থানীয় Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।এ সময় ডাক্তার প্রদত্ত Medical Certificate of Cause of Death জমা দিতে হয়।নিবন্ধনের পর পরিবারকে Death Certificate দেওয়া হয় (প্রতি কপির জন্য আলাদা ফি দিতে হয়)।

▪️ফিউনারেল ডিরেক্টর ও সৎকারের ব্যবস্থা (Funeral Arrangements)

সাধারণত পরিবার একজন Funeral Director এর সাথে যোগাযোগ করে থাকেন। তারা—
• মৃতদেহ হাসপাতাল বা মর্গ থেকে নিয়ে আসে
• ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন বা দাহের ব্যবস্থা করে
• কবরস্থান বা ক্রিমেটরিয়ামে বুকিং করে দেয়
• মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা ইসলামিক ফিউনারেল সার্ভিস থাকে, যারা গোসল, কাফন, জানাজা ও কবরের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয়।

▪️মুসলিম সম্প্রদায়ের জন্য কবরের ব্যবস্থা
• মুসলিম হলে ইসলামিক প্লট বুক করতে হয়।
• অনেক মসজিদ ও ইসলামিক সোসাইটি এই বিষয়ে সহায়তা করে।

▪️আর্থিক সহায়তা (Financial Help)

দাফন খরচ অনেক বেশি হওয়ায় প্রয়োজনে পরিবার DWP (Department for Work and Pensions) থেকে Funeral Expenses Payment এর জন্য আবেদন করতে পারে (শর্তসাপেক্ষে)।

✅ সহজভাবে পুরো প্রক্রিয়া:
১. ডাক্তার থেকে মৃত্যুর সনদ নিতে হবে।
২. Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।
৩. Funeral Director বা ইসলামিক ফিউনারেল সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে।
৪. কবর বা দাহস্থল বুক করতে হবে।
৫. ফিউনারেল সম্পন্ন করতে হবে।

▪️Funeral-এর খরচের হিসাব:

মূল ফিউনারেল খরচ (Basic Funeral Cost)

একটি সাধারণ দাফন বা ক্রিমেশন ফিউনারেল, যার মধ্যে রয়েছে Funeral Director-এর সার্ভিস,

17/08/2025
05/03/2025

প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি।
জানি এই বেড়াজাল আমাকে অনেকটা ক্ষতবিক্ষত করবে, কিন্তু অনেক দেরি করে ফেলেছি।
আমার অনেক আগেই চিন্তা করা উচিৎ ছিলো যে টিনের চালে ফুটো রেখে ঘর লেপে কোন লাভ নেই। বৃষ্টির ফুটায় সেই লেপ নষ্ট করে ফেলবে। এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই আমার। 😭😭😭😭😭

৫ আগষ্টের পরে ড. ইউনুস ক্ষমতা গ্রহণের আগেই ভারত  হাসিনার বিকল্প হিসাবে বিএনপিকে বেছে নেয় এবং ফোন আলাপে বিএনপি পজিটিভ হলে...
01/03/2025

৫ আগষ্টের পরে ড. ইউনুস ক্ষমতা গ্রহণের আগেই ভারত হাসিনার বিকল্প হিসাবে বিএনপিকে বেছে নেয় এবং ফোন আলাপে বিএনপি পজিটিভ হলে ভারত বিএনপিকে শর্ত দেয় বিএনপি যদি জামায়াত সহ সকল ধর্মীয় দল হতে নিজেকে আলাদা করে নির্বাচনে অংশ গ্রহণ করে, তবে ভারত বিএনপিকে সরকার গঠনে সবরকম সহযোগিতা করবে।

শুরু হয় নতুন অধ্যায়, ভারতের মধ্যস্ততায় সেনাপ্রধান ও বিএনপি একমত হলে ঐ দিনই খালেদা জিয়াকে মুক্তি দেয় এবং কয়দিনের মধ্যে বিএনপির নেতা আমীরখসরু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোপনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী আমিতশাহ সাথে দেখা করে এবং কিছু গোপন চুক্তি করে। ফলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুহূর্তের মধ্যে তৈরী হয় বিএনপির যোজন যোজন দূরত্ব।

হঠাৎ করেই ক্ষমতা পাওয়ার স্বপ্নে বিভোর বিএনপি ভারতের ইশারায় হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা দেয়, ফলে সেনাপ্রধান হয় শক্তিশালী। সেই সুযোগে সেনাপ্রধান ৬২৬ জন আওয়ামীলীগের নেতাদেরকে সেনানিবাসে আশ্রয় দেয় ও পালিয়ে যেতে সাহায্য করে। এবং গ্রেফতার হওয়ার পরও জামিনে মুক্তি দিয়ে বিদেশে যেতে সাহায্য করে ৫০০ অধিক আওয়ামীলীগ নেতাকে। বিনিময়ে বিএনপিও হাসিনা আমলের মামলা গুলি প্রত্যাহার করায়ে নেতাকর্মীদের মুক্তি করে।

এদিকে সংস্কার ইচ্ছুক ইউনূস সরকার ক্ষমতা নিয়েই যেন অকার্যকর সরকার। প্রায় সকল দপ্তরই সেনাপ্রধান সরাসরি নিয়ন্ত্রণে নেয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা এবং নিহত ছাত্রদের ক্ষতিপুরনের সকল প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করলেও ড. ইউনূস তাদেরকে কোন সাহায্যই করতে পারেনি।

কিন্তু ড. ইউনূস অত্যান্ত সংযমি এবং কৌশলে সংস্কার কাজ চালিয়ে নিতে চেষ্টা করছে। ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, তবে আশা করা যায়, জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে ড. ইউনূস আরও শক্তিশালী হবে।

এদিকে বিএনপি ইচ্ছে করেই কোন কারণ ছাড়াই ছাত্রদলকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমনের চেষ্টা করছে যাতে ভারত খুশি হয়।

অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারের নিরবতায় বিএনপি ইতিমধ্যে চাঁদাবাজের দল হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে।

ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তবে বিএনপির জয়লাভের কোন সুযোগই নেই।

তাই সেনাপ্রধান ওয়াকার বিএনপি ও ভারত এখন ক্ষনে ক্ষনে রুপ বদল করছে। কখনো ধমক দিচ্ছে কখনো বা নিজেকেই রাষ্ট্রের প্রধান ভাবছে। ঐ দিকে ভারত আবারও আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বিএনপি সেখানে কোন দ্বিমত করছে না।

বিএনপি যদি ভারতের ফাঁদে পা না দিতো তবে জামায়াত ও সকল দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে পারতো এবং দেশ ও জাতির প্রকৃত মুক্তি হতো এবং দেশও শক্তিশালী হতো ও এগিয়ে যেতো।

বিঃদ্রঃ- জাতির সাথে গাদ্দারী করার জন্য বিএনপিকে মির্জাফরের পরিনতি ভোগ করতে হবে, ইনশাআল্লাহ্॥

আমার রাজকন্যা
24/02/2025

আমার রাজকন্যা

এতো কিছুর পর ঘটনা সত্যিই ছিলো?
23/02/2025

এতো কিছুর পর ঘটনা সত্যিই ছিলো?

তালামীয কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল।
20/02/2025

তালামীয কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rose Tv Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rose Tv Sylhet:

Share