Mustak Ahmed

Mustak Ahmed Came here just for fun
i don’t take it seriously Love For All 🖤

এই ছবির টাকা দিয়ে এদের নিয়ে একটা খামার বানানো হবে। 😂
28/05/2025

এই ছবির টাকা দিয়ে এদের নিয়ে একটা খামার বানানো হবে। 😂

19/04/2025

Rural Road of Scotland

30/03/2025

A beautiful road of Dumfries and Galloway

এলমা আক্তার ডেনমার্কে পড়তে আসা একজন বাংলাদেশী শিক্ষার্থী।সে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত,স্টেজ-০৪।ডেনমার্ক হাসপাতাল থে...
29/03/2025

এলমা আক্তার ডেনমার্কে পড়তে আসা একজন বাংলাদেশী শিক্ষার্থী।সে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত,স্টেজ-০৪।ডেনমার্ক হাসপাতাল থেকে বেঁধে দেওয়া সময় মাত্র ৩সপ্তাহ।এলমা আক্তারের দুইটি সন্তান আছে(৭ ও ১১বছর),তারা বাংলাদেশে নানীর সাথে থাকে। এলমার শেষ ইচ্ছা বাংলাদেশে যাওয়ার এবং শেষ সময়টা সন্তানদের সাথে অতিবাহিত করার। এই পরিস্থিতিতে বাংলাদেশ এসোসিয়েশন, ডেনমার্ক এলমার পার্শ্বে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

মৃত্যু আমাদেরকে জীবনের এক প্রতিবিম্বের সামনে দাঁড় করায়। মৃত্যু হবে কিন্তু সেটা কবে হবে কেউ কি জানে? ধরুন আপনাকে জানানো হলো আগামী দশ দিন পর আপনার মৃত্যু হবে, আপনি কি করবেন? মৃত‍্যু সত‍্য ও নির্ধারিত বিষয় কিন্তু বেঁচে থাকা একটি সম্ভাবনা মাত্র ও সময়ের পরিক্রমা এবং চক্রাকার প্রবৃত্তির অনুঘটক। এলমা আক্তারের সামনের দিনে বেঁচে থাকার সম্ভাবনা একটি সমায়ের পরিক্রমা যা অতি সীমিত কিৎবা অসীম।

আমরা বাংলাদেশ এসোসিয়েশন, ডেনমার্ক এলমা আক্তারের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর পার্শ্বে দাঁড়ানোর প্রচেষ্টায় ব্রত হয়ে দুই জনের জন‍্য কোপেনহেগেন-ঢাকা কাতার এয়ারওয়েজ এয়ার টিকেট ও নগদ অর্থ সহায়তা দিতে সক্ষম হয়েছি।

আজ শুক্রবার কোপেনহেগেন এয়ারপোর্টে এলমা আক্তারের চোখের নিরব দৃষ্টি আমাদের অনেক কিছু শিখিয়েছে।
মানুষ মানুষের জন‍্য
জীবন জীবনের জন‍্য…।

অসহায় মানুষের কল্যাণে বাংলাদেশ এসোসিয়েশন, ডেনমার্ক।

পোস্ট ডেনমার্ক নিউকামার গ্রুপ থেকে কালেক্ট করা।

Eid Mubarak 😍
29/03/2025

Eid Mubarak 😍

আলহামদুলিল্লাহ যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে একরাতে সংগ্রহ ৩১১ হাজার পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ৫ কোঠি ৩৮ লক্ষ টাক...
29/03/2025

আলহামদুলিল্লাহ যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদে একরাতে সংগ্রহ ৩১১ হাজার পাউন্ড
যা বাংলাদেশী টাকায় প্রায় ৫ কোঠি ৩৮ লক্ষ টাকার সমান।
মাশাল্লাহ🇬🇧🇧🇩
জাজাকাল্লাহ

আর কতো চুপ থাকা যায়? 😞
27/03/2025

আর কতো চুপ থাকা যায়? 😞

27/03/2025

এদেরকেও সেনাবাহিনীর কাছে পাঠানো হোক। 🤣

Fair use social Awareness

25/03/2025

'এখনও ৩০০টাকাই ভিজিট নিই,আমৃত্যু তাই থাকবে'

ডা. এজাজুল ইসলাম, একাধারে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচিত তার মানবিক মূল্যবোধ, সেবা এবং সততার জন্য। সুলভ চিকিৎসা সেবার কারণে তিনি জনগণের কাছে পরিচিতি পেয়েছেন ‘গরিবের ডাক্তার’ নামে। তিনি ঢাকার মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা তার কর্মজীবনে একটি নতুন মাইলফলক।

ডা. এজাজুল ইসলামের বিশ্বাস করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই তিনি নিজের চেম্বারে মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন। তার মতে, "টাকা উপার্জনের জন্য নয়, মানুষকে সাহায্য করাই চিকিৎসা পেশার মূল লক্ষ্য।"

তিনি বলেন, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে, তখন এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।

25/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Misho Rahman Omy, Nayem Ahmed, Mantu Chanda, Nizam Ahamed Mizan, SK Rakib, মুজাহের ভাই মুজাহের ভাই, Naresh Thakor, Ibrar Mahir, মো সোবাহান, Md Nasir, Zohu Alom, Momen Mia, Sk Abubakkar, Bablu Islam

হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতিই ছিল না তামিম ইকবালের। ডাক্তাররা শেষ সময়ে এসে বলেছিলেন, ‘এয়ার ...
24/03/2025

হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতিই ছিল না তামিম ইকবালের। ডাক্তাররা শেষ সময়ে এসে বলেছিলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়ত তামিমকে আর ফিরে পাওয়া সম্ভব হবে না।’

- পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল
- তামিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল
- ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে
- পালস ছিল না, ৩ বার ডিসি শক দিতে হয়েছে
- ডাক্তাররা বলছিল, খুব ক্রিটিকাল
- তামিম কার্যত ছিলেন না, হার্ট কয়েকবার পুরোপুরি ভাবে কাজ করা বন্ধ করেছিল!

ঠিক এইখান থেকে ফিরলেন তামিম ইকবাল! মহান আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে জ্ঞান ফিরেছে এবং পরিবারের মা, স্ত্রী ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি! এটা অবিশ্বাস্য এক কামব্যাক! সবই আল্লাহ তা'য়ালার রহমত এবং গোটা একটা দেশ যেভাবে আল্লাহর নিকট প্রার্থনা করছিল, সেটার ফল!

বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Mustak Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustak Ahmed:

Share